EURUSD টেকনিক্যাল এনালাইসিস মার্চ – ২৭

0
227
EURUSD Technical Analysis For March 27, 2019

FXBangladesh.com – গত বেছকিছুদিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি একটু বড় টাইমফ্রেম অনুযায়ী একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান। এদিকে প্রাইস, ক্রমশ লোয়ার হাই (Lower high) তৈরি করে চলেছে যা আমাদের একটি স্পষ্ট ডাউনট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, কারেন্সি পেয়ারটি চার্টে বিদ্যমান চ্যানেল এর রেসিস্টেন্স লাভেল এর কাছাকাছি এসে পুনরায় বাউন্স করে নিচের দিকে চলে আসার সংকেত দিচ্ছে। অনুগ্রহ করে নিচের চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন –

EURUSD Technical Analysis For March 27, 2019 - Price has broken the Ascending Trendline and Reamin BearishEURUSD Technical Analysis For March 27, 2019 - Price has broken the Ascending Trendline and Reamin Bearish

উপরের H4 টাইমফ্রেমের চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। কারেন্সি পেয়ারটি ইতিমধ্যেই চার্টে বিদ্যমান একটি ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয় এবং ট্রেন্ড পরিবর্তন করে বর্তমানে ডাউনট্রেন্ডে অবস্থান করছে। এমতাবস্থায়, আমরা যদি Fibonacci Retracement টুল ব্যবহার করে তাহলে দেখতে পাবো, প্রাইস 61% লেভেলকে স্পর্শ করে নিচে নেমে এসেছে এবং নতুন Low তৈরি করতে সক্ষম হয়েছে। আমাদের পসিবল প্রফিট টার্গেট জোন হচ্ছে এখন, Fibonacci Extension লেভেল 161% এর কাছাকাছি।

ট্রেডিং পরামর্শ – 

  • H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
  • নতুন করে কোনও ধরনের BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • যাদের বিদ্যমান কোনও SELL এন্ট্রি রয়েছে তারা চাইলে অনুগ্রহ করে পসিবল প্রফিট লেভেল 1.1200 এর কাছকাছি পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
  • বিদ্যমান এন্ট্রির জন্য স্টপলেভেল হচ্ছে 1.1320 এর আশেপাশে।

নতুন সেবা: কমিউনিটি পোর্টাল

ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি


 

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here