ব্রোকারের বিভিন্ন ধরনের প্রতারণা থেকে কিভাবে সতর্ক থাকবেন?

0
924
Defend yourself from Forex Broker Scams
Defend yourself from Forex Broker Scams

খুবই জটিল একটি বিষয়! ব্রোকার কিভাবে প্রতারণা করে কিংবা কিভাবে এই প্রতারণা থেকে নিজেকে দূরে রাখা যায়? আমরা এই পর্যন্ত অনেক অভিযোগ পেয়েছি বিভিন্ন ট্রেডার থেকে বিভিন্ন ব্রোকারের নামে। আজকের আর্টিকেলটি হচ্ছে, কিভাবে আপনি নিজেকে এই প্রতারণা থেকে দূরে সরিয়ে রাখবেন সে বিষয়ে।

কারেন্সি প্রাইস তুলনা করুন

ধরুন, আপনি শুধুমাত্র Samsung এর স্মার্টফোন ব্যবহার করেন এবং শুধুমাত্র এই ব্র্যান্ডেই আপনার আস্থা রয়েছে। ফোনের প্রাইস কম হোক কিংবা বেশী হচ্ছে আপনি সেটা অন্য কোনও ব্র্যান্ড এর ফোনের সাথে তুলনাই করছেন না। তাহলে এখন বলুন, এখন আপনি কি করে বলবেন Samsung আপনাকে ঠকাচ্ছে না!

একই কনফিগারেশন এর স্মার্টফোন যদি অন্য কোম্পানি আরও কম প্রাইসে দেয় তাহলে আপনি কেন এদের ফোন ব্যবহার করবেন। কিন্তু এর জন্য আপনাকে তো অন্য ব্র্যান্ড এর স্মার্টফোনের দিকেও নজর রাখতে হবে তাই না!

ব্রোকারের ক্ষেত্রেও একই বিষয়! আপনি যদি ট্রেড করার জন্য শুধুমাত্র আপনার ব্রোকারের প্রাইসই লক্ষ্য করেন তাহলে কিভাবে বুঝবেন আপনার ব্রোকার আপনার সাথে প্রতারণা করছে না!

আমরা আপনাকে একাধিক ব্রোকারে কিন্তু ট্রেড করে দেখতে বলছি না! আমরা শুধু বলছি, আপনি ট্রেড আপনার ব্রোকারেই করেন কিন্তু কমপক্ষে অন্য ফরেক্স ব্রোকারের ওই কারেন্সি পেয়ারের প্রাইস কেমন রয়েছে কিংবা মুভমেন্ট কেমন রয়েছে সেটাতো কমপক্ষে দেখতে পারেন।

আপনার ব্রোকার যদি আপনার থেকে বেশী কমিশন, স্প্রেড কিংবা কম প্রাইস অফার করে তাহলে আপনি কেন থাকবেন তার সাথে?

আমাদের পরামর্শ হচ্ছে, আপনি ট্রেড একটি ব্রোকারের সাথেই করেন কিন্তু কমপক্ষে অন্য আরও কিছু ব্রোকাররের ওই কারেন্সি পেয়ারের প্রাইস দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার ব্রোকার আপনাকে কি ধরনের সেবা প্রদান করছে।

ট্রেডিং এর তথ্য সংরক্ষণ করুন

ট্রেড সংক্রান্ত আপনি যত ধরনের লেনদেন করবেন সেটার বিস্তারিত তথ্য আপনার কাছে রেখে দিবেন। সাধারণত, এটি বিষয়গুলো ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেট থেকেই দেখা যায় তারপরও, আপনি আপনার মতন করে এগুলোর Screenshot নিজের কাছে রেখে দিবেন।

ব্রোকার যদি কখনও আপনার সাথে কোনও ধরনের লেনদেনজনিত প্রতারণা করার চেষ্টা করে তাহলে আপনি সরাসরি তখন সেই সংরক্ষিত তথ্যগুলো দেখিয়ে দিতে পারেন।

