Currency Market 2019 – প্রফিটেবল পিপ্স এর হিসাব।

0
1377

7USDCAD

USDCAD Technical Analysis For January 23, 2019

Currency Market 2019 – বিগত বছর এই কারেন্সি পেয়ারটি দির হারিয়েছে সবচেয়ে বেশী। যার মুল কারন ছিল, যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের রাজনৈতিক উত্তেজনা, ট্রাম্প প্রসাশনের সাথে চীন এবং প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়ায়ের বিরোধ যার প্রভাব প্রত্যক্ষভাবে পরেছে মার্কিন ডলার এবং এর মান এর উপর। সেই সাথে কানাডার প্রেসিডেন্ট নির্বাচন এবং শক্তিশালী অর্থনীতি কানাডিয়ান ডলার এর দরকে করেছে আরও বেশী শক্তিশালী।

বিগত বছরের শুরুতেই, USDCAD কারেন্সি পেয়ারটির নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায়। যেখানে জানুয়ারিতে প্রাইস এর সরবচ্চ প্রাইস ছিল 1.3666 এর কাছাকাছি এবং সেটি ধারাবাহিকভাবে দর হারাতে থাকে। এর মধ্যে বছরের প্রথম ৩০ দিনের মধ্যেই কারেন্সি পেয়ারটি প্রায় ৬০০ পিপ্স পজিশন হারায়। যেখানে সর্বনিম্ন প্রাইস রেকর্ড হয় 1.3069 এর কাছাকাছি। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কিছূটা পজিশন গেইন হয় যার মধ্যে প্রাইস এর সর্বাধিক লেভেল ছিল 1.3565 এর কাছাকাছি।

জুন মাস থেকে কারেন্সি পেয়ারটি পুনরায় নিম্নমুখী ট্রেন্ডে থেকে বিগত বছরের সবচেয়ে নিম্ন লেভেল 1.3018 লেভেল স্পর্শ করে। এরপর প্রাইস আরও কিছু আপট্রেন্ড এর সম্ভাবনা দেখালেও মার্কেট সেভাবে আপট্রেন্ডে ছিল না। একটি নির্ধারিত রেঞ্জ এর মধ্যে থেকে সবসেশ ডিসেম্বরে এসে সর্বনিম্ন প্রাইস লেভেল 1.2950 স্পর্শ করে যা ছিল বিগত বছরের সর্বনিম্ন প্রাইস লেভেল। অর্থাৎ প্রায় ৭০০ পিপ্স নিচে থেকেই কারেন্সি পেয়ারটি বছর শেষ করে।

এই মুভমেন্ট এর প্রধান কারন কি ছিল?

আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, বিগত বছরে বিশ্বব্যাপী বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং অস্থিরতা দেখা দেয় যার মুলে ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বেশকিছু রাজনৈতিক টানাপড়েন। সেই সাথে কানাডিয়ান জাতীয় নির্বাচনে জাস্টিন ট্রুডো এর জয়লাভ এবং আরও ছোট ছোট কিছু ঘটনা এই কারেন্সি পেয়ারটিকে করেছে নিম্নমুখী।

আমরা কত পিপ্স এর প্রফিট করেছি?

যারা নিয়মিত রিয়েল ট্রেড করছেন তাদের সহায়তা করার জন্য আমরা কিছু কারেন্সি পেয়ারের এনালিটিক্যাল আপডেট প্রদান করে থাকি যার মাধ্যমে মার্কেট এর বিদ্যমান এবং পসিবল মুভমেন্ট সম্পর্কে ট্রেডার বুঝতে পারেন এবং সেই এনালাইসিস গুলো ব্যবহার করার মাধ্যমে রিয়েল ট্রেড করে প্রফিট অর্জন করতে পারেন।

২০১৯ সালে আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর উপর ভিত্তি করে গৃহীত এন্টির থেকে প্রাপ্ত প্রফিট এর একটি সারসংক্ষেপ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হল। রেফারেন্স হিসাবে আমাদের এনালাইসিস অংশের USD/CAD দেখতে পারেন। এখানে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন।

২০১৯ সালে আমাদের প্রাপ্ত প্রফিট পিপ্স এর সংখ্যা
জানুয়ারি ৩৭৯+৩৮
মার্চ
২৪৭
এপ্রিল নাই
মে
নাই
জুন ২২৮ পিপ্স
সেপ্টেম্বর নাই
অক্টোবর-নভেম্বর নাই
ডিসেম্বর ১৬৬

 

সর্বমোট প্রফিটেবল পিপ্স এর সংখ্যা ৮১১

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here