Fx Bangladesh/ Forex Bangladesh/ ফরেক্স বাংলাদেশ, আপনাকে ফরেক্স ট্রেড কিংবা এর সাথে সম্পর্কিত কোথাও বিনিয়োগ করতে উৎসাহী করেনা। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করছেন তার অর্থ হচ্ছে, আপনি নিজেই ফরেক্স ট্রেড করতে এবং শিখতে আগ্রহী।
ফরেক্স ট্রেডের সাথে সম্পর্কিত সকল ধরনের ঝুঁকি সম্পর্কে আপনি জানেন এবং বোঝেন। ফরেক্স ট্রেডে আপনার বিনিয়োগের কোনও ধরনের ক্ষতি কিংবা লসের দায়ভার ফরেক্স বাংলাদেশ গ্রহন করবেনা। ফরেক্স ট্রেডিং এবং সমসাময়িক ট্রেডিং এর সাথে ঝুঁকির পরিমাণ থাকে অনেক বেশী যার কারনে, অনভিজ্ঞ ট্রেডাররা নিজ নিজ ট্রেডিং ব্যালেন্স খুব শীঘ্রই লস করে ফেলতে পারেন যেটি ভবিষ্যৎ এর জন্য আপনার সমস্যার কারনে হতে পারে।
এছাড়াও, ঋণ কিংবা ধারকৃত অর্থ, ক্রেডিট কার্ড থেকে উত্তোলিত অর্থ, দৈনিক কার্যাদি পরিচালনার জন্য ব্যবহৃত অর্থ ফরেক্স ট্রেডিং এর জন্য নয়। যদি আপনার কাছে সঞ্চিত অর্থ বিদ্যমান থাকে এবং যদি সেই অর্থ কোনও কারনে লস হলেও আপনার জীবন-ধারনে কোনও সমস্যা না হয়, তাহলেই কেবলমাত্র ফরেক্স ট্রেডিং এর জন্য বিনিয়োগ করতে পারেন। অন্যথায়, ট্রেডিং এর থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করছি।
ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত কোনও ব্রোকার কিংবা প্রতিষ্ঠান এর অস্তিত্ব বাংলাদেশে নেই কেননা, বাংলাদেশ সরকার এর কোনও অনুমোদন এখানে নেই। যার কারনে, যেকোনো ধরনের এজেন্ট, চটকদার বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করছি। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে অল্প সময়ে ধনী কিংবা অর্থ উপার্জন করার মাধ্যম নয় এবং এই ট্রেডিং এর ঝুঁকির পরিমাণও থাকে অনেক বেশী।
ওয়েবসাইট ভিজিট করার পূর্বে অনুগ্রহ করে আমাদের Terms Of Service (ToS), Privacy Policy, Risk Warning এবং Disclaimer অংশগুলো ভালো করে দেখে নিন। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বিষয়গুলোর গাইডলাইন পাবেন এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে ট্রেডিং শিখতে পারবেন। এছাড়া FX Bangladesh কোনওভাবেই কোনও ধরনের বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত নয়। কেননা,
কেন্দ্রীয় ব্যাংকের Foreign Exchange Regulation Act, 1947 মোতাবেক বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী অনুমোদিত ডিলার / মানি চেঞ্জার ছাড়া অন্য কোনও ব্যক্তি / প্রতিষ্ঠানের অনলাইন বা অন্যান্য মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে বেআইনি এবং অপরাধ।