Different Time Frames এনালাইসিস সম্পর্কে বিস্তারিত জানানোর আগে, আপনাদের কাছে কেন এই টাইমফ্রেম এনালাইসিস গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরা দরকার। আপনি যদি এই ভিন্ন ভিন্ন টাইমফ্রেমের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারেন তাহলেই আপনার কাছে এই টাইমফ্রেম সম্পর্কে জানার আগ্রহ বাড়বে।
আসল প্রশ্ন হচ্ছে, একাধিক টাইমফ্রেম এনালাইসিস করাটা কষ্টের না?
আপনি এই এনালাইসিস করার জন্য শ’খানেক ইন্ডিকেটর পাবেন, প্রচুর ইকনমিক নিউজ পাবেন যার ভিত্তিতে আপনাকে এই বিভিন্ন টাইমফ্রেমের এনালাইসিস করে নিতে হবে।
Different Time Frames এনালাইসিস এর সবচেয়ে বড় সুবিধা নিয়ে চলুন আপনাদের সাথে আলোচনা করি। আমরা এই আলোচনার নাম দিয়েছি “লং/শর্ট – Long/Short” ।
আপনাকে এর মধ্যে থেকে যেকোনো একটিকে বেছে নিতে হবে। আমরা আপনাকে একটি চার্ট দেখাব এবং আপনি বলবেন আপনি লং কিংবা শর্ট কোন পজিশনে ট্রেড করবেন?
GBP/USD কারেন্সি পেয়ারের একটি 10-minute এর চার্টের দিকে লক্ষ্য করুন। আমরা এখানে Simple Moving Average এর 200 Value সেট করে একটি লাইন টেনেছি যা, রেসিসস্টেন্স হিসাবে কাজ করছে।
মার্কেট প্রাইস যখন রেসিসস্টেন্সকে হিট করেছে তখন আমরা একটি Doji গঠিত হয়েছে, দেখতে পাচ্ছি। যার অর্থ হচ্ছে, আমরা এখন একটি শর্ট=সেল পজিশনে যেতে পারি! নিচের চিত্রে লক্ষ্য করুন-
এখন কি করবেন? এর আগেও প্রাই অনেকবার এই রেসিসস্টেন্সকে ভাঙতে পারে নি। এবার কি করবেন? শর্ট = সেল পজিশন নিবেন তাহলে? এবার নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন-
আয় হায়! প্রাইস কি করলো?
প্রাইস সুন্দর করে রেসিসস্টেন্সকে ভেঙে বড় একটি Uptrend শুরু করেছে। আমাদের অনেকগুল টাকা এবার লস! দুঃখ করা ছাড়া আর কিছুই করার নাই।
এবার চলুন, ঠিক এই চার্টটিকে একটু ভিন্ন টাইমফ্রেমে পর্যবেক্ষণ করি। এখন আমরা এই কারেন্সি পেয়ারের একই প্রাইসের 1-hour চার্ট দেখবো
1-hour চার্টে মার্কেট প্রাইসের দিকে লক্ষ্য করলে, আসলে এতক্ষণ প্রাইস একটি Ascending Channel এর সাপোর্টের কাছে ছিল। সাপোর্ট লাইনের ঠিক উপরে একটি Doji গঠিত হয় যা সম্পূর্ণভাবে BUY সিগন্যাল প্রদান করে।
আমরা যদি এখন এই কারেন্সি পেয়ারকে এখন 4-hour চার্টে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের কাছে আরও বেশী পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করুন-
এখন চিন্তা করে বলুন,আপনি যদি এই টাইমফ্রেমগুলো আগে থেকে এনালাইসিস করে নিতেন তাহলে কি এত তাড়াহুড়ো করে উপরের 10-minute চার্টে এন্ট্রি নিতেন?
প্রতিটি টাইমফ্রেমের চার্টে প্রদত্ত প্রাইস একই। এগুলো শুধুমাত্র একই কারেন্সি পেয়ারের Different Time Frames ।
কিছু বুঝলেন? Different Time Frames এনালাইসিস এর প্রয়োজনীয়তা আশা করি বুঝতে পেরেছেন। আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট টাইমফ্রেম অনুসরন করে ট্রেড করি এবং সেটাতেই লক্ষ্য রাখি। আমরা জানি না অন্য টাইমফ্রেম গুলোতে প্রাইসের অবস্থা কি রয়েছে।
আমরা কখনই বুঝতে পারি না, কেন মার্কেট প্রাইস দিক পরিবর্তন করে আর কেনইবা সে ট্রেন্ডের দিকে এগিয়ে যেতে থাকে। আমাদের কখনই মনে হয় না, একটু অন্য টাইমফ্রেমগুলো এনালাসিস করে দেখি!
মনে রাখবেন, ছোট টাইমফ্রেমগুলোতে (5, 10, 15) যখন প্রাইস ট্রেন্ড অনুযায়ী কিংবা বিপরীত দিকে মুভ করতে থাকে তার পিছনে কারণ হিসাবে রয়েছে, এটি বড় টাইমফ্রেমের কোনও না কোনও সাপোর্ট কিংবা রেসিসস্টেন্সকে হিট করেছে।
Different Time Frames এনালাইসিস আপনাকে এরকম অসংখ্য লসের হাত থেকে বাঁচাবে এবং ভালো একটি এন্ট্রি নিতেও অনেক বেশী পরিমাণ সহযোগিতা করবে। সেই সাথে এটি আপনাকে বেশী সময় ধরে ট্রেডে এন্ট্রি ধরে রাখতেও সহায়তা করবে কারণ আপনি আসলে BIG PICTURE দেখে ট্রেড করছেন।
নতুন ফরেক্স ট্রেডাররা সবচেয়ে বেশী একটি নির্দিষ্ট টাইমফ্রেম অনুসরন করে ট্রেড করে। তারা ওই নির্দিষ্ট টাইমফ্রেমে কিছু ইন্ডিকেটর ব্যাবহার করে এবং অন্যান্য টাইমফ্রেম দেখা বাদ দিয়ে দেয়।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।