EUR/USD টেকনিক্যাল এনালাইসিস – ২২ জুলাই, ২০২০

0
121
EURUSD Technical Analysis For 22 July, 2020

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মেজর কারেন্সি পেয়ার EUR/USD এর কিছুটা নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায়। বিদ্যমান মার্কেট এবং বৈশ্বিক পরিস্থিত কথা চিন্তা করলে সবচেয়ে খারাপ সময় পার করছিল EUR । যার প্রভাব আমরা ইতিমধ্যেই ট্রেডিং টার্মিনালে দেখতে পেয়েছি। বড় প্রায় সকল টাইমফ্রেমেই কারেন্সি পেয়ারটি নিম্নমুখী ধারায় বছর শুরু করলেও বছর এর মাঝামাঝি এসে বেশ ভালো করেই সেটিকে রিকভার করতে সক্ষম হয়েছে। অর্থাৎ, ট্রেন্ড পরিবর্তিত হয়ে এখন আপট্রেন্ডেই রয়েছে। চলুন একটু চার্ট এর দিকে তাকাই।

EURUSD Technical Analysis For 22 July, 2020 - Price is Heading Towards 1.1800

এটি EUR/USD কারেন্সি পেয়ার এর Daily টাইমফ্রেম এর একটি চার্ট। চার্টে এর দিকে যদি ভালো করে লক্ষ্য করি এবং টেকনিক্যাল টুল ফিবনাচি ব্যবহার করি তাহলে দেখতে পাবো, প্রাইস ইতিমধ্যেই Fibonacci Retracement level 61% (সাপোর্ট) থেকে বাউন্স করে এর Extension Level 161% এর দিকেই রয়েছে। ট্রেন্ড এখন পর্যন্ত BUY এবং নতুন করে SELL এন্ট্রি গ্রহন করার কোনও পজিশনও নেই। লংটার্ম এন্ট্রি হিসাবে প্রাইস এর পরবর্তী টার্গেট লেভেল হচ্ছে 1.1800 এর কাছাকাছি।

তবে চার্টে যদি RSI Indicator ব্যবহার করি তাহলে দেখতে পাবো, প্রাইস ক্রমশ হাইয়ার হাই তৈরি করতে সক্ষম হলেও ইন্ডিকেটর সেটি তৈরি করতে সক্ষম হয়নি। যা আমাদের একটি বেয়ারিশ ডাইভারজেন্স এর সংকেত প্রদান করে থাকে। সুতরাং, প্রাইস কিছুটা কারেকশন করে নিচে নেমে আসতে পারে। তবে সেটিযে এখনই করবে এমনটি ধরে নেয়ার কোনও কারন নেই।

এখনই নতুন করে কোনও BUY এন্ট্রি গ্রহন না করে অপেক্ষা করুন এবং প্রাইস এর যেকোনো ধরনের পুলব্যাকে নতুন করে বাই এন্ট্রি গ্রহন করা যেতে পারে।

ট্রেডিং পরামর্শ –

  • Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • এখনই নতুন করে কোনও BUY/SELL এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি।
  • যারা BUY এন্ট্রি গ্রহন করেছিলেন সেটিকে ধরে রাখুন। পরবর্তী টার্গেট লেভেল হচ্ছে 1.1800 এর কাছাকাছি।
  • এখনও নতুন করে BUY এন্ট্রি গ্রহনের সময় আসেনি। প্রাইসকে পুলব্যাক করার কিছুটা সময় প্রদান করে সেখানে এন্ট্রি গ্রহন করা যেতে পারে। কেননা চার্টে একটি বেয়ারিশ ডাইভারজেন্স দেখতে পাচ্ছি।

Covid19 সতর্কতা 

ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here