এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে মুভমেন্ট রয়েছে এই EUR/GBP কারেন্সি পেয়ারটির। একদিক থেকে ব্রেক্সিট চুক্তি এবং অন্যদিকে চিন এবং যুক্তরাষ্ট্র এর বাণিজ্যিক বিভিন্ন ধরনের ঝামেলা এই কারেন্সি পেয়ারটির উপর খুব বেশী পরিমাণ প্রভাব ফেলছে যার ফলে এখন পর্যন্ত চার্টে এই কারেন্সি পেয়ারটির মুভমেন্ট খুবই বেশী। এর মধ্যে শুধুমাত্র গত সপ্তাহেই এই কারেন্সি পেয়ারটি প্রায় ২৫০ এর মুভমেন্ট করছে। বর্তমানে কারেন্সি পেয়ারটি আপট্রেন্ডে অবস্থান করছে এবং একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যেই রয়েছে। কারেন্সি পেয়ারটির এই রেঞ্জকে আমরা একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর সাথে তুলনা করতে পারি। অনুগ্রহ করে নিচের চার্টটির দিকে লক্ষ্য করুন –
উপরের চার্ট দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কারেন্সি পেয়ারটি বর্তমানে একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যেই অবস্থান করছে। ট্রেন্ড অনুযায়ী সেটি হচ্ছে আপ। চ্যানেল এর সুত্র অনুযায়ী আমরা জানি, প্রাইস প্রতিবার এই চ্যানেল এর আপ এবং ডাউন লেভেল এর মধ্যেই অবস্থান করতে থাকে। অর্থাৎ, প্রাইস বারবার চানেল এর মধ্যে বাউন্স করতে থাকে। তবে আমাদের পরামর্শ হচ্ছে, ব্রেকআউট এর জন্য অপক্ষা করা। অর্থাৎ, প্রাইস যদি এই চ্যানেল এর রেঞ্জ ব্রেক করতে সক্ষম হয়, তহলে যেদিকে ব্রেক আউট করবে আমাদের এন্ট্রিও হবে ঠিক সেদিকেই। আশা করছি বুঝতে পারছেন।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
- এখনই কোনও ধরনের BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- প্রাইস যদি চার্টে প্রদত্ত সবুজ লেভেল এর নিচে অর্থাৎ, 0.87935 এর নিচে ক্লোজ এবং ক্যান্ডেল অবস্থান করতে সক্ষম হয় তাহলে ব্রেকআউট হিসাবে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।