Currency Market 2019 – প্রফিটেবল পিপ্স এর হিসাব।

0
1361

4EUR/USD

Currency Market 2019 – মেজর এই কারেন্সি পেয়ারটি সবচেয়ে খারাপ সময় পার করছে এই বছর। যেখানে সম্পূর্ণ বছরে কারেন্সি পেয়ারটি ডাউনট্রন্ডে থেকে শেষ করে। বিগত বছরের জানুয়ারি অর্থাৎ ২০১৯ এর জানুয়ারি মাসে এই কারেন্সি পেয়ার লেভেল ছিল 1.1577 যেখানে এই কারেন্সি পেয়ারটি সরনিম্ন লেভেল স্পর্শ করে 1.0843 বিগত বছরের অক্টোবর মাসে। অর্থাৎ কারেন্সি পেয়ারটি প্রায় ৭৩৪ পিপ্স নিচে নামে এবং 1.1577 প্রাইসে এসে বছর এর ক্যান্ডেল শেষ করে যেখানে বিগত বছর এই কারেন্সি পেয়ারটি সর্বমোট মুভমেন্ট করে –

1.1577-1.0843 = ৭৩৪ পিস্প এবং

1.0843-1.1216 = ৩৭৩ পিপ্স । সর্বমোট মুভমেন্ট এর পরিমান ছিল প্রায় ১১০৭ পিপ্স এর মতন।

আমরা কত পিপ্স এর প্রফিট করেছি?

যারা নিয়মিত রিয়েল ট্রেড করছেন তাদের সহায়তা করার জন্য আমরা কিছু কারেন্সি পেয়ারের এনালিটিক্যাল আপডেট প্রদান করে থাকি যার মাধ্যমে মার্কেট এর বিদ্যমান এবং পসিবল মুভমেন্ট সম্পর্কে ট্রেডার বুঝতে পারেন এবং সেই এনালাইসিস গুলো ব্যবহার করার মাধ্যমে রিয়েল ট্রেড করে প্রফিট অর্জন করতে পারেন।

২০১৯ সালে আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর উপর ভিত্তি করে গৃহীত এন্টির থেকে প্রাপ্ত প্রফিট এর একটি সারসংক্ষেপ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হল। রেফারেন্স হিসাবে আমাদের এনালাইসিস অংশের EUR/USD দেখতে পারেন। এখানে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন।

২০১৯ সালে আমাদের প্রাপ্ত প্রফিট পিপ্স এর সংখ্যা
জানুয়ারি ১০০
মার্চ
২৭৫+১৫০+২০৭
এপ্রিল ৬৫+ ৯০+১০০+১০০
মে
-৬৪+৩০+৫৫
জুন
১১০+
আগস্ট ১১০+৬০+৪৫
অক্টোবর ৮০+১০০+৮৭
ডিসেম্বর ৪৫

 

সর্বমোট প্রফিটেবল পিপ্স এর সংখ্যা ১৭৪৫

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here