আমরা আগের লেকচারে কিছু জাপানিজ কেন্ডেলস্টিক এর প্যাটার্ন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আর একটু এডভান্স লেভেল এর জাপানিজ কেন্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো!
Dual Candlestick Pattern!
Engulfing Candles
Bullish Engulfing, Dual Candlestick Pattern –
এই প্যাটার্নটি দুইটি আলাদা কেন্ডেল নিয়ে গঠিত হয়ে থাকে যেটি একটি শক্তিশালী আপট্রেন্ড এর সম্ভাবনা নির্দেশ করে থাকে।
যখন একটি বেয়ারিশ (Sell) কেন্ডেল এর পর অন্য একটি বুল্লিশ (Buy) কেন্ডেল তৈরি হয় যেটা আগের বেয়ারিশ কেন্ডেলকে অতিক্রম করে উপরে উঠে শেষ হয় তখন এই প্যাটার্নকে Bullish Engulfing প্যাটার্ন বলা হয়ে থাকে।
এই প্যাটার্ন এর মাধ্যমে, বুল্লিশ কেন্ডেল তার আগের বেয়ারিশ কেন্ডেলের থেকে উপরে উঠে শেষ হয় এবং এই ধরণের প্যাটার্ন ট্রেডারকে একটি পসিবল বাই (Buy) সিগন্যাল প্রদান করে থাকে।
Bearish Engulfing, Dual Candlestick Pattern –
এই প্যাটার্ন ঠিক উপরের প্যাটার্নের বিপরীত। উপরের প্যাটার্ন এর মতই, এই প্যাটার্নটি দুইটি আলাদা কেন্ডেল নিয়ে গঠিত হয়ে থাকে যেটি একটি শক্তিশালী ডাউনট্রেন্ড এর সম্ভাবনা নির্দেশ করে থাকে।
যখন একটি বুল্লিশ (Buy) কেন্ডেল এর পর অন্য একটি বেয়ারিশ (Sell) কেন্ডেল তৈরি হয় যেটা আগের বুল্লিশ কেন্ডেলকে অতিক্রম করে নিচে নেমে শেষ হয় তখন এই প্যাটার্নকে Bearish Engulfing প্যাটার্ন বলা হয়ে থাকে।
এই প্যাটার্ন এর মাধ্যমে, বেয়ারিশ কেন্ডেল তার আগের বুল্লিশ কেন্ডেলের থেকে নিচে নেমে শেষ হয় এবং এই ধরণের প্যাটার্ন ট্রেডারকে একটি পসিবল সেল (Sell) সিগন্যাল প্রদান করে থাকে।
Tweezer Bottoms and Tops
এই ধরণের কেন্ডেলস্টিক প্যাটার্ন সচারচর একটি শক্তিশালী আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড এর পর গঠিত হয়ে থাকে যেটা একটি পসিবল বিপরীতমুখী ট্রেন্ডের সম্ভাবনা নির্দেশ করে থাকে।
নিচের চিত্রটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন-
এই প্যাটার্ন এর কিছু বৈশিষ্ট্য –
- এই কেন্ডেলস্টিক প্যাটার্ন এর প্রথম কেন্ডেল প্রাইস ট্রেন্ড অনুযায়ী হবে। অর্থাৎ, যদি মার্কেট প্রাইস আপট্রেন্ড এর দিকে হয় তাহলে প্রথম কেন্ডেলটি হবে বুল্লিশ (Buy) । অন্যদিকে, যদি মার্কেট প্রাইস ডাউনট্রেন্ড এর দিকে হয় তাহলে প্রথম কেন্ডেলটি হবে বেয়ারিশ (Sell) ।
- দ্বিতীয় কেন্ডেলটি হবে প্রথম কেন্ডেলের ঠিক বিপরীত। অর্থাৎ, যদি মার্কেট প্রাইস আপট্রেন্ড এর দিকে হয় তাহলে দ্বিতীয় কেন্ডেলটি হবে বেয়ারিশ (Sell) । অন্যদিকে, যদি মার্কেট প্রাইস ডাউনট্রেন্ড এর দিকে হয় তাহলে দ্বিতীয় কেন্ডেলটি হবে বুল্লিশ (Buy) ।
- দুইটি কেন্ডেলের Shadow এর আকার হবে একই রকম। অর্থাৎ Tweezer Bottoms (যা বুল্লিশ সিগন্যাল প্রদান করে থাকে) এর কেন্ডেল এর নিচের Shadow এর আকার সমান হবে। অন্যদিকে, Tweezer Tops (যা বেয়ারিশ সিগন্যাল প্রদান করে থাকে) কেন্ডেল এর উপরের Shadow এর আকার সমান হবে।