Crude oil এর এই সপ্তাহের আপডেটঃ July 17 – 21

0
144

Forex Bangladesh- শুক্রবার টানা ৫ম সেশনে Oil প্রাইসের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। যেখানে Oil প্রাইস বেড়েছে প্রায় 5%।

U.S. West Texas Intermediate crude এর August contract প্রায় 46 cents অথবা প্রায় 1% বেড়ে শেষ হয় ব্যারেল প্রতি $46.54। এই প্রাইস বিগত July 5 এর সর্বোচ্চ $46.74 প্রাইসকে স্পর্শ করে।

অন্যদিকে, ICE Futures Exchange in London, Brent Oil এর September delivery 49 cents অথবা 1% বেড়ে ব্যারেল প্রতি $48.91 সপ্তাহ শেষ করে যা ওই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল $49.11।

বিগত সপ্তাহে, WTI $2.31 অথবা প্রায় 5% বেড়ে শেষ হয় যেখানে Brent Oil $2.20 অথবা প্রায় 4.5% বৃদ্ধি পায়। International Energy Agency এর প্রকাশিত এক তথের বরাত দিয়ে জানা যায় এই প্রাইস বাড়ার পিছনে প্রধান কারন হিসাবে রয়েছে China এর crude oil আমদানি বৃদ্ধি এবং U.S. crude stocks এর হ্রাস।

শুক্রবারে, Baker Hughes এর তথ্য অনুযায়ী U.S. drillers আরও নতুন দুটি oil rigs যোগ করার কথা জনায়। এই হিসাবে এখন পর্যন্ত সর্বমোট oil rig এর সংখ্যা হল 765 যা গত এপ্রিল এর পরে সবচেয়ে বেশী।

গত May মাসে, OPEC এবং non-OPEC উৎপাদনকারীরা একটি চুক্তিতে একমত হন যা March 2018 পর্যন্ত বহাল থাকবে। এই চুক্তির আওতায় প্রতিদিনের তেল উৎপাদনের পরিমাণ হবে 1.8 million ব্যারেল।

OPEC এবং non-OPEC দেশের একটি মন্ত্রী কমিটি, July 24 তারিখে Russia ভ্রমন করবেন যেখানে এই কমিটি তেলের উৎপাদন কমানোর বিষয়ে একটি সভায় সম্মতি প্রদান করবেন।

এই সপ্তাহে, বিনিয়োগকারীরা তেল উৎপাদনকারী দেশের চুক্তির উপর নজর রাখবেন যেখানে থেকে তেল উৎপাদনের পরিমাণ কমানোর ইঙ্গিত আসতে পারে।

Crude Oil Weekly Update- Tuesday, July 18

American Petroleum Institute, U.S. oil supplies এর সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে।

Crude Oil Weekly Update- Wednesday, July 19

U.S. Energy Information Administration, oil এবং gasoline stockpiles এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।

Crude Oil Weekly Update- Thursday, July 20

U.S. government, natural gas supplies in storage এর সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করবে।

Crude Oil Weekly Update- Friday, July 21

Baker Hughes, U.S. oil rig count এর সাপ্তাহিক প্রতিবেদন পাবলিশ করবে।

পূর্বের আর্টিকেলGold এর এই সপ্তাহের আপডেটঃ July 17 – 21
পরবর্তী আর্টিকেলGold Technical Analysis for July 17,2017
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here