এছারাও, আপনি কখন কোন সময়ে কত প্রাইসে কোনও এন্ট্রি নিচ্ছেন কিংবা ক্লোজ করেছেন সেটার হিসাবও বিস্তারিত নিজের কাছে রেখে দিবেন। এতে করে আপনার হিসাব আপনার কাছেই থাকবে এবং ভবিষ্যতে কোনও সমস্যার সম্মুখীন হলে এগুলো ব্যাবহার করতে পারবেন।

ভালো ব্রোকারগুলো, ট্রেডারকে প্রতিদিন তাদের ট্রেডের একটি বিবরণী ইমেইলে পাঠিয়ে দেয়। একে আমরা Trading Statement বলে থাকি। আপনি আপনার ট্রেডিং একাউন্টে প্রতিদিন কি পরিমাণ ট্রেড করলেন, প্রফিট করলেন, ক্লোজ করলেন, ডিপোজিট কিংবা উত্তোলন সবকিছুই আপনাকে এই স্টেটমেন্ট এর মাধ্যমে ব্রোকার প্রতিদিন আপনাকে জানিয়ে দিবে। এটি সংরক্ষণ করবেন এবং মিলিয়ে দেখবেন সঠিক আছে কিনা!

ভালো ট্রেডিং অভ্যাস

Good Trading Habits অনেক বেশী গুরুত্বপূর্ণ। ভালো কিছু হতে গেলে যেমন ভালো করে সবকিছু জানতে হয় ঠিক তেমনি প্রয়োজন হয় একটি ভালো কিছু করার অভ্যাস। মজার কথা হচ্ছে, ৯০% ট্রেডারই জানেন না সে কি ট্রেড করতে পছন্দ করেন কিংবা কিভাবে ট্রেড করতে চান। দেখে মনে হতে পারে, এটিই আর এমন কি বিষয়? বিশ্বাস করুন, এই অভ্যাস আপনার ভবিষ্যৎ ট্রেডার হওয়া নির্ধারণে অনেক বেশী সহযোগিতা করবে।

দুইটি উদাহরণ এর মাধ্যমে বুঝিয়ে বলছি!

১. করিম সাহেব একজন নতুন ট্রেডার এবং তিনি ইতিমধ্যেই বুঝে গেছেন কি ধরনের ট্রেড তার জন্য উপযোগী অর্থাৎ কি ধরনের ট্রেড করতে তিনি সাচ্ছন্দবোধ করেন।

তিনি মার্কেটে নতুন কোনও কারেন্সি পেয়ারে এন্ট্রি নেয়ার আগে সসময় ওই কারেন্সি পেয়ারের পূর্বের অবস্থান কি ছিল সেটা ভালো করে যাচাই-বাছাই করে নেন এবং ওই কারেন্সি পেয়ার এর কোনও ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আছে কিনা সেটা লক্ষ্য করেন।

এই কিছু বিষয়, করিম সাহেবকে মার্কেট বুঝতে এবং ভালো একটি এনালাইসিস করতে খুব ভালো পরিমাণ সহায়তা করে।

২. অন্যদিকে, সুমন সাহেব অনেকদিন ধরেই ট্রেড করছেন এবং উনি খুবই সময় সচেতন ট্রেডার। ট্রেড করার জন্য এতকিছু দেখেন না এবং কিছু এনালাইসিস করেই সরাসরি এন্ট্রি নিয়ে ফেলেন।

এখন প্রশ্ন হচ্ছে, কোন ট্রেডার ভালোভাবে মার্কেট প্রাইস যাচাই করতে পারবে? প্রথম জন্য কিছু ছোট বিষয় সম্পর্কে খেয়াল রাখেন এবং তারপর ট্রেড করেন এবং অন্যজন শুধুই ট্রেড করেন। মতামত আপনার জন্য রেখে দিলাম। আপনিই ঠিক করুন আপনার জন্য কোনটি ভালো হবে! ছোট ছোট এই কাজগুলো আপনি যদি প্রথম থেকেই করতে থাকেন তাহলে এই বিষয়গুলো শুধুমাত্র আপনার অভ্যাসেই পরিণত হবে না, আপনার যেকোনও ধরনের প্রতারণা থেকে ভবিষ্যতে রক্ষা করবে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here