fxbangladesh.com – H4 টাইমফ্রেম অনুযায়ী EUR/USD কারেন্সি পেয়ার, গত বেশ কয়েক সপ্তাহ ধরে কারেন্সি পেয়ার একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে এবং ইতিমধ্যেই বেশকিছুবার সেই রেঞ্জ এর সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলকে স্পর্শ করে পুনরায় বাউন্স করে ফিরে এসেছে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, প্রাইস গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সক্ষম হয়েছিল কিন্তু কোনওভাবে সেই বাই প্রেসার আর ধরে রাখতে পারে নি যার ফলে, আবারও সেই সাপোর্ট লেভেল (পূর্বের রেসিস্টেন্স) এর নিচে ফিরে আসে এবং বর্তমানে ঠিক এর নিচে অবস্থান করছেন।
নিচের প্রদত্ত H4 টাইমফ্রেম এর চার্ট ভালো করে লক্ষ্য করুন –
উপরোক্ত চার্টে –
নীল লাইন = রেসিস্টেন্স লেভেল = 1.1485
লাল লাইন = শর্টটার্ম সাপোর্ট লেভেল = 1.1345
কাল লাইন = গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল = 1.1335
বৃত্তাকার অংশ = ফেইক-ব্রেকআউট
EUR/USD কারেন্সি পেয়ার আমাদের পূর্বের প্রদত্ত রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সক্ষম হয়েছিল এবং নতুন প্রাইস লেভেল 1.1573 লেভেলকে স্পর্শ করে পুনরায় রেসিস্টেন্স লেভেল এর নিচে চলে আসে। সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, আমরা বলেছিলাম- “যদি কোনও ভাবে D ক্যান্ডেল, প্রাইস 1.1450 লেভেল এর নিচে ক্লোজ হতে পারে তাহলে বিদ্যমান এই আপট্রেন্ড বাতিল বলে গণ্য হবে।” সুতরাং, আমাদের পূর্বের বাই পজিশন এই মুহূর্তে আর সক্রিয় নেই। যাদের বর্তমানে কোনও ধরনের BUY এন্ট্রি রয়েছে তারা চাইলে এন্ট্রি ক্লোজ করে বের হয়ে যেতে পারেন কিংবা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল = 1.1335 পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
প্রাইস বর্তমানে 1.1350 – 1.1485 লেভেল এর মদ্ধে অবস্থান করছে এবং যদি আগামি কয়েকদিন এর মধ্যে প্রাইস এই 1.1350 এর নিচে ক্লোজ হতে সক্ষম হয় তাহলে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে প্রাইসের সর্বশেষ লো পয়েন্ট। অর্থাৎ, 1.1215 এবং এরপর 1.1000 কিংবা এরও নিচে।
ট্রেডিং পরামর্শ –
- শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
- নতুন করে কোনও BUY / SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- যাদের বিদ্যমান কোনও বাই এন্ট্রি রয়েছে তারা চাইলে বের হয়ে যেতে পারেন কিংবা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল = 1.1335 পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
- যাদের বিদ্যমান কোনও সেল এন্ট্রি রয়েছে, তারা চাইলে এন্ট্রি ধরে রাখতে পারেন এবং প্রাইসের পরবর্তী মুভমেন্ট এর জন্য অপেক্ষা করতে পারেন। সেক্ষেত্রে, যদি প্রাইস পুনরায় রেসিস্টেন্স লেভেল = 1.1485 ব্রেক করতে পারে তাহলে পজিশন ক্লোজ করে বের হয়ে যেতে হবে। অর্থাৎ, এই লেভেল এর উপরে স্টপলস ব্যবহার করবেন।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।