Crude Oil Futures সাপ্তাহিক আপডেটঃ May 29 – June 2

0
104

Bangla Forex News- গত শুক্রবার তেলের প্রাইস কিছুটা বেড়ে শেষ হয় কিন্তু এর আগেই OPEC এর সর্বশেষ সভা থেকে তেল এর উৎপাদন কমানোর তথ্য বের হবার পর তেলের প্রাইস প্রায় 5% কমে যায়।

U.S. West Texas Intermediate crude এর জুলাই মাসের চুক্তি 90 cents বা প্রায় 1.9% কাছাকাছি এসে ব্যারেল প্রতি $49.80 শেষ হয় কিন্তু এর আগেই এই প্রাইস সর্বশেষ ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রাইস কে স্পর্শ করে যেটা ছিল $48.18।

অন্যদিকে, London ICE Futures Exchange এর Brent oil প্রাইস 69 cents বেড়ে ব্যারেল প্রতি $52.15 শেষ হয় কিন্তু এর আগে এই প্রাইস $50.71 নেমে এসেছিল।

গত বৃহস্পতিবারের Vienna তে হয়ে যাওয়া Organization of the Petroleum Exporting Countries (OPEC) সভায় তেলের উৎপাদন আগামী March 2018 পর্যন্ত কমিয়ে প্রতিদিন 1.8 million barrels (bpd) করায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু তেলে বিনিয়োগকারীরা ধরে নিয়েছেন সভায় আরও উৎপাদন কমানোর নির্দেশ আসা উচিত ছিল।

পরবর্তী OPEC এর সভা হবে November।

Energy services company Baker Hughes এর তথ্য অনুসারে, U.S. rig count বৃদ্ধি পেয়ে 722 হয় যেটা গত এপ্রিল 2015 এর মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ।

সামনের সপ্তাহে বিনিয়োগকারীরা, U.S. stockpiles of crude and refined products এর বুধবার এবং বৃহস্পতিবারের প্রকাশিত নিউজের উপর লক্ষ্য রাখবেন।

Monday, May 29

U.S. মার্কেট সরকারি ছুটির কারণে বন্ধ থাকবে।

Wednesday, May 31

American Petroleum Institute তাদের U.S. oil supplies ের সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে।

Thursday, June 1

U.S. Energy Information Administration, oil এবং gasoline stockpiles এর সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে।

Friday, June 2

Baker Hughes,  U.S. oil rig count এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here