FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মেজর কারেন্সি পেয়ার EUR/USD এর কিছুটা নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায়। বিদ্যমান মার্কেট এবং বৈশ্বিক পরিস্থিত কথা চিন্তা করলে সবচেয়ে খারাপ সময় পার করছে EUR । যার প্রভাব আমরা ইতিমধ্যেই ট্রেডিং টার্মিনালে দেখতে পেয়েছি। বড় প্রায় সকল টাইমফ্রেমেই কারেন্সি পেয়ারটি এখন পর্যন্ত নিম্নমুখী। যার কারনে ঠিক এখনই এই কারেন্সি পেয়ারটিতে বিশেষ কোনও এন্ট্রি গ্রহন করার পজিশন নেই। তবে ছোট টাইমফ্রেমে আমরা কিছু পজিশন গ্রহন করতে পারি। চলুন একটু চার্ট এর দিকে তাকাই।
এটি EUR/USD কারেন্সি পেয়ার এর H4 টাইমফ্রেম এর একটি চার্ট। আমাদের পূর্বের প্রকাশিত এনালাইসিসটি অনুসারে প্রাইস ইতিমধ্যেই ট্রেন্ডলাইন লেভেল এর ঠিক কাছেই অবস্থান করছে এবং হতে পারে এই লেভেলটি প্রাইস ব্রেক করেও ফেলেছে। যাদের বিদ্যমান BUY এন্ট্রির প্রফিট রয়েছে সেটিকে ক্লোজ করে ফেলার অনুরধ করছি। এবং নতুন ট্রেন্ড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করাই হবে উত্তম।
এনালাইসিস এর শুরতেই বলেছিলাম, বড় সকল টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটি বর্তমানে নিম্নমুখী ট্রেন্ড এর মধ্যে অবস্থান করছে। তবে ছোট টাইমফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, প্রাইস ক্রমশ হাইয়ার হাই ফরমেশন তৈরি করছে যা আমাদের একটি ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন এর নির্দেশ করে।
উপরের চার্টে দেখতে পাচ্ছি, H4 টাইমফ্রেমে প্রাইস বিদ্যমান ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন ব্রেকআউট লেভেল এর ঠিক কাছেই অবস্থান করছে। তবে এখনই কোনও ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকতে হবে। যদি প্রাইস কোনওভাবে চার্টে প্রদত্ত লাল রঙ এর লেভেলকে ব্রেকআউট করতে সক্ষম হয় তবেই নতুন করে SELL এন্ট্রি নেয়া যেতে পারে।
মনে রাখবেন, প্রাইস যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডলাইনকে ব্রেক করতে না পারবে আমরা নতুন করে কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকবো।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- যারা BUY এন্ট্রি গ্রহন করেছেন, প্রফিট টার্গেট মিট হয়ে গেছে ইতিমধ্যেই । অনুগ্রহ করে চাইলে প্রফিট ক্লোজ করে ফেলতে পারেন।
- নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। কেননা প্রাইস ইতিমধ্যেই ট্রেন্ডলাইন ব্রেকআউট করতে সক্ষম হয়েছে।
- নতুন করে কোনও BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- স্টপলস এর ব্যবহার বাধ্যতামূলক। যদি প্রাইস 1.0950 এর উপরে ক্যান্ডেল ক্লোজ করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে হবে আপট্রেন্ড আরও শক্তিশালী হবে।
Covid19 সতর্কতা
ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।