COT Report
COT Report- Commodity Futures Trading Commission সংক্ষেপে CFTC, প্রতি শুক্রবার রাত ১২ টা (বাংলাদেশ সময়) এই Commitment of Traders Report প্রকাশ করে থাকে। COT Report, মার্কেটে অবস্থানকারী দুই ধরণের ট্রেডারদের (১. যারা খুব বেশী ঝুকি নিয়ে ট্রেড করে ২. বাণিজ্যিকভাবে যারা ট্রেড করে) গৃহীত ট্রেডের উপর ভিত্তি করে net long কিংবা net short পজিশনের পরিমাপ করে থাকে। এই রিপোর্ট, ফরেক্স মার্কেট যাচাই কিংবা যদি বলি বিশ্লেষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পরবর্তীতে আমরা এই দুই ধরণের ট্রেডারদের নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। এদের মধ্যে রয়েছে hedgers, large speculators এবং retail traders ।
এই ধরণের ট্রেডারদের আবার নিজস্ব কিছু ভুমিকা রয়েছে। আপনি যদি মার্কেটে এদের আচরণ সম্পর্কে বুঝতে পারেন তাহলে মার্কেটের অবস্থান সম্পর্কেও ভালো ধারণা পাবেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, “FX futures market এর তথ্য আপনি কেন Spot Forex মার্কেটে ব্যবহার রবেন?”
“Spot Forex মার্কেটের এই ধরণের কোনও তথ্য নেই যার উপর ভিত্তি করে কারেন্সি ট্রেডের উপর ট্রেডারদের পজিশন সম্পর্কে পরিমাপ করা যায়?”
একটি বিষয় মনে রাখবেন, Spot Forex যেহেতু ট্রেড হয় over-the-counter (OTC) পদ্ধতি এর মাধ্যমে সুতরাং, এর লেনদেনের কোনও ধরণের কেন্দ্রীয় বিনিময় ব্যবস্থা নেই। অনেকটা Chicago Mercantile Exchange এর মতন।
এখন আপনি যদি, মার্কেটে অংশগ্রহণকারী কিছু বড় বড় ট্রেডারদের অবস্থান সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই বড় বড় ট্রেডাররা তাদের বিনিয়োগ, এক পজিশন থেকে অন্য পজিশনের দিকে কিভাবে নিয়ে যান।
এই তথ্য সম্পর্কে ধারণা দেয়ার জন্যই রয়েছে . . . . . . . . .
The Commitment of Traders report from the futures market.
একজন স্পট-ফরেক্স ট্রেডার হিসাবে, আপনি কিভাবে এই COT Report ব্যাবহার করবেন সে সম্পর্কে জানার আগে আমাদের আগে জানতে হবে আমরা কিভাবে থেকে এই COT Report পাবো এবং কিভাবে এই রিপোর্ট বুঝবো।
Long ba short position e kom ba besi hole amra ki bujbo Kon currency valo ebong kivabe
কমেন্ট এর জন্য ধন্যবাদ। এর জন্য আরও বেশকিছু বিষয় সম্পর্কে জানতে হবে। অনুগ্রহ করে বিস্তারিত অনলাইন ট্রেডিং পোর্টালে দেখুন – https://fxbd.co/training
Futures market কি ?