Copy Trading Statistics

4
612
Copy Trading Statistics

Copy Trading Statistics – এই বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করেছিলাম কপি ট্রেডিং সেবা যেটির মুল লক্ষ্য ছিল, যারা এখন পর্যন্ত ট্রেডিং লস করেছেন তারা যাতে কিছুটা হলেও সেই লসকে রিকভার করতে সক্ষম হন। শুরু থেকেই আমরা ভালো সমর্থন পাই, আপনাদের কাছ থেকে।

বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করার পর, আমরা ৫০ জন ট্রেডার নিয়ে কপি ট্রেডিং শুরু করি যেখানে ট্রেডিং এর সাথে যুক্ত হবার জন্য মোট আবেদন পরেছিল প্রায় ৪২০ টি। আশা করছি পরবর্তী সময়ে যারা আমাদের কপি ট্রেডিং এর সাথে যুক্ত হতে পারেননি তাদের পরবর্তীতে যুক্ত করে দেয়া হবে। আপনাদের সুবিধার জন্য বিগত দুই মাসের Copy Trading Performance এর ক্যালকুলেশন আপনাদের সামনে উপস্থাপন করছি।

Sept (Week 1)

এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ২৫৭ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হয় যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।

Entry Date Currency Pair Name Pips Count
31.08.20 GBP/USD +27
31.08.20 AUD/USD +17
01.09.20 EUR/USD +68
02.09.20 GBP/JPY +35
02.09.20 EUR/USD +22
03.09.20 USD/CAD +29
03.09.20 GBP/JPY -31
03.09.20 NZD/USD +45
04.09.20 CHF/JPY +78
04.09.20 EUR/JPY -33
TOTAL 257 Pips

শুরুর এই সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ৩১-৪ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১০টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৮টি এন্ট্রিতে যেখানে ৮০% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $25.7 ।

Sept (Week 2)

সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে আমরা আশানুরূপ প্রফিট করতে সক্ষম হয়নি। যার মুল কারন ছিল আসন্ন মার্কিন নির্বাচনে প্রার্থীদের প্রচারনা যা মার্কেটকে প্রভাবিত করেছে কিছুটা বেশী। এছাড়াও, মহামারী ভাইরাস এর দ্বিতীয় ধাক্কা এর শঙ্কাও কারেন্সি মার্কেট এর উপর ব্যাপক প্রভাব বিস্তারিত করেছিল। তারপরও বেশকিছু পিপ্স এর প্রফিট করতে আমরা সক্ষম হই যার সর্বমোট পরিমাণ ছিল ১৬৪ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
07.09.20 GBP/USD +47
08.09.20 USD/CAD +5
08.09.20 GBP/JPY -21
09.09.20 AUD/USD +67
10.09.20 GBP/USD +39
10.09.20 NZD/USD +27
TOTAL 164 Pips

সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ৭-১১ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $16.4 ।

Sept (Week 3)

সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহেও আমরা আশানুরূপ প্রফিট করতে সক্ষম হয়নি। যার মুল কারন ছিল মার্কেট প্রাইস এর অস্বাভাবিক আচরণ। এছাড়াও, মহামারী ভাইরাস এর দ্বিতীয় ধাক্কা এর শঙ্কাও কারেন্সি মার্কেট এর উপর ব্যাপক প্রভাব বিস্তারিত করেছিল। তারপরও বেশকিছু পিপ্স এর প্রফিট করতে আমরা সক্ষম হই যার সর্বমোট পরিমাণ ছিল ১৬৮ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
14.09.20 USD/CHF -42
15.09.20 GBP/USD +77
16.09.20 GBP/USD +35
16.09.20 NZD/USD +53
17.09.20 USD/CAD +26
18.09.20 USD/JPY +19
TOTAL 168 Pips

 

সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ১৪-১৮ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $16.8 ।

Sept (Week 4)

