Bangla Forex News- Asia সেশনে Crude oil প্রাইসের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা, Vienna তে আজকের OPEC এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশের সভার উপর নজর রাখছেন যেখান থেকে পরবর্তী ৯ মাসের জন্য তেল উৎপাদন কমানোর নির্দেশনা আসতে পারে।
New York Mercantile Exchange crude futures এর জুন মাসের চুক্তি, 0.70% বেড়ে ব্যারেল প্রতি $51.72 অবস্থান করে যেখানে Brent crude, 0.80% বেড়ে প্রতি ব্যারেল $54.37 অবস্থান করছে।
এদিকে বুধবার, Energy Information Administration (EIA) এর পজিটিভ তথ্য প্রকাশনার পরও crude futures এর প্রাইসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
গত সপ্তাহের শুক্রবার (19 May), EIA এর তথ্য মতে crude oil inventories 4.43 million barrels এ উন্নীত হয়ে যেখানে লক্ষ্যমাত্রা ছিল 2.4 million barrels।
অন্যদিকে, gasoline inventories এর পরিমাণ 0.485 million কমে যায় যেখানে লক্ষ্যমাত্রা ছিল 0.74 million barrels এবং stockpiles এর পরিমাণ 0.485 million ব্যারেল কমে যায় যেখানে এর লক্ষ্যমাত্রা ছিল 0.74 million।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।