Dollar index এর মিশ্র প্রতিক্রিয়া, লক্ষ্য রাতের Fed meeting minutes

0
180

Bangla Forex News- বুধবার ডলার, প্রধান প্রধান কারেন্সির বিপরীতে মার্কেটে তার মিশ্র প্রভাব ধরে রেখেছে যেখানে বিনিয়োগকারীরা অধীর আগ্রহে আজ রাতের Federal Reserve এর সর্বশেষ পলিসি মিটিং এর উপর নজর রাখবেন।

EUR/USD, গত ৬ মাসের সর্বোচ্চ প্রাইস (মঙ্গলবার) 1.1268 থেকে নেমে আজকে 1.1186 অবস্থান করছে।

গতকাল পর্যন্ত Dollar index, আজকের রাতের Fed’s policy meeting এর কারণে কিছুটা বেড়ে মার্কেটে অবস্থান করছে। ট্রেডাররা আশা করছেন আজকে রাতের পলিসি মিটিং এর থেকে পরবর্তী rate hikes এর কোনও নির্দেশনা পাওয়া যেতে পারে।

Russia এর U.S. প্রেসিডেন্ট নির্বাচনের উপর হস্তক্ষেপ এর বিষয়ে FBI এর তদন্ত এবং Donald Trump এর বিচার প্রক্রিয়ার উপর হস্তক্ষেপ করার কারণে U.S. dollar গত কয়েক সপ্তাহ ধরে প্রধান প্রধান কারেন্সির বিপরীতে অনেকটাই দুর্বল।

আজকে GBP/USD, 0.27% বেড়ে 1.2994 স্পর্শ করেছিল (15:10 GMT+6)।

USD/JPY, 0.08% বেড়ে 111.86 অবস্থান করছিল যেখানে USD/CHF অল্পকিছু পরিবর্তিত হয়ে অবস্থান করছে 0.9758।

আজকে, Australian dollar কিছুটা দুর্বল। AUD/USD,  0.12% নেমে 0.7471 প্রাইসে অবস্থান করছিল এবং NZD/USD, 0.09% বেড়ে অবস্থান ছিল 0.7019।

এদিকে, USD/CAD তার স্থির গতি ধরে রেখেছে- 1.3505।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here