FXBangladesh.com – বড় সকল টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটি আপট্রেন্ড এর মধ্যেই রয়েছে তবুও আমরা কিছু এন্ট্রি পজিশন চার্টে দেখে নিতে পারি। চলুন প্রথমে এখনকার চার্ট দেখে নেয়া যাক –
এটি EUR/USD কারেন্সি পেয়ার এর Daily টাইমফ্রেম এর একটি চার্ট। চার্টে এর দিকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, বিগত বেশকিছু দিন ধরেই কারেন্সি পেয়ারটি একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যেই অবস্থান করছিল। যেখানে আমরা একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর অবস্থান লক্ষ্য করতে পারছে। আগস্ট এর ২৮ তারিখ এর এনালাইসিসে বলেছিলাম, যদি প্রাইস কোনওভাবে 1.1850 এর উপরে অবস্থান করতে সক্ষম হয় তাহলে বড় ধরনের আপ্ট্রেন্ড দেয়ার সম্ভাবনা থাকবে।
এরপর, সেপ্টেম্বর এর ১ তারিখ এর এনালাইসিসে বলেছিলাম, প্রাইস একটি চ্যানেল এর মধ্যে অবস্থান করছিল যেখানে চ্যানেল এর উপরের লেভেল অর্থাৎ রেসিস্টেন্স লেভেল থাকে বাউন্স করার সমুহ সম্ভাবনাও রয়েছে। হয়েছেও তাই।
চ্যানেল এর ট্রেডিং অনুসারে আমরা জানি, প্রাইস যখন এই রেঞ্জ এর উপরের লেভেলে থাকবে তখন বাউন্স হিসাবে Sell এন্ত্রি গ্রহন করা যেতে পারে অন্যদিকে, প্রাইস যখন রেঞ্জ এর নিচের লেভেলে থাকবে তখন বাউন্স হিসাবে সম্ভাব্য BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
প্রাইস এনালাইসিস মোতাবেক, চ্যানেল এর উপরের লেভেল থেকে বাউন্স করে নিচের চ্যানেল এর লেভেল অর্থাৎ সাপোর্ট লেভেলে আসতে সক্ষম হয়েছে। যেখানে, প্রত্যাশিত প্রফিট টার্গেট ছিল প্রায় ২০০ পিপ্স এর মতন।
এখনকার প্রাইস প্যাটার্ন অনুসারে, এখনই নতুন করে এন্ট্রি নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি এবং যদি প্রাইস কোনওভাবে এই চ্যানেল রেঞ্জ ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে নতুন করে Sell এন্ট্রি গ্রহন করা যেতে পারে যেখানে পসিবল টার্গেট লেভেল হতে পারে 1.1700 এর কাছাকাছি। প্রাইস ইতিমধ্যেই বেশকয়েকবার রেঞ্জটি ব্রেক করার চেষ্টা করলেও সফল হতে পারেনি যেটি আমাদের মনিয়ে করিয়ে দেয়, বিদ্যমান রেঞ্জ এর শক্তি সম্পর্কে।
এমতাবস্থায়, নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে যেখানে পসিবল স্টপলস লেভেল হবে 1.1750 এর নিচে ক্যান্ডেল এর অবস্থান এবং ক্লোজিং।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- নতুন করে কোনও SELL এন্ট্রি না নেয়াই ভালো।
- যদি প্রাইস 1.1810 এর উপরে ক্যান্ডেল ক্লোজ করতে সক্ষম হয় তাহলে নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
- বাই এন্ট্রির পসিবল টার্গেট হতে পারে 1.2000 এর কাছাকাছি।
- পসিবল স্টপলস লেভেল হতে পারে 1.1750 এর নিচে ক্যান্ডেল এর অবস্থান।
Covid19 সতর্কতা
ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।