ফরেক্স ট্রেডিং এর সাফল্য আসে মুলত ধৈর্য এর উপর ভিত্তি করে। শর্টকাট বলে যে শব্দটি রয়েছে সেটির প্রভাব ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ব্যাপক আকারের হয়ে থাকে। আপনি যদি ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করার জন্য কোনও শর্টকাট এর উপায় খুজতে থাকেন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি প্রফিট কখনোই করতে পারবেন না।
ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে, “Slow and Steady Wins the Race” এই প্রবাদটির শতভাগ কার্যকারিতা লক্ষ্য করা যায় ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে। বিগত কয়েক বছরের ট্রেডিং অভিজ্ঞতা থেকে আমরা এটাই বুঝতে এবং শিখতে পেরেছি। এই আর্টিকেল থেকে আপনি এখন পর্যন্ত আমাদের গৃহীত এন্ট্রির কিছু হিসাব এবং পরিসংখ্যান দেখতে পারবেন।
এই বছরের মধ্যে এখন পর্যন্ত সবথেকে ভালো এবং প্রফিটেবল মাস ছিল এই সেপ্টেম্বর। এই মাসে মার্কেট প্রাইস এর মুভমেন্ট যেমন খুব বেশী ছিল সেই মোতাবেক আমাদের প্রফিট রেশিও ছিল কিছুটা বেশী। সবমিলিয়ে খুন ভালো প্রফিট করতে সক্ষম হয়। আই আর্টিকেলে সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের গৃহীত বিভিন্ন এন্ট্রি গুলো প্রফিট এবং লস এর রেশিও আপনাদের সামনে উপস্থাপন করবো।
এক নজরে
পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমরা সর্বমোট ৭১টি এন্ট্রি গ্রহন করেছিলাম যেখান থেকে সর্বমোট ৫০টি এন্ট্রিতে প্রফিট করতে সক্ষম হয়েছে। অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করা হয় তাহলে যার পরিমাণ হবে ৭০% এর মতন। সহজ কথায় বলতে পারেন, এটি হচ্ছে আমাদের পাস করার নাম্বার।
যদিও ৭০% শুনতে খুব ভালো মনে হয়না। তারপর ট্রেডিং এর হিসাবে যদি বিবেচনা করেন তাহলে এই নাম্বারটি ভালোর পর্যায়েই পরে। নিচের বক্সে সেপ্টেম্বর মাসের ৪টি সপ্তাহের প্রতি সপ্তাহে আমদের গৃহীত বিভিন্ন এন্ট্রি সমুহের তথ্য প্রদান করছি।
September | Pips Count | Return Ratio (%) |
Week 1 | +103 | +30% |
Week 2 | +126 | +37% |
Week 3 | +415 | +166% |
Week 4 | +192 | +38% |
TOTAL Return | 836 (pips) | 271% |
উপরের বক্সে যেই রিটার্ন এর রেশিও প্রদান করা হয়েছে সেটি মুলত আমাদের ডিপোজিটকৃত ফান্ড এর ভিত্তিতে। শুরুতেই বলেছিলাম, আমাদের এই ট্রেডিং একাউন্টে প্রাথমিক ডিপোজিট এর পরিমাণ ছিল ৫০০ ডলার এর মতন। সে হিসাবে,
- ১ম সপ্তাহে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.১৫ সে হিসাবে আমরা সর্বমোট ১০৩ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১৫৪ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ৩০% এর মতন।
- ২য় সপ্তাহে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.১৫ সে হিসাবে আমরা সর্বমোট ১২৬ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১৮৯ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ৩৭% এর মতন।
- ৩য় সপ্তাহে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.২০ সে হিসাবে আমরা সর্বমোট ৪১৫ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ৮৩০ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ১৬৬% এর মতন।
- ৪র্থ সপ্তাহে আমাদের গৃহীত এন্ট্রি সমুহের এভারেজ লট/ভলিউম এর আকার ছিল ০.১০ সে হিসাবে আমরা সর্বমোট ১৯২ পিপ্স এর হিসাবে প্রফিট করতে সক্ষম হই সর্বমোট ১৯২ ডলার এর মতন। অর্থাৎ, যদি রেশিও করি তাহলে সংখাটি হয় ৩৮% এর মতন।
নিচে প্রতি সপ্তাহের হিসাবে প্রফিট এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
September 2021 (Week 1)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১০৩ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
09.09.2021 | GBP/USD | +29 |
09.09.2021 | USD/CAD | +30 |
09.09.2021 | GBP/JPY | +06 |
09.09.2021 | USD/CHF | -04 |
10.09.2021 | USD/CAD | -05 |
10.09.2021 | GBP/USD | -12 |
10.09.2021 | GBP/JPY | +15 |
10.09.2021 | USD/CAD | +09 |
10.09.2021 | GBP/USD | +10 |
10.09.2021 | GBP/JPY | +03 |
10.09.2021 | GBP/USD | +06 |
10.09.2021 | USD/CAD | +12 |
11.09.2021 | BTC/USD | +07 |
