US Dollar Index (USDX) কি? এটি কিভাবে গঠিত?

2
1155
US Dollar Index (USDX)
US Dollar Index (USDX)

আমরা যারা ফরেক্স ট্রেডের সাথে জড়িত তারা সবাই এই নামের সাথে পরিচত। যারা বৈদেশিক মুদ্রার বিনিময় করে থাকেন তাদের জন্য এই U.S. Dollar Index (USDX)

U.S. Dollar Index, অন্য কিছু বৈদেশিক মুদ্রার জ্যামিতিক গড় দ্বারা গঠিত। এটি মূলত প্রধান কারেন্সি U.S. Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে। অর্থাৎ, U.S. Dollar Index যতো বেশী শক্তিশালী হবে U.S. Dollar ও ততো বেশী পরিমাণ শক্তিশালী হবে।

চলুন তাহলে দেখে নেই, কি কি কারেন্সি দিয়ে এই সূচক গঠিত হয়েছে।

The US Dollar Index Currency Basket

এই ইনডেক্স ৬টি প্রধান কারেন্সি নিয়ে গঠিত। এগুলো হচ্ছে-

  1. Euro (EUR)
  2. Yen (JPY)
  3. Pound (GBP)
  4. Canadian dollar (CAD)
  5. Krona (SEK)
  6. Franc (CHF)

তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ইনডেক্স কি তাহলে এই ৬টি দেশ নিয়ে গঠিত? আপনি যদি একমত পোষণ করেন তাহলে ভুল হবে। সঠিক উত্তর হচ্ছে ‘২৪টি দেশ’ কারেন্সি তো ৬টি তাহলে দেশ এতগুলো কিভাবে হল?

এর কারণ, এক Euro (European Union) এর মধ্যে মোট ১৯টি দেশ আছে যাদের প্রধান মুদ্রা হচ্ছে এই Euro । বুঝতে পেরেছেন? আর বাকি ৫টি দেশ হচ্ছে Japan, Great Britain, Canada, Sweden, এবং Switzerland ।

এটা অবশ্যই ঠিক যে মাত্র ২৪টি দেশ, পৃথিবীর অর্থনীতিকে খুব কম ভুমিকা রাখতে সক্ষম কিন্তু অন্যান্য যেই দেশগুলো আছে তার খুব কাছে থেকে এর U.S. Dollar index কে লক্ষ্য করে।

এই জন্যই USDX, আন্তর্জাতিক অর্থনীতিতে U.S. dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে। আপনি চাইলে সরাসরি এই ইনডেক্সে ট্রেড করতে পারেন।

US Dollar Index (USDX) উপাদান

আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি কি কারেন্সি নিয়ে এই ইনডেক্স গঠিত। চলুন তাহলে এবার জেনে নেই এর ‘জ্যামিতিক গড়’ সম্পর্কে।

এই ২৪টি দেশ কিন্তু একই সমান নয়। এর জন্য U.S. dollar index এর উপরও এদের প্রভাব সমপরিমাণ নয়। নিচে একটি চার্টের মাধ্যমে আমরা ইনডেক্স এর উপর এই ৬টি কারেন্সির প্রভাব দেখানোর চেষ্টা করেছি।

USDX Components১৯টি দেশ নিয়ে গঠিত Euro (European Union) হচ্ছে এই U.S. Dollar Index এর সবচেয়ে বড় প্রভাবক। এর পরে সবচেয়ে বড় পজিশনে রয়েছে Japanese yen, কারণ পৃথিবীতে জাপানের অর্থনীতি সবচেয়ে বড়। আর, বাকি সব দেশ মিলিয়ে 30% এই ইনডেক্সকে প্রভাবিত করে।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে- যখন Euro এর মান কমে যায় তখন U.S. Dollar Index এর অবস্থা কি হয়? কোন দিকে এই ইনডেক্স মুভ করে?

যেহেতু এই Euro, ডলার ইনডেক্সকে সবচেয়ে বেশী প্রভাবিত করে থাকে তাই আমরা এই ইনডেক্সকে “Anti-Euro Index“ নামেও ডাকতে পারি। যেহেতু USDX সবচেয়ে বেশী Euro দ্বারা প্রভাবিত তাই বিনিয়োগকারীরা একটি “balanced” dollar index এর দিকে লক্ষ্য রাখেন। এই বিষয়ে আমরা আমাদের পরবর্তী আর্টিকেলে আলোচনা করবো।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

পূর্বের আর্টিকেলNews Trade- নিউজ ট্রেডিং কেন করবেন?
পরবর্তী আর্টিকেলUS Dollar Index কিভাবে বুঝবেন?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

  1. এই প্রশ্ন টা আমি অনেক কে বলেছি, us dollar index কে কি বুঝায় কেউ এর উওর দিতে পারেনি,আজ কে আপনাদের সাইট থেকে যানতে পারলাম এর সব কিছু, thank you fxbangladesh

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনাদের শিখার প্রয়জনেই আমরা কাজ করে যাচ্ছি। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের ট্রেনিং পোর্টাল থেকে – https://fxbd.co/training

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here