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এসে আমরা আশানুরূপ প্রফিট করতে সক্ষম হই। যদি এই সপ্তাহে এসে আমাদের এন্ট্রি পজিশন ছিল কিছূটা বেশী তবে লাভ/লস এর পরিমাণ হিসাব করলে সর্বমোট প্রফিট ছিল ২৩৬ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
21.08.20 GBP/USD +57
21.08.20 GBP/JPY +33
21.09.20 GBP/JPY +26
22.09.20 USD/CAD -23
22.09.20 GBP/USD +78
23.09.20 GBP/JPY -18
23.09.20 AUD/USD -41
23.09.20 EUR/JPY +21
24.09.20 GBP/USD +43
24.09.20 GBP/JPY -58
25.09.20 NZD/USD +33
25.09.20 CAD/JPY +24
25.09.20 NZD/USD +33
25.09.20 EUR/JPY +64
25.09.20 GBP/USD -36
TOTAL 236 Pips

 

সেপ্টেম্বর মাসের ৪র্থ সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ২১-২৫ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৫টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ১০টি এন্ট্রিতে যেখানে ৭৪% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $23.6 ।

Oct (Week 1)

Copy Trading Performance এর সবথেকে বাজে একটি ট্রেডিং সপ্তাহ ছিল এটি। যেখানে প্রফিট করা সম্ভব হয়নি অন্যদিকে সপ্তাহ শেষে প্রায় বেশকিছু পিপ্স লস ছিল আমাদের। সপ্তাহের মাঝে এসে কিছুটা লস রিকভার করতে সক্ষম হলেও, সপ্তাহ শেষ করেছি সর্বমোট ৫৮ পিপ্স লসে এসে। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
05.10.20 GBP/JPY -42
05.10.20 GBP/JPY +28
05.10.20 GBP/JPY -37
06.10.20 EUR/USD -23
06.10.20 USD/CAD +16
07.10.20 GBP/USD +39
08.10.20 GBP/JPY -31
09.10.20 EUR/JPY +51
09.10.20 GBP/USD +24
09.10.20 GBP/USD -83
TOTAL – 58 Pips

অক্টোবর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ৫-০৯ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১০টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার লস এর পরিমাণ হত প্রায় $5.8

Oct (Week 2)

অক্টোবর মাসের ২য় সপ্তাহে এসে আমরা কিছু পরিমাণ প্রফিট করতে পারলেও সেটিও আশানুরুপ হয়নি। কেননা আমরা চেষ্টা করেছিলাম প্রথম সপ্তাহের যেই লস করেছিলাম সেটিকে রিকভার করার। তারপরও বেশকিছু পিপ্স এর প্রফিট করতে আমরা সক্ষম হই যার সর্বমোট পরিমাণ ছিল ২৩৫ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
12.10.20 GBP/USD +32
12.10.20 GBP/JPY +47
13.10.20 CAD/JPY +68
14.10.20 GBP/USD +59
14.10.20 USD/CAD -28
15.10.20 XAU/USD +57
TOTAL 235 Pips

অক্টোবর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ১২-১৬ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $23.5 ।

Oct (Week 3)

অক্টোবর মাসের ৩য় সপ্তাহে এসে প্রফিট এর ধারা অব্যাহত থাকে। কেননা আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষ নাগাদ যেই পরিমাণ আমরা ট্রেডিং এর জন্য বিনিয়োগ করেছিলাম সেটি তুলে নেয়া। এই সপ্তহে এসে সর্বমোট পরিমাণ ছিল ২১৫ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
19.10.20 GBP/USD -11
19.10.20 GBP/USD +23
20.10.20 GBP/USD +68
21.10.20 GBP/USD -30
22.10.20 GBP/USD +80
22.10.20 GBP/JPY +45
23.10.20 GBP/JPY +40
TOTAL 215 Pips

অক্টোবর মাসের ৩য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ১৯-২৩ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৭টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $21.5 ।

Oct (Week 4)

অক্টোবর মাসের ৪র্থ সপ্তাহে এসেও প্রফিট এর ধারা অব্যাহত থাকে। কেননা আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষ নাগাদ যেই পরিমাণ আমরা ট্রেডিং এর জন্য বিনিয়োগ করেছিলাম সেটি তুলে নেয়া। এই সপ্তহে এসে সর্বমোট পরিমাণ ছিল ২০৭ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
26.10.20 GBP/JPY +48
27.10.20 GBP/USD +34
27.10.20 GBP/USD +34
28.10.20 NZD/USD +40
29.10.20 GBP/USD +30
29.10.20 EUR/USD -25
30.10.20 GBP/USD +46
TOTAL 207 Pips

