EURUSD টেকনিক্যাল এনালাইসিস ডিসেম্বর – ২১

0
216
EURUSD Technical Analysis for December 21, 2018
EURUSD Technical Analysis for December 21, 2018

fxbangladesh.com – H4 টাইমফ্রেম অনুযায়ী EUR/USD কারেন্সি পেয়ার, আমদের নির্ধারিত চ্যানেল এর উপরে স্পর্শ করে পুনরায় আবার মিডটার্ম ট্রেন্ড লাইন (লাল লাইন) বরাবর ফিরে আসে। আমাদের পূর্ব নির্ধারিত এনালাইসিস অনুযায়ী, প্রফিট জোন স্পর্শ করে এখন আপ চ্যানেল এর ঠিক নিচেই অবস্থান করছে। এখন পর্যন্ত প্রাইস, চ্যানেল রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে এবং সামগ্রিক ট্রেন্ড হচ্ছে বুল্লিশ। নিচের চার্ট এর দিকে লক্ষ্য করুন –

EURUSD Technical Analysis For December 21, 2018 - Price has just Bounced from Upper Channel Boundary and Heading Back towards our Midterm Trendline in H4 Time Frame

উপরোক্ত চার্টে –

নীল লাইন = Ascending Channel রেঞ্জ = 1.1343 – 1.1483

সবুজ লাইন = পসিবল SELL জোন = 1.1470 – 1.1480

লাল লাইন = মিডটার্ম ট্রেন্ডলাইন

প্রাইস, বিদ্যমান Ascending Channel এর উপরের লাইন অর্থাৎ আমাদের পূর্বের এনালাইসিস এর এন্ট্রি পয়েন্ট স্পর্শ করে আমাদের টার্গেট জোন (চিত্রের লাল লাইন) ফিরে আসে। এনালাইসিস অনুযায়ী যারা যারা এন্ট্রি গ্রহন করেছেন তারা প্রায় ৪০ পিপ্স এর প্রফিট পেয়ছেন।

আমাদের পূর্ব নির্ধারিত BUY এন্ট্রি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে তবে এখনই নতুন কোনও বাই এন্ট্রি নেয়া থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রাইস যদি আবার নির্ধারিত ডাউন চ্যানেল এর কাছাকাছি পোঁছায় তাহলেই কেবল নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। অর্থাৎ, আমাদের পসিবল BUY এন্ট্রি হচ্ছে 1.1360 – 1.1350 এর কাছাকাছি।

ট্রেডিং পরামর্শ –

  • শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
  • এখনই কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • প্রাইস যদি আবার নির্ধারিত আপ চ্যানেল এর কাছাকাছি পোঁছায় তাহলেই কেবল নতুন করে সেল এন্ট্রি গ্রহন করা যেতে পারে। অর্থাৎ, আমাদের পসিবল SELL এন্ট্রি হচ্ছে 1.1470 – 1.1480 এর কাছাকাছি।
  • এখনই কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • প্রাইস যদি আবার নির্ধারিত ডাউন চ্যানেল এর কাছাকাছি পোঁছায় তাহলেই কেবল নতুন করে বাই এন্ট্রি গ্রহন করা যেতে পারে। অর্থাৎ, আমাদের পসিবল BUY এন্ট্রি হচ্ছে 1.1350 – 1.1360 এর কাছাকাছি।
  • স্টপ লস ব্যবহার করা পরামর্শ থাকছে, SELL এর জন্য আপ চ্যানেল এর উপরে = 1.1514 এবং BUY এর জন্য ডাউন চ্যানেল এর নিচে = 1.1321 এর কাছাকাছি।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here