6GBP/USD
Currency Market 2019 – বিগত বছর সবচেয়ে খারাপ সময় পার করেছে এই কারেন্সি পেয়ারটি। ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন এবং বেশকিছু রাজনৈতিক অস্থিরতার কারনে এই কারেন্সি পেয়ারটি অনেকবেশী ভোলাটাইল ছিল। ২০১৬ সালের জুন মাসে অনুষ্ঠিত ব্রেক্সিট ভোট হবার পর থেকে এখন পর্যন্ত মেজর কারেন্সির বিপরীতে এই কারেন্সি কয়েক দফা দরপতন করেছে। বিদ্যমান এই সমস্যার মধ্যে এখন পর্যন্ত ব্রিটিশ সরকার ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। যার ফলশ্রুতিতে বিগত তিন বছরের মাথায় জাতীয় নির্বাচন হয়েছে তিন বার। সর্বশেষ ক্ষমতা নেয়া বরিস জনশন ঘোষণা দিয়েছেন আগামি ৩১ জানুয়ারির মধ্যে ইউরপিয়ান ইউনিয়ন থেকে নিজেদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার। তবে এই বিচ্ছেদ কি চুক্তির উপর হবে সেটা এখনও নির্ধারিত হয়নি।
বিশ্লেষকদের মতে, যদি নির্দিষ্ট কোনও চুক্তি ব্যাতিত ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে ব্রিটিশ অর্থনীতির জন্য সেটি হবে হুমকির সামিল। আমরা এখনও জানি না এর বাস্তবায়ন কবে এবং কিভাবে হবে। যার কারনে, বিগত বছরের সেপ্টেম্বর ২০১৯ এর পর থেকে আমরা সবাইকে পাউন্ড এর যেকোনো ট্রেড থেকে দূরে অবস্থান করার পরামর্শ প্রদান করে আসছি। এবং যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরামর্শ সক্রিয় থাকবে?
বিগত বছরে 1.2750 প্রাইস থেকে GBPUSD এর যাত্রা শুরু হয় যেটা বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি – মার্চ এর মধ্যে সরবচ্চ লেভেল 1.3380 এর লেভেল স্পর্শ করে। অর্থাৎ, বছরের শুরুটা আপট্রেন্ড এর মাধ্যমে শুরু হয় তবে সেটি খুব বেশী সময় থাকেনি। মার্চ এর ১৫ তারিখ থেকে কারেন্সি পেয়ারটি ডাউনট্রেন্ড শুরু করে। যা ওই বছরের সর্বনিম্ন প্রাইস লেভেল 1.1955 স্পর্শ করে স্পেটেম্বর মাসে এসে।
বছরের শেষ প্রান্তিকে এসে, কারেন্সি পেয়ারটি প্রায় ১৩০০ পিপ্স এর একটি আপট্রেন্ড প্রদান করে যেখানে প্রাইস এর সরবচ্চ লেভেল এর উপস্থিতি ছিল 1.3514 পর্যন্ত। তবে এই মুভেমেন্ট এর প্রদান কারন হচ্ছে ডিসেম্বরে ২০১৯ জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী হিসাবে বরিস জনশন এর ক্ষমতা গ্রহন। এই বছরে কারেন্সি পেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 1.3254 লেভেল অর্থাৎ, বিগত বছরের কারেন্সি পেয়ারটি অনেকবেশী মুভমেন্ট করলেও মাত্র ৫০০ পিপ্স এর ঊর্ধ্বমুখী মুভমেন্ট নিয়ে বছর শেষ হয়।
এই মুভমেন্ট এর প্রধান কারন কি ছিল?
আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, বিগত বছরে বিশ্বব্যাপী বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং অস্থিরতা দেখা দেয় এবং এগুলোই মূলত কারেন্সি পেয়ারটি অস্বাভাবিক মুভমেন্ট এর প্রধান কারন। ব্রেক্সিট এবং রাজনৈতিক টানাপড়েন এর কারনে বিনিয়োগকারীরা স্থিতিশীল থাকতে পারছেন না যার ফলে আমরা চার্টে লক্ষ্য করছি এর অস্বাভাবিক মুভমেন্ট।
আমরা কত পিপ্স এর প্রফিট করেছি?
যারা নিয়মিত রিয়েল ট্রেড করছেন তাদের সহায়তা করার জন্য আমরা কিছু কারেন্সি পেয়ারের এনালিটিক্যাল আপডেট প্রদান করে থাকি যার মাধ্যমে মার্কেট এর বিদ্যমান এবং পসিবল মুভমেন্ট সম্পর্কে ট্রেডার বুঝতে পারেন এবং সেই এনালাইসিস গুলো ব্যবহার করার মাধ্যমে রিয়েল ট্রেড করে প্রফিট অর্জন করতে পারেন।
২০১৯ সালে আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর উপর ভিত্তি করে গৃহীত এন্টির থেকে প্রাপ্ত প্রফিট এর একটি সারসংক্ষেপ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হল। রেফারেন্স হিসাবে আমাদের এনালাইসিস অংশের GBP/USD দেখতে পারেন। এখানে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন।
২০১৯ সালে আমাদের প্রাপ্ত প্রফিট পিপ্স এর সংখ্যা | |
জানুয়ারি | ১১০ |
মার্চ |
১১৭+১৫৬ |
এপ্রিল | ১২৮+১০০+৬৪+৫৫+১৮১ |
মে-জুন |
নাই |
আগস্ট | ১১৭+১১০+-৪৫+ |
সেপ্টেম্বর | ২৪৫ |
অক্টোবর-নভেম্বর | নাই |
ডিসেম্বর | নাই |
সর্বমোট প্রফিটেবল পিপ্স এর সংখ্যা ১৩৩৮