FXBangladesh.com – গত সপ্তাহে মেজর কারেন্সি পেয়ার EURUSD কিছূটা উপরের দিকে থেকে তারপর সপ্তাহের কার্যক্রম শেষ করে। যেখানে প্রাইস শুরু হয় 1.1079 থেকে প্রাইসের মুভমেন্ট ছিল 1.1187 পর্যন্ত অর্থাৎ কারেন্সি পেয়ারটি বিগত সপ্তাহে প্রায় ১০৮ পিপ্স এর মতন মুভমেন্ট করে। তবে এই মুভমেন্ট এর পিছনে সবচেয়ে বড় কারন ছিল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এবং ইউরো জোন এর ইন্টারেস্ট রেট এর নিউজ। বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে কারেন্সি পেয়ারটি কিছুটা নেমে এসে 1.1067 লেভেল এসে সপ্তাহ শেষ করে। চলুন একটু চার্ট দিকে তাকাই –
উপরের চার্টটি EURUSD কারেন্সি পেয়ারের Daily টাইমফ্রেম এর চার্টে আমরা একটি পসিবল Wedge Chart Pattern এর অবস্থান দেখতে পাচ্ছি। যেখানে চার্ট একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান। চার্ট প্যাটার্ন এর নিয়ম-অনুসারে এমতাবস্থায়, প্রাইস বিদ্যমান প্যাটার্ন এর রেঞ্জ ব্রেকআউট হওয়া পর্যন্ত অপেক্ষা করাই হচ্ছে উত্তম। সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, প্রাইস বিদ্যমান রেঞ্জ ব্রেকআউট করতে সক্ষম হয়েছে তবে আমরা এখনই নতুন কোনও এন্ট্রি গ্রহন করবো না। আশা করছি সেই মোতাবেক কেউই নতুন করে BUY এন্ট্রি গ্রহন করেননি।
প্রাইস ইতিমধ্যেই চার্ট প্যাটার্ন এর রেসিস্টেন্স লেভেল স্পর্শ করে নিচের দিকে নামা শুরু করেছে। অর্থাৎ প্রাইস সেই লেভেলকে সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয়নি। পসজিশন সম্পূর্ণরূপে SELL এবং আমরা ধরে নিতে পারি, প্রাইস এর পরবর্তী গন্তব্য হচ্ছে 1.1030-50 এর কাছাকাছি।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- এই মুহূর্তে কোনও BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। যাদের বিদ্যমান বাই পজিশন রয়েছে অনুগ্রহ করে সেটিকে ক্লোজ করে ফেলার পরামর্শ থাকছে।
- নতুন করে BUY এন্ট্রির জন্য ব্রেকআউট পর্যন্ত অপেক্ষা করাই হবে উত্তম। ব্রেকআউট এর পসিবল লেভেল হচ্ছে 1.1250 এর উপরে ক্যান্ডেল এর অবস্থান।
- যাদের বিদ্দমান সেল এন্ট্রি রয়েছে সেটিকে ধরে রাখার পরামর্শ প্রদান করছি। মার্কেট এর সার্বিক অবস্থান অনুযায়ী আমাদের প্রফিট টার্গেট লেভেল হচ্ছে 1.1030-50
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা