Crude oil এর এই সপ্তাহের আপডেটঃ October 16 – 20

0
216

Oil প্রাইস গত শুক্রবার, বিগত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশী প্রাইসে মার্কেট শেষ করে। এর প্রধান কারণ হিসাবে রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা যা পর্যাপ্ত তেল সরবরাহের জন্য বাধার কারণ হিসাবে দেখা হচ্ছে। এর পিছনে বড় কারণ হিসাবে আছে, পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সম্মতি এবং প্রেসিডেন্ট Trump এর বিপরীতমুখী অবস্থান।

শুক্রবার প্রেসিডেন্ট Trump, ইরানের পারমাণবিক চুক্তি অনুমোদনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহন করেন যা তেল-সমৃদ্ধ মধ্য প্রাচ্যে ব্যবসা করার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে তুলেছে।

ইরান হচ্ছে OPEC এর একজন গুরুত্বপূর্ণ সদস্য দেশ এবং মধ্য প্রাচ্যের তৈল উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম।

U.S. West Texas Intermediate (WTI) crude futures, $0.85 অথবা প্রায় 1.7% বৃদ্ধি পেয়ে হয় ব্যারেল প্রতি $51.45 । এই প্রাইস বিগত Oct. 2 এর পর সবচেয়ে ভালো অবস্থানে $51.72 প্রাইসকে স্পর্শ করেছিল।

শুধুমাত্র গত সপ্তাহেই, WTI এর মূল্য বৃদ্ধি পায় প্রায়  4.4% যা এই মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, ICE Futures Exchange in London, Brent Oil, $0.91 অথবা প্রায় 1.6% বৃদ্ধি পেয়ে হয় ব্যারেল প্রতি $57.17 । এই প্রাইস বিগত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল।

দেখেনিন এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু নিউজের তালিকা-

Tuesday, October 17

American Petroleum Institute, U.S. oil supplies এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।

Wednesday, October 18

U.S. Energy Information Administration, oil এবং gasoline stockpiles এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।

Thursday, October 19

U.S. government, natural gas supplies in storage এর সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করবে।

Friday, October 20

Baker Hughes, U.S. oil rig count এর সাপ্তাহিক প্রতিবেদন পাবলিশ করবে।

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, Google Plus, Twitter, YouTube এবং Forum থেকে জানুন। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here