Fibonacci retracement এবং ট্রেন্ড লাইন

5
1028
Fibonacci retracement Trend Lines

Fibonacci retracement Trend Lines – ফিবনাচি টুল এর সাথে ট্রেন্ড লাইন এর ব্যবহার ট্রেডের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল।

আপনাদের আগেই বলেছি, ফিবনাচি সবচেয়ে ভালো কাজ করে যখন মার্কেট ট্রেডিং অবস্থায় থাকে। আরও বলেছিলাম, যখন প্রাইস কোনও নির্দিষ্ট আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড পজিশনে থাকে, তখন ট্রেডাররা Fibonacci retracement টুল এর সাহায্যে মার্কেটে এন্ট্রি নিয়ে থাকেন।

অর্থাৎ, বুঝতেই পারছেন- Fibonacci টুল অবশ্যই কোনও না কোনও ভাবে “ট্রেন্ড” শব্দটির সাথে জড়িত এবং এই ট্রেন্ড যাচাই করা হয় ট্রেন্ড লাইন এর মাধ্যমে।

বুঝতে সমস্যা হচ্ছে? চলুন একটি উদাহরণ দেখে নেই-

নিচের চার্টটি AUD/JPY কারেন্সি পেয়ারের H1 টাইমফ্রেমের । চার্ট থেকে আপনি বুঝতেই পারছেন, প্রাইস গত কয়েকদিন ধরে কি সুন্দরভাবে ট্রেন্ড লাইন মোতাবেক রয়েছে!

Rising Trend Lines in AUDJPY H1 Chart

এখন আপনিও চিন্তা করছেন একটি বাই/Buy এন্ট্রি গ্রহন করবেন। চিন্তা করলেন, “প্রাইস আবার যখন বাউন্স করে এসে ট্রেন্ড লাইনকে স্পর্শ করবে তখন এন্ট্রি নিবো।”

এন্ট্রি নেয়ার আগে যদি আমরা একটু কষ্ট করে Fibonacci টুল দিয়ে মার্কেটের অবস্থান সম্পর্কে আর একটু ভালো করে দেখে নেই তাহলে কেমন হয়? আমরা এবার চার্টে, Fibonacci retracement টুলটি ব্যবহার করবো-

Plotting Fibonacci in the Trendline to identify a potential Support Level

Fibonacci retracement এর সুত্র অনুযায়ী আমরা চার্টের সর্বশেষ swing low=82.61 এবং swing high=83.84 নির্বাচন করে নিলাম। লক্ষ্য করুন, কিভাবে ট্রেন্ড লাইন, 61.8% লেভেলকে স্পর্শ করে গেছে।

এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন ট্রেন্ড লাইন এর কোথায় ট্রেড নেয়ার জন্য একটি ভালো সাপোর্ট হবে? বিষয়টি যাচাই করার একটিই উপায় আছে!

Trend Line and Support Hold by 61.8% Febis Retracement Level

দেখুন প্রাইস কিভাবে Fib লেভেল 61.8% থেকে প্রাইস সাপোর্ট হিসাবে গ্রহন করে আবার উপরের দিকে উঠে গেছে! কিছু সময় পরেই, প্রাইস এই সাপোর্ট লেভেল থেকে আমাদের পূর্বের swing high পয়েন্টকে ব্রেক করে আরও উঠে যায়। আশা করি বুঝতেই পারছেন, এই টুল কিভাবে আপনার ট্রেডে এন্ট্রি নিয়ে সহায়তা করে!

একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো, যখন এই সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলের কাছাকাছি retracement লেভেল তৈরি হয় তখন আপনি যেই রকম এন্ট্রি নেয়ার জন্য অপেক্ষা করতে থাকেন ঠিক তেমনই আরও ট্রেডার এই স্থানটি নির্বাচন করে থাকে, সুতরাং আমরা ধরেই নিতে পারি- এই লেভেলগুলোতে প্রাইস মুভমেন্ট হবে এক কথায় মারাত্মক।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

5 কমেন্ট

  1. শুনেছি ফরেক্স ট্রেডিং নাকি বাংলাদেশ আইন অনুযায়ী বেআইনী। এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানাতে চাচ্ছি

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বেআইনি নয়। বেআইনি হচ্ছে, লাইসেন্সধারি প্রতিষ্ঠান ছাড়া বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন। লিংক – fxbd.co/risk

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      খুব শীঘ্রই কিছু নতুন ভিডিও টিউটোরিয়াল, আপনাদের জন্য প্রকাশ করা হবে। আশা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here