FXBangladesh.com – এনালাইসিস শুরু করার পূর্বে চলুন, প্রথমে ট্রেডিং চার্ট দেখে নেয়া যাক। নিচের চার্টটি EUR/USD কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেমের রিয়েল টাইম ট্রেডিং চার্ট।
উপরের প্রদর্শিত H4 টাইমফ্রেমের ট্রেডিং চার্টটির দিকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন কারেন্সি পেয়ারটির প্রাইস শক্তিশালী ডাউনট্রেন্ডের মধ্যেই অবস্থান করছে। এখানে আমার একটি শক্তিশালী রেসিস্টেন্স লেভেলের 1.0940 উপস্থিতি দেখতে পাচ্ছি, যেখানে প্রাইস ইতিমধ্যেই একাধিকবার স্পর্শ করে নিচে নেমে এসেছে। পূর্বের এনালাইসিসগুলোতে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত প্রাইস এই রেসিস্টেন্স লেভেলের উপরে অবস্থান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান ডাউনট্রেন্ড সক্রিয় থাকবে।
সর্বশেষ প্রকাশিত এনালাইসিসে বলেছিলাম,
প্রাইস , এই রেসিস্টেন্স লেভেল 1.0940 স্পর্শ করে পুনরায় নিচের দিকে নেমে আসে। এমতাবস্থায়, নতুন করে আপট্রেন্ডের সম্ভাবনা কমে এসেছে। তবে চার্টে RSI Indicator ব্যবহার করে আমরা একটি বুল্লিশ ডাইভারজেন্সের উপস্থিতি লক্ষ্য করতে পারছি, যা নির্দেশ করছে বিদ্যমান ডাউনট্রেন্ডের শক্তি ক্রমশ কমে আসছে।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- নতুন করে Buy এন্ট্রি গ্রহন করার জন্য 1.0940 এই লেভেলটি ব্রেকআউট পর্যন্ত অপেক্ষা করুন। এটি ব্রেক হলে নতুন করে পুনরায় Buy এন্ট্রি গ্রহন করা যাবে।
- প্রাইসের এই অবস্থায় নতুন করে SELL এন্ট্রি গ্রহন করার পরামর্শ দিচ্ছি না।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।