Copy Trading Performance – ফরেক্স ট্রেডিং এর সাফল্য আসে মুলত ধৈর্য এর উপর ভিত্তি করে। শর্টকাট বলে যে শব্দটি রয়েছে সেটির প্রভাব ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ব্যাপক আকারের হয়ে থাকে। আপনি যদি ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করার জন্য কোনও শর্টকাট এর উপায় খুজতে থাকেন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি প্রফিট কখনোই করতে পারবেন না।
ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে, “Slow and Steady Wins the Race” এই প্রবাদটির শতভাগ কার্যকারিতা লক্ষ্য করা যায় ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে। বিগত কয়েক বছরের ট্রেডিং অভিজ্ঞতা থেকে আমরা এটাই বুঝতে এবং শিখতে পেরেছি। এই আর্টিকেল থেকে আপনি এখন পর্যন্ত আমাদের গৃহীত এন্ট্রির কিছু হিসাব এবং পরিসংখ্যান দেখতে পারবেন।
আর্টিকেলটিকে সপ্তাহ হিসাব করে কয়েকটি সেকশনে ভাগ করা হয়েছে। বিস্তারিত তথ্যগুলো জানার জন্য অনুগ্রহ করে নিচের “NEXT” বাটনে ক্লিক করে দেখে নিন।
1. রিটার্ন রেশিও এক নজরে
জুন মাসের মধ্যবর্তী সময়ে কপি ট্রেডিং এর জন্য আমাদের বিনিয়োগ এর পরিমাণ ছিল ৫০০ ডলার তবে এই এমাউন্টটিকে আমরা মার্কেট এর অবস্থান নির্ধারণ করে বিভিন্ন সময় পরিবর্তন করে থাকি। অর্থাৎ, প্রয়োজন অনুসারে অতিরিক্ত ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করে থাকি। এই বছরের জুন মাস থেকে শুরু করে চলমান সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্বমোট $2951 ডিপোজিট করে ছিলাম যেখান থেকে এখন পর্যন্ত আমরা $3622 উত্তোলন করে ফেলেছি। সেপ্টেম্বর মাসের ৪র্থ সপ্তাহে এসে আমরা সর্বমোট ১৪৪৬ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই। নিচের বক্সে প্রতি মাসের হিসাবে আমাদের এভারেজ পিপ্স এর টার্গেট রেশিও প্রদান করা হয়েছে।
মাসের হিসাবে কপি ট্রেডিং এর প্রফিটেবল পিপ্স এর একটি তালিকা প্রদান করছি।
Month | Pips Count | Return Ratio (%) |
June | +254 | +25% |
July | +290 | +29% |
August | +66 | +26% |
September | +836 | +250% |
TOTAL Return | 1446 (pips) | 330% |
উপরের বক্সে যেই রিটার্ন এর রেশিও প্রদান করা হয়েছে সেটি মুলত আমাদের ডিপোজিটকৃত ফান্ড এর ভিত্তিতে। শুরুতেই বলেছিলাম, আমাদের এই ট্রেডিং একাউন্টে প্রাথমিক ডিপোজিট এর পরিমাণ ছিল ৫০০ ডলার এর মতন।
- জুন মাসে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.০৫ সে হিসাবে আমরা সর্বমোট ২৫৪ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১২৭ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ২৫% এর মতন।
- জুলাই মাসে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.০৫ সে হিসাবে আমরা সর্বমোট ২৯০ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১৪৫ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ২৯% এর মতন।
- আগস্ট মাসে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.২০ সে হিসাবে আমরা সর্বমোট ৬৬ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১৩২ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ২৬% এর মতন।
- সেপ্টেম্বর মাসে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.১৫ সে হিসাবে আমরা সর্বমোট ৮৩৬ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১২৫৪ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ২৫০% এর মতন।
2. কপি ট্রেডিং স্ট্রেটিজি
অনেকেই আছেন যারা ইচ্ছা সত্ত্বেও আমাদের কপি ট্রেডিং সেবায় অংশ নিতে পারেননি। এটি মুলত হয়েছে আমাদের সেবার কিছু বাধ্যবাধকতা এর কারনে। প্রাথমিক পর্যায়ে মাত্র ৫০ জন ট্রেডার নিয়ে এই সেবাটি শুরু করলেও আমাদের ইচ্ছা ছিল সেটির ব্যাপ্তি বৃদ্ধি করার।
এর জন্য জুন মাসের শেষ দিকে আমরা নতুন করে সেবাটি সবার জন্য উন্মুক্ত করেছি যাতে করে যে কেউই আমাদের সাথে যুক্ত হয়ে ট্রেডে অংশ নিতে পারেন। অনুগ্রহ করে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আজই আমাদের সেবাটির জন্য রেজিস্ট্রেশন করে নিন। বিস্তারিত জানতে পারবেন Copy Trading লিংক থেকে।
ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কিছু টার্গেট রয়েছে যেগুলো আমরা চেষ্টা করছি নিয়মিত পূরণ করার। নিচে সেই টার্গেটগুলো উপস্থাপন করছি।
- আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, বিনিয়োগ এর ১০% রিটার্ন প্রতিমাসে।
- দৈনিক হিসাবে আমাদের টার্গেট পিপ্স এর পরিমাণ হচ্ছে ৪০ পিপ্স এর মতন।
- সাপ্তাহিক হিসাবে আমাদের টার্গেট পিপ্স এর পরিমাণ হচ্ছে ২০০ পিপ্স এর মতন।
- মাসিক হিসাবে আমাদের টার্গেট পিপ্স এর পরিমাণ হচ্ছে ৮০০ পিপ্স এর মতন।
- বাৎসরিক হিসাবে আমাদের টার্গেট পিপ্স এর পরিমাণ হচ্ছে ৮০০০ পিপ্স এর মতন।
উপরের উল্লেখিত পরিমাণগুলো হচ্ছে আমাদের সম্ভাব্য টার্গেট লেভেল। এটি পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি এবং আশা করছি নিয়মিত এই টার্গেটগুলো পূরণ করতে সক্ষম হব। তারপরও অনেকসমই এরকম হতে পারে, মার্কেট আমাদের প্রত্যাশিত ট্রেন্ডে থাকবে না। সুতরাং, সেটির জন্যও আমাদের ব্যাকআপ কিছু প্ল্যান থাকবে।
3. June 2021 (Week 1)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১১৯ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল বিটকয়েন এর কারেন্সি পেয়ারে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
03.06.21 | GBP/JPY | +15 |
03.06.21 | GBP/USD | +22 |
03.06.21 | BTC/USD | +7 |
03.06.21 | GBP/JPY | +10 |
04.06.21 | BTC/USD | +10 |
04.06.21 | BTC/USD | +6 |
05.06.21 | BTC/USD | +20 |
05.06.21 | BTC/USD | -7 |
06.06.21 | GBP/USD | +36 |
TOTAL | 119 Pips |
জুন ২০২১ এর ১ম সপ্তাহে অর্থাৎ, জুন ০১-০৬ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১০টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৯টি এন্ট্রিতে যেখানে ৯০% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
4. June 2021 (Week 2)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১৭৫ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
07.06.21 | GBP/USD | +6 |
07.06.21 | BTC/USD | -2 |
07.06.21 | GBP/USD | +8 |
07.06.21 | GBP/USD | +14 |
07.06.21 | GBP/USD | +10 |
07.06.21 | GBP/USD | -10 |
07.06.21 | GBP/USD | +18 |
07.06.21 | GBP/JPY | +12 |
07.06.21 | GBP/JPY | +6 |
07.06.21 | GBP/JPY | +6 |
07.06.21 | BTC/USD | +3 |
07.06.21 | GBP/USD | +26 |
08.06.21 | GBP/JPY | +20 |
08.06.21 | GBP/JPY | +4 |
08.06.21 | GBP/USD | -15 |
08.06.21 | GBP/USD | +16 |
09.06.21 | GBP/JPY | +6 |
09.06.21 | GBP/USD | +16 |
09.06.21 | GBP/USD | -10 |
09.06.21 | BTC/USD | -27 |
09.06.21 | GBP/USD | -10 |
10.06.21 | BTC/USD | -7 |
10.06.21 | GBP/USD | +40 |
10.06.21 | BTC/USD | -5 |
10.06.21 | GBP/USD | +50 |
11.06.21 | BTC/USD | +16 |
12.06.21 | BTC/USD | -6 |
13.06.21 | BTC/USD | -5 |
13.06.21 | BTC/USD | -5 |
TOTAL | 175 Pips |
জুন ২০২১ এর ২য় সপ্তাহে অর্থাৎ, জুন ৭-১৩ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ২৯টি যেখানে ১৮ এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬৫% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
5. June 2021 (Week 3)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ৪০ পিপ্স এর লস করতে সক্ষম হই। এটিই ছিল এই বছরে আমাদের সবথেকে খারাপ ট্রেডিং সপ্তাহ। আসলে প্রতি সপ্তাহেই প্রফিট করাটা সম্ভব নয়। আমাদের ক্ষেত্রেও এটিই হয়েছিল।
মুলত এই সপ্তাহে কারেন্সি পেয়ারগুলো মুভমেন্ট খুব ভালো ছিলনা। যার কারনে এন্ট্রিগুলো আমাদের স্টপলস হিট করে সবথেকে বেশী। আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
14.06.21 | GBP/USD | -16 |
14.06.21 | GBP/USD | -1 |
14.06.21 | GBP/USD | -8 |
14.06.21 | GBP/JPY | -12 |
15.06.21 | BTC/USD | -2 |
15.06.21 | BTC/USD | +1 |
15.06.21 | GBP/USD | -11 |
15.06.21 | BTC/USD | -9 |
16.06.21 | BTC/USD | +5 |
16.06.21 | GBP/JPY | +22 |
17.06.21 | BTC/USD | -5 |
17.06.21 | BTC/USD | -3 |
17.06.21 | BTC/USD | -1 |
TOTAL | -40 Pips |
জুন ২০২১ এর ৫ম সপ্তাহে অর্থাৎ, জুন ১৪-১৯ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৩টি যেখানে ২৩% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের। এই বছরের মধ্যে সবথেকে বাজে ট্রেডিং সপ্তাহ ছিল এটি। যেখানে প্রফিট করা সম্ভব হয়নি।
