FXBangladesh.com – ক্রস কারেন্সি হিসাবে EUR/JPY কারেন্সি পেয়ারের মুভমেন্ট থাকে অনেকবেশি। যার কারনে, যাদের ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্স কম তাদের এই কারেন্সি পেয়ারে ট্রেড না করার অনুরধ করছি। তবে যদি আপনার ব্যালেন্স এর অবস্থা ভালো হয় তাহলে এই কারেন্সি পেয়ারে এন্ট্রি নেয়া অনেকটাই প্রফিটেবল।
বড় সকল টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটি আপট্রেন্ড এর মধ্যেই রয়েছে তবুও আমরা কিছু এন্ট্রি পজিশন চার্টে দেখে নিতে পারি। চলুন প্রথমে এখনকার চার্ট দেখে নেয়া যাক –
এটি EUR/JPY কারেন্সি পেয়ার এর H1 টাইমফ্রেম এর একটি চার্ট। চার্টে এর দিকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, কারেন্সি পেয়ারটি ক্রমশ হাইয়ার হাই ফরমেশন তৈরি করছে। টেকনিক্যাল চার্ট অনুসারে যেটিকে বলা হয় চ্যানেল। প্রাইস বিগত বেশকয়েকদিন ধরে একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যেই অবস্থান করছে যার অর্থ হচ্ছে, প্রাইস আপট্রেন্ডে অবস্থান করছে।
চার্ট এর দিকে ভালো করে তাকালে দেখতে পারি, প্রাইস বর্তমানে রেঞ্জ এর উপরের দিকেই অবস্থান করছে তবে এখনও নতুন করে এন্ট্রি পজিশন গ্রহন করার কোনও জায়গা নেই। তবে, ভালো করে যদি চার্ট এর দিকে লক্ষ্য করি তাহলে একটি শর্টটার্ম ট্রেন্ডলাইন এর অবস্থান দেখতে পাচ্ছি।
এমতাবস্তায় দুই স্থানে নতুন করে এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
- রেঞ্জ এর উপরের দিকে অর্থাৎ রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি। যেটির প্রাইস লেভেল হচ্ছে 133.90-134.00 এর কাছাকাছি।
- অন্যদিকে, যদি প্রাইস এই ট্রেন্ডলাইন ব্রেক করতে সক্ষম হয় তাহলে। অর্থাৎ, 132.60 এর নিচে অবস্থান করতে সক্ষম হয় তাহলে এন্ট্রি নেয়া যেতে পারে।
সুতরাং, এর আগ পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন প্রাইস এর ভবিষ্যৎ ট্রেন্ড কোনদিকে যেতে পারে।
ট্রেডিং পরামর্শ –
- H1 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- কোনও ধরনের Buy এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- নতুন করে Sell এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে এর জন্য দুইটি লেভেলে প্রাইস এর অবস্থান বাধ্যতামূলক।
- রেঞ্জ এর উপরের দিকে অর্থাৎ রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি। যেটির প্রাইস লেভেল হচ্ছে 133.90-134.00 এর কাছাকাছি।
- অন্যদিকে, যদি প্রাইস এই ট্রেন্ডলাইন ব্রেক করতে সক্ষম হয় তাহলে। অর্থাৎ, 132.60 এর নিচে অবস্থান করতে সক্ষম হয় তাহলে এন্ট্রি নেয়া যেতে পারে।
- স্টপলস এর অবস্থান হবে, আপনার নিজ ট্রেডিং ব্যালেন্স অনুসারে কমপক্ষে এন্ট্রি লেভেল থেকে ৩০-৪০ পিপ্স দূরে।
Covid19 সতর্কতা
ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Thanks
Welcome