11.09.2021 | BTC/USD | -02 |
11.09.2021 | BTC/USD | -02 |
12.09.2021 | BTC/USD | +07 |
12.09.2021 | BTC/USD | +01 |
12.09.2021 | GBP/USD | +07 |
12.09.2021 | EUR/USD | -14 |
TOTAL | 103 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ১ম সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ৬-১২ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৯টি যেখানে ১৩টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬৮% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
September 2021 (Week 2)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১২৬ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
13.09.2021 | BTC/USD | -05 |
13.09.2021 | GBP/USD | +11 |
13.09.2021 | USD/CAD | +15 |
13.09.2021 | BTC/USD | +06 |
13.09.2021 | USD/CAD | +15 |
14.09.2021 | GBP/USD | -12 |
14.09.2021 | USD/CAD | +10 |
14.09.2021 | USD/CAD | +35 |
14.09.2021 | EUR/USD | +15 |
14.09.2021 | USD/CAD | -02 |
14.09.2021 | GBP/JPY | +01 |
14.09.2021 | BTC/USD | +01 |
14.09.2021 | USD/CAD | +15 |
14.09.2021 | USD/JPY | -08 |
14.09.2021 | GBP/USD | +23 |
15.09.2021 | USD/CAD | +09 |
15.09.2021 | BTC/USD | -01 |
15.09.2021 | GBP/USD | -04 |
16.09.2021 | BTC/USD | +01 |
16.09.2021 | GBP/USD | +01 |
16.09.2021 | USD/JPY | +09 |
16.09.2021 | BTC/USD | -02 |
16.09.2021 | BTC/USD | -06 |
16.09.2021 | BTC/USD | -01 |
TOTAL | 126 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ১ম সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ১৩-১৯ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ২৪টি যেখানে ১৫টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬২% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
September 2021 (Week 3)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ৪১৫ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল মেজর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
20.09.2021 | USD/CAD | -30 |
20.09.2021 | GBP/USD | -08 |
20.09.2021 | GBP/JPY | +34 |
20.09.2021 | USD/CAD | +68 |
20.09.2021 | USD/CAD | +68 |
20.09.2021 | GBP/JPY | +34 |
20.09.2021 | USD/CAD | +68 |
20.09.2021 | GBP/JPY | +32 |
21.09.2021 | GBP/USD | +06 |
22.09.2021 | GBP/JPY | +20 |
22.09.2021 | USD/CAD | +22 |
23.09.2021 | EUR/GBP | +11 |
23.09.2021 | GBP/USD | +17 |
23.09.2021 | EUR/GBP | +11 |
24.09.2021 | GBP/USD | +16 |
24.09.2021 | USD/CAD | +16 |
TOTAL | 415 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ৩য় সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ২০-২৬ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৬টি যেখানে ১৪টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৮৭% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
September 2021 (Week 4)
এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ১৯২ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল মেজর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।
Entry Date | Currency Pair Name | Pips Count |
27.09.2021 | GBP/USD | +1 |
27.09.2021 | USD/CAD | +20 |
27.09.2021 | USD/CAD | +1 |
27.09.2021 | USD/CAD | -25 |
27.09.2021 | GBP/JPY | -25 |
28.09.2021 | GBP/JPY | -12 |
28.09.2021 | GBP/USD | -25 |
28.09.2021 | GBP/USD | +60 |
28.09.2021 | USD/CAD | +60 |
28.09.2021 | USD/CAD | +60 |
29.09.2021 | USD/CAD | +62 |
30.09.2021 | NZD/USD | +15 |
TOTAL | 192 Pips |
সেপ্টেম্বর ২০২১ এর ৪র্থ সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বর ২৭-৩০ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১২টি যেখানে ৮টি এন্ট্রিতে প্রফিট হয়েছিল অর্থাৎ, যদি রেশিও আকারে প্রকাশ করি তাহলে ৬৬% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।