জুন মাসের বাকি সময়ে আর তেমন কোনও মুভমেন্ট না থাকার কারনে আমরাও নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করিনি। অর্থাৎ, এইখানেই আমাদের ট্রেডিং মাস শেষ। দেখা যাক পরবর্তী অর্থাৎ, জুলাই মাসে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
6. July 2021 (Week 1)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১৪৪ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই। এই সপ্তাহে কিছু টেকনিক্যাল সমস্যা এর জন্য ট্রেড করা সম্ভব হয়নি যেই কারনে প্রফিট অর্জন করাও হয়নি। যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
08.07.21 | EUR/USD | +18 |
08.07.21 | EUR/USD | +12 |
08.07.21 | GBP/USD | +48 |
09.07.21 | XAU/USD | +04 |
11.07.21 | BTC/USD | -03 |
11.07.21 | XAU/USD | -15 |
TOTAL | 64 Pips |
জুলাই ২০২১ এর ১ম সপ্তাহে অর্থাৎ, জুলাই ০৫-১১ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে ৪টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল। অর্থাৎ, ৬৬% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
7. July 2021 (Week 2)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ২২৬ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই। যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
12.07.21 | XAU/USD | +01 |
12.07.21 | GBP/USD | +05 |
12.07.21 | AUD/USD | +02 |
12.07.21 | EUR/USD | -01 |
12.07.21 | GBP/USD | +45 |
12.07.21 | AUD/USD | +22 |
12.07.21 | AUD/USD | +15 |
12.07.21 | USD/CAD | -09 |
12.07.21 | USD/JPY | -06 |
12.07.21 | USD/JPY | -01 |
13.07.21 | USD/CAD | +41 |
13.07.21 | AUD/USD | +17 |
13.07.21 | GBP/USD | +15 |
13.07.21 | USD/JPY | +23 |
13.07.21 | EUR/GBP | -10 |
13.07.21 | EUR/USD | +27 |
14.07.21 | GBP/USD | +40 |
TOTAL | 226 Pips |
জুলাই ২০২১ এর ২য় সপ্তাহে অর্থাৎ, জুলাই ১২-১৮ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৭টি যেখানে ১২টি এন্ট্রিতে প্রফিট করতে সক্ষম হয়েছিলাম। অর্থাৎ, প্রায় ৭০% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
জুলাই মাসের বাকি সময়ে আর তেমন কোনও মুভমেন্ট না থাকার কারনে আমরাও নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করিনি। অর্থাৎ, এইখানেই আমাদের ট্রেডিং মাস শেষ। দেখা যাক পরবর্তী অর্থাৎ, আগস্ট মাসে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
8. August 2021
আগস্ট মাসে সময় সল্পতার জন্য আমাদের ট্রেডাররা তেমন কোনও এন্ট্রি গ্রহন করতে পারেননি। এছাড়াও, পবিত্র ঈদ-উল-আযহা এর ছুটি থাকার কারনে আমরাও আপডেট করতে পারিনি। তবে এই আগস্ট মাসের শেষ এর দিকে এসে কিছু এন্ট্রি গ্রহন করা হয়েছিল যেগুলো আপডেট নিচে প্রদান করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
25.8.2021 | USD/CAD | +35 |
25.8.2021 | GBP/USD | +9 |
26.8.2021 | GBP/JPY | +17 |
26.8.2021 | GBP/JPY | +5 |
TOTAL | 66 Pips |
আগস্ট ২০২১, সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৪টি যেখানে সবগুলো এন্ট্রিতেই প্রফিট করতে সক্ষম হয়েছিলাম। অর্থাৎ, প্রায় ১০০% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
9. September 2021 (Week 1)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১০৩ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
09.09.2021 | GBP/USD | +29 |
09.09.2021 | USD/CAD | +30 |
09.09.2021 | GBP/JPY | +06 |
09.09.2021 | USD/CHF | -04 |
10.09.2021 | USD/CAD | -05 |
10.09.2021 | GBP/USD | -12 |
10.09.2021 | GBP/JPY | +15 |
10.09.2021 | USD/CAD | +09 |
10.09.2021 | GBP/USD | +10 |
10.09.2021 | GBP/JPY | +03 |
10.09.2021 | GBP/USD | +06 |
10.09.2021 | USD/CAD | +12 |
11.09.2021 | BTC/USD | +07 |
11.09.2021 | BTC/USD | -02 |
11.09.2021 | BTC/USD | -02 |
12.09.2021 | BTC/USD | +07 |
12.09.2021 | BTC/USD | +01 |
12.09.2021 | GBP/USD | +07 |
12.09.2021 | EUR/USD | -14 |
