বাইনারি ট্রেড করার আদর্শ সময়

33
6992
Forex Trading Time
Forex Trading Time

আগেই আমরা আপনাদের বলেছি Binary Trade ফরেক্স ট্রেড এর মতই আমাদের দেশে অনেক জনপ্রিয়। অনেকেই আছেন তেমন কিছু না জেনেই এখানে ট্রেড শুরু করে দেন যেটা খুবই মারাত্মক হয়ে থাকে। আমরা আপনাদের সবসময়ই অনুপ্রানিত করে থাকি ভালো করে ট্রেড/মার্কেট সম্পর্কে জেনে তারপর ট্রেড করা উচিত।

আজকে আমরা আলোচনা করবো কোন কোন সময়ে সবচেয়ে ভালো Binary Trade করা যায়।

Binary Trade করার আদর্শ সময়

Binary Trade এর মার্কেট টাইম অনেকটাই ফরেক্স ট্রেড এর টাইম অনুযায়ী চলতে থাকে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে, বাইনারি ট্রেডে আমাদের প্রাইস মুভমেন্টের জন্য অপেক্ষা করতে হয় না।

Tokyo Session
  • Tokyo session এ সবচেয়ে বেশি লেনদেনে অংশগ্রহন করে commercial companies (exporters) and central banks. একটা কথা মনে রাখবেন, জাপানের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভরশীল রপ্তানি বাণিজ্যের উপর। জাপানের সাথে চীনা অর্থনীতিও অনেক বেশি পরিমান রপ্তানির উপর নির্ভরশীল যার কারনে এই সেশনে লেনদেনের পরিমানও অনেক বেশি থাকে।
  • New York session এ হয়ে যাওয়া বড় মার্কেট মুভমেন্টের পর এই সেশনের মার্কেট মুটামুটি Ranging পজিশনে থাকে। (মার্কেট মুভমেন্ট যেকোনো সময় পরিবর্তনশীল)
  • কোন পেয়ারে এই সময় ট্রেড করবেন? Tokyo session এ Australia, New Zealand, এবং Japan এর নিউজ রিলিজ হয় তাই এই সেশনে সবচেয়ে সুযোগ হচ্ছে NEWS Trade করা, এছারাও এই সময় Japanese YEN এরও ভালো মুভমেন্ট লক্ষ্য করা যায় কারন ব্যবসায়িক কারনের প্রচুর পরিমাণ Yen এর হাতবদল হয়।
IQ Option Broker একাউন্ট খুলে বাইনারি ট্রেড করুন।

জনপ্রিয় এবং বিশ্বস্ত এই ব্রোকারে বাইনারি ট্রেড করুন। সর্বনিম্ন $10 ডিপোজিট করে আপনি ট্রেড শুরু করতে পারবেন এবং সর্বনিম্ন $2 আপনি উত্তোলন করতে পারবেন। একমাত্র এই ব্রোকারেই সর্বনিম্ন $1 করে ট্রেড করা যায়। একাউন্ট খুলে এখনি আমাদের কৌশল অনুযায়ী ট্রেড শুরু করুন এবং প্রফিট উত্তোলন করুন।

 

London Session
  • যেহেতু London session অন্য দুটি মেজর ট্রেডিং সেশনকে ক্রস করে এবং London অর্থনৈতিক বাজারে অনেক বেশি শক্তিশালী তার কারনে অনেক বড় রকমের মদ্রার লেনদেন হয় এই সময়ে, এ কারনে এই সময়ে মার্কেটে liquidity এর পরিমাণ অনেক বেশি থাকে।
  • যেহেতু এই সেশনে সবসেয়ে বেশি লেনদেন হয় তাই, মার্কেটে মুভমেন্ট সবচেয়ে বেশি থাকে।
New York Session
  • সবচেয়ে বেশী Economic Event রিলিজ হয় New York session শুরু হবার আগ মুহূর্তে।
  • U.S. session এর মধ্যবর্তী স্থানে মার্কেটের মুভমেন্ট অনেক কম থাকে যার কারন হচ্ছে European market বন্ধ হয়ে যায়।

