Currency Market 2019 – প্রফিটেবল পিপ্স এর হিসাব।

0
1377

8USDJPY

USDJPY Technical Analysis For 03 June, 2019

Currency Market 2019 – বিগত বছরের শুরুতেই কারেন্সি পেয়ারটি কিছুটা ভৌতিক মুভমেন্ট এর মধ্য দিয়ে শুরু হয় যেখানে ২ জানুয়ারি প্রাইস এক ক্যান্ডেল এর মধ্যে প্রায় ৫০০ পিপ্স নিচে নেমে আসে। বছরের শুরুতেই এমন ধাক্কা, কারেন্সি পেয়ারটির জন্য মোটেও ভালো ছিল না যার প্রভাব আমরা দেখেছি পরবর্তী মাসগুলোতে। জানুয়ারি থেকে প্রাইস এর এমন ডাউনট্রেন্ড রিকভার করার চেষ্টা হলেও প্রাইস সম্পূর্ণরূপে সেটি বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ৪৫০ পিপ্স এর মুভমেন্ট থাকলেও মে মাস থেকে পুনরায় কারেন্সি পেয়ারটি নিচের দিকেই অবস্থান করে। যেখানে আগস্ট মাসে এসে আমরা সর্বনিম্ন লেভেল পাই 104.45 যেটা ২০১৯ সালে এই কারেন্সি পেয়ারের সর্বনিম্ন পাইস লেভেল।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাইস প্রায় ৪৫০ পিপ্স এর মতন রিকভার করতে সক্ষম হলেও সম্পূর্ণভাবে সফল হয়নি অর্থাৎ, কারেন্সি পেয়ারটি মূলত ডাউনট্রেন্ডে থেকেই বছর এর হিসাব ক্লোজ করে।

এই মুভমেন্ট এর প্রধান কারন কি ছিল?

আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, বিগত বছরে বিশ্বব্যাপী বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং অস্থিরতা দেখা দেয় এবং এগুলোই মূলত কারেন্সি পেয়ারটি অস্বাভাবিক মুভমেন্ট এর প্রধান কারন। ব্রেক্সিট এবং যুক্তরাষ্ট্র এর রাজনৈতিক টানাপড়েন এর কারনে বিনিয়োগকারীরা সবসময় সেইফ হেভেন হিসাবে পরিচিত ইয়েন এর দিকে বিনিয়োগ এর হারকে বাড়িয়ে দেন যার প্রভাব আমরা পেয়েছি গোটা বছর জুড়েই।

আমরা কত পিপ্স এর প্রফিট করেছি?

যারা নিয়মিত রিয়েল ট্রেড করছেন তাদের সহায়তা করার জন্য আমরা কিছু কারেন্সি পেয়ারের এনালিটিক্যাল আপডেট প্রদান করে থাকি যার মাধ্যমে মার্কেট এর বিদ্যমান এবং পসিবল মুভমেন্ট সম্পর্কে ট্রেডার বুঝতে পারেন এবং সেই এনালাইসিস গুলো ব্যবহার করার মাধ্যমে রিয়েল ট্রেড করে প্রফিট অর্জন করতে পারেন।

২০১৯ সালে আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর উপর ভিত্তি করে গৃহীত এন্টির থেকে প্রাপ্ত প্রফিট এর একটি সারসংক্ষেপ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হল। রেফারেন্স হিসাবে আমাদের এনালাইসিস অংশের USD/JPY দেখতে পারেন। এখানে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন।

২০১৯ সালে আমাদের প্রাপ্ত প্রফিট পিপ্স এর সংখ্যা
জানুয়ারি নাই
মার্চ
নাই
এপ্রিল নাই
মে
নাই
জুন ১০০
সেপ্টেম্বর নাই
অক্টোবর-নভেম্বর নাই
ডিসেম্বর ১৬৬

 

সর্বমোট প্রফিটেবল পিপ্স এর সংখ্যা ২৬৬

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here