Currency Market 2019 – প্রফিটেবল পিপ্স এর হিসাব।

0
1376

5GOLD

Currency Market 2019 – বিগত বছর সবচেয়ে ভালো সময় পার করেছে মূল্যবান ধাতু হিসাবে পরিচিত গোল্ড এর বাজার। কেননা গতবছরই এটির প্রাইস বৃদ্ধি পায় 1557 পর্যন্ত যা ছিল পূর্বের কয়েকবছর এর রেকর্ড। যা মান এর দিক থেকে ২০১৩ সালের রেকর্ড ব্রেক করে। অর্থাৎ বিগত ৫ বছরের মধ্যে মূল্য বৃদ্ধির রেকর্ড করে মূল্যবান এই ধাতু। যেখানে ২০১৯ সালের জানুয়ারি মাসে গোল্ড এর ওপেনিং প্রাইস ছিল 1275 এর কাছাকাছি। এই বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ মার্চ নাগাদ সর্বনিম্ন প্রাইস আসে 1267 এর কাছকাছি এবং এরপর থেকে গোল্ড এর নিচের দিকে নামেনি।

প্রাইস এর এই উরধমুখি প্রবনতা মূলত শুরু হয় মে ২০১৯ এর শুরু থেকে। যেখানে 1267 থেকে শুরু হয়ে প্রাইস গিয়ে পৌছায় 1557 পর্যন্ত। আর এটি শুধুমাত্র পরবর্তী ৪ মাসের মধ্যেই। প্রাইস এর নতুন এই রেকর্ড হয় সেপ্টেম্বর মাসে ১৫৫৭ এর কাছাকাছি এবং এরপর থেকে কিছূটা নিম্নমুখী হয়ে বছর শেষ করে গোল্ড। 1517 প্রাইস লেভেলে থেকে গোল্ড ২০১৯ সাএ ট্রেডিং বছর শেষ করে যেখানে এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে এর প্রাইস এর রেশিও ছিল প্রায় ২০০% বেশী।

এই মুভমেন্ট এর প্রধান কারন কি ছিল?

আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, বিগত বছরে বিশ্বব্যাপী বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং অস্থিরতা দেখা দেয় এবং এগুলোই মূলত গোল্ড এর মূল্যবৃদ্ধির প্রধান কারন। আমেরিকা এবং চীন এর বাণিজ্য যুদ্ধ এর কারনে বিনিয়োগকারীরা মূল্যবান এর ধাতুর উপর বিনিয়োগ এর হার বাড়িয়ে দেন যার ফলশ্রুতিতে আমরা গোল্ড এর মান এর ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করি।

আমরা কত পিপ্স এর প্রফিট করেছি?

যারা নিয়মিত রিয়েল ট্রেড করছেন তাদের সহায়তা করার জন্য আমরা কিছু কারেন্সি পেয়ারের এনালিটিক্যাল আপডেট প্রদান করে থাকি যার মাধ্যমে মার্কেট এর বিদ্যমান এবং পসিবল মুভমেন্ট সম্পর্কে ট্রেডার বুঝতে পারেন এবং সেই এনালাইসিস গুলো ব্যবহার করার মাধ্যমে রিয়েল ট্রেড করে প্রফিট অর্জন করতে পারেন।

২০১৯ সালে আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর উপর ভিত্তি করে গৃহীত এন্টির থেকে প্রাপ্ত প্রফিট এর একটি সারসংক্ষেপ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হল। রেফারেন্স হিসাবে আমাদের এনালাইসিস অংশের GOLD দেখতে পারেন। এখানে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন।

২০১৯ সালে আমাদের প্রাপ্ত প্রফিট ডলার এর সংখ্যা
জানুয়ারি ১০
মার্চ
২০
এপ্রিল ৪০
মে-জুন
১২৩
আগস্ট ৪০
সেপ্টেম্বর ৪০
অক্টোবর-নভেম্বর ২০
ডিসেম্বর ২০

 

সর্বমোট প্রফিটেবল পিপ্স এর সংখ্যা ৩১৩

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here