FXBangladesh.com – গত বেছকিছুদিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি। যদি ছোট টাইমফ্রেম এর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো, কারেন্সি পেয়ারটি ক্রমশ লোয়ার লো তৈরি করে চলেছে যা একটি নিম্নমুখী ট্রেন্ডলাইন এর নির্দেশক হিসাবে কাজ করছিল। আমাদের সর্বশেষ এনালাইসিসে বলেছিলাম, প্রাইস যদি চার্টে বিদ্যমান শর্টটার্ম এই রেসিস্টেন্স লেভেল ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে প্রাইসের বিদ্যমান এই নিম্নমুখী ট্রেন্ড এর পরিবর্তিত হতে পারে বলে আশা করা যায়। গত সপ্তাহে, প্রাইস আমাদের এই লেভেল ব্রেকআউট করতে সফল হয়েছে এবং এনালাইসিস অনুযায়ী আমরা ধরে নিতে পারি, প্রাইস এখন বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। এখন চলুন বর্তমানে কারেন্সি পেয়ারটি কি অবস্থায় রয়েছে সেটিকে দেখে নেয়া যাক –
উপরের Daily টাইমফ্রেমের চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। চার্টে লক্ষ্য করুন, প্রাইস নিম্নমুখী ট্রেন্ডলাইন ব্রেকআউট করতে সক্ষম হয়ে বর্তমানে ঠিক এই লেভেল এর উপরেই অবস্থান করছে। এখন পর্যন্ত প্রাইস এর এর ঊর্ধ্বমুখী অবস্থান বিদ্যমান অর্থাৎ, নতুন করে সেল এন্ট্রি গ্রহন না করার পরামর্শ থাকছে। সর্বশেষে এনালাইসিস অনুযায়ী, আমরা বলেছিলাম, প্রাইস কিছুটা নিচের দিকে অর্থাৎ বাউন্স করতে পারে। এখন যদি আমরা Fibonacci Retracement লেভেল ব্যবহার করে লেভেলগুল পরিমাপ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো প্রাইস ইতিমধ্যেই ফিবনাচি ৬১% রিট্রেসমেন্ট লেভেল এর কাছাকাছিই অবস্থান করছে যেখানে আমরা একটি পসিবল বাইএন্ট্রি গ্রহন করতে পারি। তবে এখানে বলে রাখা ভালো, যদি প্রাইস কোনওভাবে 1.1200 এর নিচে ক্লোজ হতে পারে তাহলে অবশ্যই বিদ্যমান বাইএন্ট্রি বাতিল বলে গণ্য হতে পারে।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
- কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- প্রাইস ইতিমধ্যেই বাউন্স করে ফিবনাচি রিট্রেসমেন্ট লেভেল এর কাছাকাছি অবস্থান করছে এবং এখানে আমরা চাইলে নতুন করে BUY এন্ট্রি গ্রহন করতে পারি।
- বিদ্যমান BUY এন্ট্রির জন্য পসিবল প্রফিট টার্গেট হচ্ছে, 1.1420-50
- বিদ্যমান বাইট্রেন্ড এর জন্য পসিবল স্টপলস লেভেল হবে, 1.1185 এর নিচে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।