অক্টোবর মাসের ৪র্থ সপ্তাহে অর্থাৎ অক্টোবর ২৬-৩০ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৭টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৬টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $20.7 ।

Nov (Week 1)

নভেম্বর মাসের ১ম সপ্তাহে ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন যার কারনে এই সময়ে এসে মার্কেট প্রাইস এর মুভমেন্ট ছিল অস্বাভাবিক। যার কারনে আমাদের এক্সপার্ট ট্রেডাররা শুরু থেকেই এই সময়ে এন্ট্রি নিতে সতর্ক করে আসছিলেন। এই সপ্তাহে আমরা তেমন কোনও এন্ট্রি গ্রহন করিনি। শুধুমাত্র মার্কেট প্রাইস এবং এর মুভমেন্ট এর উপর নজর রেখেছিলাম। অর্থাৎ, নভেম্বর এর ২-৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের তেমন কোনও কিছু করার ছিল না।

Nov (Week 2)

এসেও প্রফিট এর ধারা অব্যাহত থাকে। কেননা আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষ নাগাদ যেই পরিমাণ আমরা ট্রেডিং এর জন্য বিনিয়োগ করেছিলাম সেটি তুলে নেয়া। এই সপ্তহে এসে সর্বমোট পরিমাণ ছিল ২০৭ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
09.11.20 GBP/USD -20
10.11.20 GBP/USD +75
10.11.20 USD/CAD +130
13.11.20 EUR/JPY +22
13.11.20 GBP/USD +26
TOTAL 233 Pips

নভেম্বর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ০৯-১৩ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৫টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৪টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $23.3 ।

Nov (Week 3)

এসেও প্রফিট এর ধারা অব্যাহত থাকে। কেননা আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষ নাগাদ যেই পরিমাণ আমরা ট্রেডিং এর জন্য বিনিয়োগ করেছিলাম সেটি তুলে নেয়া। এই সপ্তহে এসে সর্বমোট পরিমাণ ছিল ১১৬ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
16.11.20 AUD/USD +38
16.11.20 NZD/JPY -26
16.11.20 USD/CAD Open
17.11.20 GBP/JPY +48
19.11.20 EUR/USD +36
19.11.20 USD/CHF Open
19.11.20 EUR/USD Open
19.11.20 GBP/JPY +20
20.11.20 NZD/USD Open
20.11.20 GBP/AUD Open
20.11.20 AUD/USD Open
20.11.20 USD/JPY Open
TOTAL 116 Pips

নভেম্বর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ নভেম্বর এর ১৬-২০ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১২টি যেখানে মাত্র ৫টি এন্ট্রি ক্লোজ করতে সক্ষম হয়েছিলাম। বাকি এন্ট্রিগুলো প্রত্যাশিতভাবে মুভমেন্ট করেনি যার কারনে এন্ট্রি গুলোকে ক্লোজ করাও সম্ভব হয়নি। তারপরও এই সপ্তাহে আমরা সর্বমোট ১১৬ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হয়।

সে হিসাবে যদি এন্ট্রি গুলো 0.01 লট হিসাব করেও কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $11.6

Nov 20 – Dec 11

নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২০ তারিখ এর পর থেকে ডিসেম্বর ১১ তারিখ পর্যন্ত আমরা নতুন করে তেমন কোনও এন্ট্রি নেইনি, শুধুমাত্র পূর্বে যেই এন্ট্রিগুলো ওপেন ছিল সেগুলোকে ক্লোজ করার জন্যই অপেক্ষা করছিলাম। তবে এই অপেক্ষার ফলও আমরা পেয়েছি। বিগত সপ্তাহে প্রায় ২০ দিনের পুরানো এন্ট্রি পজিশনগুলো ক্লোজ করতে সক্ষম হয়েছি এবং এই এন্ট্রিগুলো থেকে বেশ ভালো করে প্রফিট করতে সক্ষম হয়েছি। এই সময়ে এসে সর্বমোট পরিমাণ ছিল ৬৪৯ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
20.11.20 NZD/USD Open
23.11.20 GBP/AUD -30
23.11.20 GBP/USD +39
23.11.20 NZD/USD Open
25.11.20 GBP/AUD +330
30.11.20 GBP/USD +95
30.11.20 AUD/JPY -13
30.11.20 USD/JPY +35
07.12.20 EUR/JPY Open
07.12.20 EUR/USD -36
07.12.20 GBP/AUD +246
10.12.20 AUD/USD Open
10.12.20 USD/CAD -17
TOTAL 649 Pips

নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২০ তারিখ এর পর থেকে ডিসেম্বর ১১ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৩টি যেখানে ৪টি এন্ট্রি পজিশন ছাড়া বাকি সবগুলোই আমরা ক্লোজ করতে সক্ষম হই। এন্ট্রিগুলো থেকে আমাদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ৬৪৯ পিপ্স।

সে হিসাবে যদি এন্ট্রি গুলো 0.01 লট হিসাব করেও কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $64.9

পিপ্স ক্যালকুলেশন

সেপ্টেম্বর মাসের শুরুতে কপি ট্রেডিং এর জন্য আমাদের বিনিয়োগ এর পরিমাণ ছিল ৫০০ ডলার যেখানে ডিসেম্বর মাসের ২য় সপ্তাহে এসে আমরা সর্বমোট ২৪২২ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই। যেখানে আমাদের এভারেজ এন্ট্রির লট কিংবা ভলিউম ছিল 0.15

সেই হিসাবে প্রতি পিপ্স এর মুভেমেন্ট হিসাবে আমাদের লাভ/লস এর পরিমাণ ছিল $1.5 । তাহলে ডিসেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত আমাদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ২৪২২ * ১.৫ = প্রায় ৩৬৩৩ ডলার এর কাছাকাছি।

মাসের হিসাবে কপি ট্রেডিং এর প্রফিটেবল পিপ্স এর একটি তালিকা প্রদান করছি।

Month Pips Count
September +825
October +599
November +349
December +649
TOTAL 2422 Pips

যারা আমাদের কপি ট্রেডিং সেবা সাবস্ক্রাইব করেছিলেন তাদের এভারেজ এন্ট্রি লট ছিল 0.01 অর্থাৎ, সেই হিসাবে প্রতি পিপ্স এর মুভেমেন্ট হিসাবে লাভ/লস এর পরিমাণ ছিল $0.10 । তাহলে সেপ্টেম্বর মাসে সাবস্ক্রাইবারদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ২৪২২ * ০.১ = প্রায় ২৪২ ডলার এর কাছাকাছি।

আমরা যখন কপি ট্রেডিং সেবাটি শুরু করি তখন মুল উদ্দেশ্য ছিল, লস না করে পরের তিন মাসের মধ্যে বিনিয়োগকৃত অর্থ প্রফিট করে তুলে ফেলা। সে হিসাবে আমরা লক্ষ্য এর কাছে গেলেও সফলতা পাই ডিসেম্বর মাসে এসে। যেই ৫০ জন ট্রেডারদের নিয়ে আমরা কপি ট্রেডিং সেবাটি শুরু করেছিলাম তাদের সাথে শর্ত ছিল প্রাথমিক বিনিয়োগ হিসাবে ২০০ ডলার ডিপোজিট করতে হবে। সে হিসাবে বলতে গেলে এখন পর্যন্ত আমরা সফল।

যেখানে ট্রেডাররা আমাদের এন্ট্রি কপি করে বিগত ৪ মাসে প্রায় ২৪২ ডলার প্রফিট করতে পেরেছেন অর্থাৎ, ১২২% প্রফিট করতে সক্ষম হয়েছি এবং সেই সাথে যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করেছিলেন সেটির থেকেও বেশী উত্তোলন করতে সক্ষম হয়েছেন।

কপি ট্রেডিং পোর্টাল

অনেকেই আছেন যারা ইচ্ছা সত্ত্বেও আমাদের কপি ট্রেডিং সেবায় অংশ নিতে পারেননি। এটি মুলত হয়েছে আমাদের সেবার কিছু বাধ্যবাধকতা এর কারনে। এই পর্যায়ে মাত্র ৫০ জন ট্রেডার নিয়ে এই সেবাটি শুরু করলেও আমাদের ইচ্ছা আছে সেটির ব্যাপ্তি বৃদ্ধি করার। এর জন্য খুব সম্ভবত ডিসেম্বর মাসের শেষ দিকে আমরা পুনরায় সেবাটি সবার জন্য উন্মুক্ত করবো যাতে করে যে কেউই আমাদের সাতে যুক্ত হয়ে ট্রেডে অংশ নিতে পারেন। অনুগ্রহ করে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আজই আমাদের সেবাটির জন্য রেজিস্ট্রেশন করে নিন। বিস্তারিত জানতে পারবেন Copy Trading লিংক থেকে।

এখানে একটি ফর্ম পাবেন যেটিকে পূরণ করে কনফার্মেশন ইমেইল এর জন্য অপেক্ষা করুন। আপনাকে বাকি তথ্য ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়াও, আমাদের সকল এন্ট্রি গুলো নিয়মিত সিগন্যাল আকারে কমিউনিটি পোর্টালে সরাসরি প্রকাশ করা হয়ে থাকে। সেখানে যুক্ত থেকেও আমাদের এন্ট্রিগুলোকে নিজ থেকে কপি করতে পারবেন বলে আশা করি।

রিয়েল ট্রেডিং এবং কপি ট্রেডিং সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত নয়। অর্থাৎ, এই ট্রেড থেকে শুধু প্রফিটই করতে পারবেন সেটি ভাবার কোনও কারন নেই। যার কারনে, আপনি সেই পরিমাণ এমাউন্টই বিনিয়োগ করবেন যেটি লস হলে আপনার নিজের কোনও ক্ষতি হবেনা। যারা নতুন ট্রেড শিখছেন কিংবা করছেন তাদের জন্য এই কপি ট্রেডিং নয়। সুতরাং, ট্রেডে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আমাদের কপি ট্রেডিং নীতিমালা এবং ঝুঁকি সতর্কতা সম্পর্কে ভালো করে জেনে নিবেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

4 কমেন্ট

  1. আমি নতুন ট্রেডার একদম। আমি এর আগে কখনো ফোরেক্স এ ইনভেস্ট করিনি, তাই লস হওয়ার প্রশ্নই আসে না। আমার এটা জানার ছিল। আমি কি আপনাদের অটো ট্রেড কপি করতে পারি? হ্যাঁ আমার লাভের ২৫% নিশ্চয়ই আপনি নিবেন, তাতে আমার সমস্যা নেই। কিন্তু আমি কি ১০০ ডলার ইনভেস্ট করে দেখতে পারি আপনাদের কপি করাটা কতটা নিরাপদ?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিস্তারিত তথ্যগুলো ইমেইল এর মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

  2. Copy trading এ যে সকল সাবস্ক্রাইবার অংশগ্রহণ করবে, তাদের কি কোন ফি/চার্য ( যেমনঃ প্রফিট এর উপর কমিশন, মান্থলি বা উইকলি চার্য, বা অন্য কোন ফি) প্রদান করতে হবে??

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। কপি ট্রেডিং সেবাটি দুই ভাবে ব্যবহার করতে পারবেন। একটি হচ্ছে স্বয়ংক্রিয় সিস্টেম এবং অন্যটি হচ্ছে ম্যানুয়েল সিস্টেম। যদি স্বয়ংক্রিয় সিস্টেমে কপি সেবাটি গ্রহন করেন তাহলে এক্ষেত্রে প্রফিট এর ২৫% চার্জ হিসাবে কেটে নেয়া হবে। অন্যদিকে যদি আপনি নিজ থেকে আমাদের এন্ট্রি কপি করেন তাহলে সেক্ষেত্রে কোনও চার্জ কিংবা ফি প্রদান করতে হবেনা। আরও বিস্তারিত জানতে পারবেন কপি ট্রেডিং এর নীতিমালা থেকে – https://fxbd.co/copyterms

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here