EURUSD টেকনিক্যাল এনালাইসিস অক্টোবর ৩০

0
128

FXBangladesh.com – গত বেশ কিছু দিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি। ছোট টাইমফ্রেম অনুযায়ী প্রাইস পূর্বের বিদ্যমান চ্যানেল এর লেভেল ব্রেকআউট করে বর্তমানে ঠিক এর উপরেই অবস্থান করছে। বিদ্যমান মার্কেট চার্ট অনুসারে প্রাইস এখন পর্যন্ত আপট্রেন্ডে অবস্থান করছে। এখন চলুন আমরা চার্টে বিস্তারিত তথ্য জেনে নেই। নিচের চার্টে EURUSD কারেন্সি পেয়ার এর বর্তমান অবস্থান দেখান হয়েছে।

EURUSD Technical Analysis For 30 October, 2019 - Price may Retrace from Fibonacci Level according to Daily Timeframe

উপরের Daily টাইমফ্রেম এর চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। চার্টটি একটু আগে থেকে বিশ্লেষণ করে দেখে নেই, এই বছরের জুন মাস থেকে প্রাইস ক্রমশ লোয়ার হাই তৈরি করে যাচ্ছে অর্থাৎ বিগত ২ মাস এর মধ্যে প্রাইস এখন পর্যন্ত কোনও ধরনের বাই পজিশন তৈরি করতে পারে নি। আমরা যদি চার্টে বিদ্যমান প্রাইস এর লেভেল গুলোকে এক সাথে যোগ করার চেষ্টা করি, তাহলে একটি নিম্নমুখী ট্রেন্ডলাইন দেখতে পাবো। আমরা যদি প্রাইস চার্ট এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, প্রাইস বিগত ২ বছরের মধ্যে অর্থাৎ জুন ২০১৭ থেকে সর্বনিম্ন পজিশনে বর্তমানে রয়েছে। প্রাইস ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ট্রেন্ডলাইন ব্রেক করার চেষ্টা করলেও সেটি পুনরায় বাউন্স করে আবার নিচের দিকে নেমে আসে। সর্বশেষ অক্টোবর ১০ তারিখে প্রাইস এই রেঞ্জ ব্রেকআউট করতে সক্ষম হয় এবং পূর্বের বিদ্যমান নিম্নমুখী ট্রেন্ডলাইন পরিবর্তিত হয়ে আপট্রেন্ড এর দিকে অগ্রসর হতে থাকে। এই মাসের ২১ তারিখ, প্রাইস বিগত তিন মাসের মধ্যে সর্বাধিক লেভেল 1.1182 স্পর্শ করে পুনরায় নিচের দিকে কিছুটা ফিরে আসে। এমতাবস্থায়, আমরা Fibonacci টুল ব্যবহার করে প্রাইস এর ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে কিছুটা ধারনে পেতে পারি।

Fibonacci Retracement এর সুত্র অনুযায়ী, প্রাইস 61% রিট্রেসমেন্ট লেভেল থেকে পুনরায় উপরের দিকে অগ্রসর হচ্ছে। এমতাবস্থায়, নতুন করে বাই এন্ট্রি গ্রহন করা যেতে পারে। প্রাইস এর পরবর্তী পসিবল টার্গেট হচ্ছে 1.1350 এর কাছাকাছি যেখানে ফিবনাচি এক্সটেনশন লেভেল 161% রয়েছে। তবে যদি কোনওভাবে প্রাইস 1.1050 এর নিচে ক্যান্ডেল ক্লোজ এবং অবস্থান করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান এই বাইট্রেন্ড বাতিল বলে গণ্য হবে।

ট্রেডিং পরামর্শ – 

  • বিদ্যমান এই এনালাইসিস Daily ক্যান্ডেল এর জন্য প্রযোজ্য হবে।
  • নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • যাদের বিদ্যমান BUY এন্ট্রির প্রফিট রয়েছে অনুগ্রহ করে সেটিকে ধরে রাখার পরামর্শ প্রদান করছি।
  • নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। যেখানে পসিবল প্রফিট টার্গেট হচ্ছে 1.1350 এর কাছাকাছি।
  • নতুন করে সেল এন্ট্রি গ্রহন না করাই উত্তম। যাদের বিদ্যমান এন্ট্রির প্রফিট রয়েছে অনুগ্রহ করে সেটিকে ক্লোজ করে ফেলারই পরামর্শ প্রদান করছি।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here