মনে রাখবেন

  • কোনও ট্রেডিং সেশন শুরু কিংবা শেষ হওয়ার সময় Binary Trade করবেন না। কারন এই সময়গুলোতে মার্কেটের অস্বাভাবিক প্রাইস মুভমেন্ট থাকে এবং এই সময় ট্রেড করলে আপনার অনুমান সঠিক নাও হতে পারে।
  • কোনও কারেন্সিতে ট্রেড করার আগে দেখে নিন আজকে মার্কেটে কোনও গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে কিনা? যদি ওই সময়ে কোনও নিউজ ইভেন্ট থেকে থাকে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারন, আমরা জানি না নিউজের ফলাফল কি হতে পারে যার কারণে ট্রেড না করাই ভালো।
  • মাঝে মাঝে বিভিন্ন ব্রোকার কিছু নির্দিষ্ট সময়ে অনেক বেশী পরিমাণ রিটার্ন প্রদান করে থাকে। যেমন, NYSE ট্রেডিং টাইম এ U.S. এর গুরুত্বপূর্ণ নিউজ (Interest Rate, NFP, GDP, etc)। এই সময়ে মার্কেট প্রাইসের মুভমেন্ট অনেক বেশী থাকে। আপনি যদি দক্ষ ট্রেডার না হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে অনুরোধ করবো বেশী রিটার্নের আশায় এই সময়ে কোনও ধরনের ট্রেড করবেন না।
  • আমরা সবসময়ই আমাদের পরিচিতদের, প্রতিদিন বেশী পরিমাণ Binary Trade করতে নিরুৎসাহিত করে থাকি। বেশী ট্রেড সবসময়ই আপনার জন্য খারাপ। কারন এতে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। আপনার ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং কৌশল অনুযায়ী প্রতিদিনের একটি টার্গেট সেট করতে পারেন। টার্গেট মিট করলে ওইদিন আর ট্রেড করার দরকার নেই। ফরেক্স মার্কেটের বিভিন্ন সময় সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

33 কমেন্ট

  1. আমি যানতে চাচ্ছি বাইনারি ট্রেডিং এর একাউন্ট এ ডলার রিচার্জ কিভাবে করতে হবে। রিচার্জের প্রক্রিয়া সমুহ গুলো যানালে উপকৃৃত হবো।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। যেকোনো ফরেক্স কিংবা বাইনারি ব্রোকারে ফান্ড লেনদেন করার সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে স্ক্রিল। অনুগ্রহ করে ফ্রিতে একটি স্ক্রিল একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন এবং সেটিকে ভেরিফাই করে নিতে পারেন। লিংক – https://fxbd.co/skrill

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      এখানে USD/CAD হচ্ছে কারেন্সি পেয়ার এর নাম যার অর্থ হচ্ছে আপনি আমেরিকান ডলার এবং কানাডিয়ান ডলার এর সাথে ট্রেড করছেন এবং “OTC” হচ্ছে ব্রোকারের প্রদত্ত কোনও চিনহ কিন্তু সেটি কি অর্থে ব্যবহৃত হয় সেটি বলতে পারছি না। এর জন্য অনুগ্রহ করে আপনার ব্রোকার এর সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।

  2. বাংলাদেশে এমন কোন ফরেক্স ব্রোকার ট্রেন্ড আছে যারা বিকাশ অথবা রকেটে ডিপোজিট আর উইথড্র করার সুযোগ প্রদান করে?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      এখন পর্যন্ত কোনও ফরেক্স কিংবা বাইনারি ট্রেডিং এর কোনও বোকার নেই যারা সরাসরি বিকাশ কিংবা রকেট এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার সুবিধা দেয়। আর যদি আপনার পরিচিত কোনও ব্রোকার থাকেও তাহলে সেই সকল ব্রোকারে ট্রেড না করার পরামর্শ দিচ্ছি। কেননা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এর নীতিমালা অনুসারে ফরেক্স ট্রেডিং এখনও বৈধ নয়। যার কারনে ব্রোকার চাইলেও এই পেমেন্ট সিস্টেমগুল ব্যবহার করার সবিধা পাবে না।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      বাইনারি ট্রেডিং শিখার জন্য কোনও সঠিক নির্দেশনা নেই। কেননা ৩০ সেকেন্ড – ১ মিনিট এর ট্রেডে কোনও এনালাইসিস কিংবা কৌশল কাজে আসে না। যদি ট্রেডিং করতে হয়, তাহলে ফরেক্স ট্রেডিং শিখুন এবং করুন।

  3. ইতিমধ্যে আমি ৮০০ টাকা হাড়িয়ে ফেলছি….আমি সঠিক সময় নিয়ম কানুন কিছুই জানি না একটু প্রাথমিক ধারনা আছে মাত্র। আমি গরীর স্টুডেন্ট লাভের আশায় কাজটা করছিলাম।যদি দয়া করে আমার টাকাটা ফেরত পাওয়ার কোন ব্যবস্হা অথবা লাভবান হওয়ার উপায় বলেন খুব উপকৃত হব।🙏

    • দুঃখিত। আশা করি বুঝতে পেরেছেন, এই মার্কেট এর রিস্ক কতটা বেশী। ৮০০ টাকা ফেরত পাওয়ার আশায় ট্রেড করলে কখনোই প্রফিট করতে পারবেন না বরং এক সময় লস এর হিসাবে ৮০০-৮০০০ হয়ে যাবে। পরামর্শ হিসাবে আপনার জন্য রয়েছে, এই মার্কেট এবং ট্রেডিং থেকে দূরে থাকুন কেননা ট্রেডিং সবার জন্য নয়। বিস্তারিত জানুন আমাদের Risk Warning আর্টিকেলে – https://fxbd.co/risk

  4. ভাই, বাইনারি ট্রেড্র (নির্উয়ক সিসন, সিডনি সিসন) এই সময়গুলি অনুমান করে , বাংলাদেশের ট্রেডিং করার সঠিক সময় কখন। দয়া করে বলবেন ।

    • সহজ কথায় এটি হচ্ছে, কম সময়ের ট্রেড। তবে এই ধরনের ট্রেডে আপনি বুঝতে পারবেন, আপনার এন্ট্রির প্রফিট এর পরিমাণ কেমন হবে। বিস্তারিত জানতে ওয়েবসাইটের বাইনারি ট্রেডিং অংশে দেখুন। লিংক – https://www.fxbangladesh.com/category/binary-trading/

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      লস হবার প্রধান কারন হচ্ছে মার্কেট সম্পর্কে পর্যাপ্ত ধারনা এর অভাব। ট্রেড করার পূর্বে ভাল করে মার্কেট জানুন এবং বুঝুন।

      • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
        বাইনারি ট্রেডিং এর সফল হতে হলে অনেকবেশী পরিমাণ কৌশলী হতে হবে। এর জন্য প্রয়োজন প্রচুর প্র্যাকটিস এবং ধৈর্য এবং ট্রেডিং সম্পর্কিত বিস্তারিত শিক্ষা।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপনি যেহেতু এতদিন ধরে ট্রেড এর সাথে সম্পৃক্ত ছিলেন সেক্ষেত্রে বলা যেতে পারে, আপনি হয়তোবা নিজেই বুঝতে পেরেছেন, ফরেক্স কিংবা বাইনারি ট্রেডিং সবার জন্য নয়। এখন আপনি যদি মনে করেন, যে লস আপনি করেছেন সেটা আপনি পুষিয়ে নিতে পারবেন কিংবা ট্রেড করার জন্য আপনার সময়, ধৈর্য এখনও রয়েছে তাহলে ট্রেড করার থেকে ট্রেড শিখায় মনোযোগী হউন। যখন নিজের মধ্যে সেই পরিমাণ নিশ্চায়তা তৈরি হবে তখনই আবার রিয়েল ট্রেড শুরু করুন। একটি কতাহ মনে রাখবেন, ট্রেড করতে হলে শিখতে হবে, জানতে হবে নতুবা লস এর কোনও বিকল্প নেই।

  5. ami olymp trade somporke jante jacci
    ata kivabe korbo and ki korte hobe?? amar kace olymp trade er akta apps ace.
    jeta auto download hoi gece.. barbar notification astece olymp trade theke.
    pls kindly amk ai somporke jante help koron.

    • বাইনারি ব্রোকার হিসাবে Olymp Trade নিয়ে আমাদের ধারণা কিছুটা কম। কারন, যারা বাইনারি ট্রেড করতে আগ্রহি তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে IQ Option ব্রোকার। এই ব্রোকার খুব নির্ভরযোগ্য এবং জনপ্রিয়। এদের গ্রাহক সংখ্যাও প্রায় ৪০ লক্ষাধিক। এছারাও আপনি সরবনিম্ন $1 এর মাধ্যমে এন্ট্রি গ্রহন এর সুবিধাও পাবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন – https://fxbd.co/2MCpZdk

  6. নেটেলার ডলার আয় করার পর বাংলাদেশে সটি উত্তলন কিভাবে করা সহজ?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      নেটেলার সংক্রান্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ফোরামের নেটেলার অংশে দেখুন – https://fxbd.co/2zDiBLw

    • সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
      বিশ্বব্যাপী সবচেয়ে বড় ৪টা দেশের শেয়ার বাজার রয়েছে যাদের অপারেশন এর সময়েই ৮০% লেনদেন সংঘঠিত হয়ে থাকে। এই এক একটি দেশের শেয়ার বাজার খোলা এবং বন্ধ হবার সময় এক এক রকমের। এই ৪টি শেয়ার বাজার যখন খুলে এবং বন্ধ হয়ে এই সময়কে ট্রেডের ভাষায় বলা হয় “ট্রেডিং সেশন”। যেমন, আমেরিকার শেয়ার বাজার এর সময়কালকে বলা হয় U.S. Session । এই বিষয়ে বিস্তারতি জানার জন্য, এই আর্টিকেলটি ভালো করে পড়ুন – https://www.fxbangladesh.com/forex-trading-sessions/

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here