2কারেন্সি পেয়ার আপডেট
আমরা এবার আলোচনা করবো, বিগত বছর অর্থাৎ Currency Market 2019 এর কিছু মেজর কারেন্সি পেয়ার এর গতিপ্রকৃতি নিয়ে। আপনাদের সেই সাথে দেখানোর চেষ্টা করবো ঠিক ঠিক কি কারনে এই কারেন্সি পেয়ারগুলোর মুভমেন্ট হয়েছিল এবং এর অবস্থান কোথায় ছিল সেই সাথে ফান্ডামেন্টাল বিষয়সমুহ কিভাবে কারেন্সি পেয়ারগুলোর মুভমেন্টকে প্রভাবিত করেছে সেগুলোও খোঁজার চেষ্টা করবো এবং আমরা কিভাবে এই কারেন্সি পেয়ারগুলো থেকে প্রফিট করতে পেরেছি সেই বিষয়ে আপনাদের কিছু ধারনা প্রদান করবো।
আমাদের হিসাবে ২০১৯ সালটি ছিল কারেন্সি কিংবা ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশী ভোলাটাইল একটি বছর যেখানে প্রায় সকল মেজর কারেন্সি পেয়ারসমুহের মুভমেন্ট ছিল এক কথায় অস্বাভাবিক। এদের মধ্যে বেশীরভাগ কারেন্সি পেয়ারই নিম্নমুখী অবস্থানে রেখে বছর শেষ করে। অর্থাৎ ২০১৮ এর সাথে যদি আমরা ২০১৯ সালের কারেন্সি পেয়ারসমুহের পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বেশীরভাগ কারেন্সি পেয়ারই নিম্নমুখী অবস্থানে থেকে বছর শেষ করেছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কেন? মুলত বেশকিছু ফান্ডামেন্টাল বিষয়ের প্রভাবের ফলেই এই অস্বাভাবিক মুভমেন্টগুলো হয়েছিল। আমরা পর্যায়ক্রমে এই বিষয়সমুহ নিয়েও আপনাদের পরিচয় করিয়ে দিব।
শুরুতেই বলেছিলাম, বিগত বছরের প্রায় সকল কারেন্সি পেয়ারসমুহের মুভেমেন্ট ছিল অস্বাভাবিক তবে কেন এই মুভমেন্ট ছিল কিংবা হয়েছিল আমরা যদি সেই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানতে এবং বুঝতে পারি তাহলে বিদ্যমান বছরে এই কারেন্সি পেয়ারগুলোর মুভমেন্ট সম্পর্কে সম্যক কিছু ধারনা অর্জন করতে পারবো। তাহলে চলুন এখন জেনে নেয়া যাক, ঠিক কি কি বিষয়ের কারনে এই মুভমেন্টগুলো হয়েছিল সেগুালো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেয়া যাক।