Oil প্রাইস গত শুক্রবার, বিগত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশী প্রাইসে মার্কেট শেষ করে। এর প্রধান কারণ হিসাবে রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা যা পর্যাপ্ত তেল সরবরাহের জন্য বাধার কারণ হিসাবে দেখা হচ্ছে।
এদিকে Chevron, তেল উৎপাদনকারী অঞ্চল Kurdistan এ তাদের সকল কার্যক্রম এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা বৈশ্বিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ।
একটি শিপিং কর্পোরেশনের সূত্র অনুযায়ী, Iraq এর অঞ্চল Kurdistan প্রতিদিন প্রায় 216,000 ব্যারেল তেল রপ্তানি করে যেখানে তাদের সাধারণ উৎপাদন ছিল দিনে প্রায় 600,000 ।
Kurdistan এ Chevron এর কার্যক্রম বন্ধের প্রধান কারণ হচ্ছে Iraqi এবং Kurdish দের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা।
অন্যদিকে Baker Hughes শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, United States এর তেল উত্তোলনকারী oil rigs কমে 736টি তে এসেছে যা গত জুন মাসের মধ্যে সবচেয়ে কম।
U.S. West Texas Intermediate (WTI) crude futures, $0.33 অথবা প্রায় 0.6% বৃদ্ধি পেয়ে হয় ব্যারেল প্রতি $51.84 । মূল্য বৃদ্ধির এই হার বিগত দুই সপ্তাহ ধরেই লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র গত সপ্তাহেই, WTI এর মূল্য বৃদ্ধি পায় প্রায় 0.8% ।
অন্যদিকে, ICE Futures Exchange in London, Brent Oil, $0.52 অথবা প্রায় 0.9% বৃদ্ধি পেয়ে হয় ব্যারেল প্রতি $57.75 ।
গত সপ্তাহের বৃহস্পতিবার OPEC এর মহাসচিব Mohammad Barkindo একটি বক্তব্যে বলেন, বৈশ্বিক বাজারে তেলের দাম তার ভারসাম্য ধরে রেখেছে এবং আগামী কয়েক দশকের মধ্যে এর মূল্য আরও বৃদ্ধি পাবে।
দেখেনিন এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু নিউজের তালিকা-
Tuesday, October 24
- American Petroleum Institute, U.S. oil supplies এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।
Wednesday, October 25
- U.S. Energy Information Administration, oil এবং gasoline stockpiles এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।
Thursday, October 26
- U.S. government, natural gas supplies in storage এর সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করবে।
Friday, October 27
- Baker Hughes, U.S. oil rig count এর সাপ্তাহিক প্রতিবেদন পাবলিশ করবে।