EURUSD টেকনিক্যাল এনালাইসিস মার্চ – ০৭

0
104
EURUSD Technical Analysis For March 07, 2019
EURUSD Technical Analysis For March 07, 2019

FXBangladesh.com – গত বেছকিছুদিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি একটু বড় টাইমফ্রেম অনুযায়ী একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান। এদিকে প্রাইস, ক্রমশ লোয়ার হাই (Lower high) তৈরি করে চলেছে জা আমাদের একটি স্পষ্ট ডাউনট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, কারেন্সি পেয়ার এখন পর্যন্ত তার ডাউনট্রেন্ড ধরে রেখেছে এবং ক্রমশ আমাদের সম্ভাব্য প্রফিট টার্গেট লেভেল এর দিকে এগিয়ে যাচ্ছে এবং হয়তোবা খুব শীঘ্রই আমাদের প্রত্যাশিত প্রফিট টার্গেট লেভেল স্পর্শ করবে। ইতিমধ্যে প্রাইসের সর্বশেষ লো লেভেল ছিল 1.1289 এর কাছাকাছি। যা আমাদের প্রফিট টার্গেট এর খুব কাছেই।

কিন্তু, অন্যদিকে প্রাইস আবার এর গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল 1.1257 এর উপরেও বিদ্যমান। প্রাইস এর এধরনের গঠন আমাদের একটি Descending Triangle Chart Pattern এর নির্দেশ করে থাকে। অনুগ্রহ করে নিচের চিত্রটি একটি লক্ষ্য করুন –

EURUSD Technical Analysis For March 07, 2019 - price is Forming a Descending Triangle Chart Pattern and Heading Towards our Profit Target

উপরের চিত্রটি একটি D টাইমফ্রেমে চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ক্যান্ডেল ক্রমশ লোয়ার হাই তৈরি করছে কিন্তু নিচের দিকে থেকে সেটির মুভমেন্ট 1.1257 পর্যন্তই সীমাবদ্ধ। অর্থাৎ, প্রাইস এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচেও নামতে পারছে না। চার্টের এর অবস্থান অনুযায়ী। আমরা এখন চাইলে দুই ভাবে ট্রেড করতে পারি।

  1. বাউন্সঃ অর্থাৎ, উপরের রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি আসলে SELL এন্ট্রি এবং নিচের সাপোর্ট লেভেল এর কাছাকাছি আসলে BUY এন্ট্রি।
  2. ব্রেকআউটঃ প্রাইস যদিকে বিদ্যমান সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করবে আমরা মুলট সেদিকেই ব্রেকআউট এন্ট্রি গ্রহন করবো।

ট্রেডিং পরামর্শ – 

  • যাদের বিদ্যমান কোনও SELL এন্ট্রি রয়েছে তাদের এন্ট্রি ক্লোজ করার পরামর্শ প্রদান করা হচ্ছে। আমাদের সম্ভাব্য প্রফিট টার্গেট হচ্ছে 1.1276 । তবে যেহেতু প্রাইস এই মুহূর্তে আর এই লেভেল এর কাছাকাছি যাচ্ছে না, সেখেত্রে এন্ট্রি ক্লোজ করে প্রফিট নিয়ে নেয়াই আদর্শ।
  • এই মুহূর্তেই কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আমাদের সম্ভাব্য BUY এন্ট্রির জোন হচ্ছে, 1.1422 এর উপরে কিংবা চার্ট প্যাটার্ন এর সাপোর্ট লেভেল = 1.1268 এর কাছাকাছি।
  • যারা ছোট সময়ের ট্রেডে গ্রহন করেন তারা প্রাইস রেঞ্জ অনুযায়ী বাউন্স ট্রেড করার মাধ্যমে এন্ট্রি গ্রহন করতে পারেন। তবে এক্ষেত্রে, BUY এন্ট্রির জন্য সম্ভাব্য স্টপলস লেভেল হবে = 1.1233 এবং SELL এন্ট্রির জন্য সম্ভাব্য স্টপলস লেভেল হচ্ছে = 1.1421 ।
  • যারা একটু বড় টাইমফ্রেম অনুযায়ী ট্রেড করে থাকেন, তারা অনুগ্রহ করে ব্রেকআউট এর জন্য অপেক্ষা করতে পারেন। অর্থাৎ, প্রদত্ত চার্টে যেদিকে ব্রেক করবে আমরাও ঠিক সেদিকেই এন্ট্রি গ্রহন করবো।
  • প্রাইসের এই মুহূর্তেই কোনও ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন এবং পরবর্তী মুভমেন্ট পর্যন্ত অপেক্ষা করুন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here