TOTAL | 103 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ১ম সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ৬-১২ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৯টি যেখানে ১৩টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬৮% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
10. September 2021 (Week 2)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১২৬ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
13.09.2021 | BTC/USD | -05 |
13.09.2021 | GBP/USD | +11 |
13.09.2021 | USD/CAD | +15 |
13.09.2021 | BTC/USD | +06 |
13.09.2021 | USD/CAD | +15 |
14.09.2021 | GBP/USD | -12 |
14.09.2021 | USD/CAD | +10 |
14.09.2021 | USD/CAD | +35 |
14.09.2021 | EUR/USD | +15 |
14.09.2021 | USD/CAD | -02 |
14.09.2021 | GBP/JPY | +01 |
14.09.2021 | BTC/USD | +01 |
14.09.2021 | USD/CAD | +15 |
14.09.2021 | USD/JPY | -08 |
14.09.2021 | GBP/USD | +23 |
15.09.2021 | USD/CAD | +09 |
15.09.2021 | BTC/USD | -01 |
15.09.2021 | GBP/USD | -04 |
16.09.2021 | BTC/USD | +01 |
16.09.2021 | GBP/USD | +01 |
16.09.2021 | USD/JPY | +09 |
16.09.2021 | BTC/USD | -02 |
16.09.2021 | BTC/USD | -06 |
16.09.2021 | BTC/USD | -01 |
TOTAL | 126 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ১ম সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ১৩-১৯ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ২৪টি যেখানে ১৫টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬২% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
11. September 2021 (Week 3)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ৪১৫ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল মেজর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
20.09.2021 | USD/CAD | -30 |
20.09.2021 | GBP/USD | -08 |
20.09.2021 | GBP/JPY | +34 |
20.09.2021 | USD/CAD | +68 |
20.09.2021 | USD/CAD | +68 |
20.09.2021 | GBP/JPY | +34 |
20.09.2021 | USD/CAD | +68 |
20.09.2021 | GBP/JPY | +32 |
21.09.2021 | GBP/USD | +06 |
22.09.2021 | GBP/JPY | +20 |
22.09.2021 | USD/CAD | +22 |
23.09.2021 | EUR/GBP | +11 |
23.09.2021 | GBP/USD | +17 |
23.09.2021 | EUR/GBP | +11 |
24.09.2021 | GBP/USD | +16 |
24.09.2021 | USD/CAD | +16 |
TOTAL | 415 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ৩য় সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ২০-২৬ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৬টি যেখানে ১৪টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৮৭% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
12. September 2021 (Week 4)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১৯২ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল মেজর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
27.09.2021 | GBP/USD | +1 |
27.09.2021 | USD/CAD | +20 |
27.09.2021 | USD/CAD | +1 |
27.09.2021 | USD/CAD | -25 |
27.09.2021 | GBP/JPY | -25 |
28.09.2021 | GBP/JPY | -12 |
28.09.2021 | GBP/USD | -25 |
28.09.2021 | GBP/USD | +60 |
28.09.2021 | USD/CAD | +60 |
28.09.2021 | USD/CAD | +60 |
29.09.2021 | USD/CAD | +62 |
30.09.2021 | NZD/USD | +15 |
TOTAL | 192 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ৪র্থ সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ২৭-৩০ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১২টি যেখানে ৮টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬৬% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
I like this job
Thanks for your feedback. If you need to know anything specific then you can send us an email – [email protected] and we are always ready to help.
Good job
Thanks for your feedback. If you need to know anything specific then you can send us an email – [email protected] and we are always ready to help.