Exness EID UL-ADHA রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা

0
360
Exness EID UL ADHA Contest

আন্তরিকভাবে দুঃখিত এই অফার কিংবা ক্যাম্পেইনটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে যার কারনে এখন আর এই ক্যাম্পেইনে অংশ গ্রহন করার কোনও সুযোগ নেই। অনুগ্রহ করে অন্য কোনও ক্যাম্পেইনে অংশ নিতে চাইলে অনুগ্রহ করে আমাদের বোনাস পোর্টালে দেখুন কিংবা চাইলে ব্রোকারের ওয়েবসাইটেও দেখে নিতে পারেন।

Exness EID UL ADHA Contest – যারা নতুন করে ফরেক্স ট্রেডিং করছেন কিংবা শুরু করতে যাচ্ছেন তাদের অন্য জনপ্রিয় ব্রোকার নিয়ে এসেছে দারুন একটি অফার। এটি মূলত একটি রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা যেখানে অংশগ্রহন করে আপনি প্রতিদিন $100 করে সর্বমোট $2500 পরিমাণ এমাউন্ট জিতে নেয়ার সুযোগ পাবেন এবং এই ফান্ড কোনও ধরনের শর্ত ছাড়াই সম্পূর্ণরূপে উত্তোলন করা যাবে। মজার বিষয় হচ্ছে, এই প্রতিযোগিতা শুধুমাত্র বাংলাদেশ এর ট্রেডারদের জন্য। সুতরাং, অংশ গ্রহন করে রিওয়ার্ড গ্রহনের সুযোগও থাকবে অনেকবেশী। প্রতিযোগিতা সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য নিচে আপনাদের সুবিধার জন্য উপস্থাপন করা হল।

Exness EID UL-ADHA অফার এর বিস্তারিত
ক্যাম্পেইন এর ধরন
রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা
বোনাস ব্যবহারকারী
এক্সনেস এর যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার ব্যালেন্স সর্বনিম্ন $100
ক্যাম্পেইন  রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু September 23, 2019
প্রতিযোগিতা শেষ October 20, 2019
রেজিস্ট্রেশন এর তারিখ সেপ্টেম্বর ১০ থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত
পুরস্কৃত ফান্ড উত্তোলন শর্ত ছাড়াই সম্পূর্ণরূপে উত্তোলনযোগ্য

Exness EID UL ADHA ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন?

  • সকল নতুন এবং পুরাতন ট্রেডারগণ এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন।
  • রিয়েল ট্রেডিং কন্টেস্টে অংশ নেয়ার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট নতুন করে রেজিস্টার করে নিতে হবে। বিস্তারিত জনাতে ক্যাম্পেইন এর পেইজে দেখুন।
  • প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অবশ্যই একটি নতুন MT4 / Mini ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে।
  • যদি আপনার বিদ্যমান কোনও ট্রেডিং একাউন্টে কোনও ফান্ড কিংবা ট্রেড থেকে থাকে তাহলে সেটি গ্রহনযোগ্য হবে না।
  • প্রথমে Exness ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি আপনার ইতিমধ্যেই একাউন্ট থেকে থাকে তাহলে আর প্রয়োজন নেই। যদি কোনও ট্রেডিং একাউন্ট না থাকে তবে অবশ্যই একটি নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য অনুগ্রহ করে এক্সনেস এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.exness.com
  • একাউন্ট রেজিস্ট্রেশন করার পর, অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন এবং আপনার ট্রেডিং আইডি এবং ইমেইল আইডি প্রদান করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন – ক্যাম্পেইন লিংক

কিভাবে বিজয়ী নির্বাচিত হবে?

প্রতিদিনের লট এর ভিত্তিতে, যার লট সংখ্যা বেশী হবে তিনি পাবেন প্রতিদিন $100 করে ক্যাশ বোনাস এমাউন্ট। পুরো প্রতিযোগিতার সময়ে সবচেয়ে বেশী যার লট হবে সে পাবেন $400 ক্যাশ বোনাস এমাউন্ট। নির্ধারিত এই বোনাস এমাউন্ট কোনও শর্ত ছাড়াই উত্তোলন করা যাবে।

পুরষ্কার এর পরিমাণ –

সর্বমোট $2500 পরিমান ক্যাশ বোনাস অফার থাকছে এই প্রতিযোগিতার আওতায়। যার মধ্যে –

  • প্রতিদিনের সর্বাধিক লট এর জন্য পাওয়া যাবে প্রতিদিন 100 USD (ম্যান অব দ্যা ম্যাচ)
  • প্রতিযোগিতার সম্পূর্ণ সময়ে যার লট সংখ্যা সর্বাধিক থাকবে তিনি পাবেন 400 USD (ম্যান অব দ্যা সিরিজ)

পুরষ্কার উত্তোলন প্রক্রিয়া –

  • অর্জিত অর্থ সম্পূর্ণরূপে উত্তোলন করতে পারবেন, কোনও ধরনের শর্ত ছাড়াই;
  • পুরষ্কার এর সম্পূর্ণ অর্থ ট্রেডিং একাউন্টে যোগ করে দেয়া হবে যেটি কোনও ধরনের শর্ত ছাড়াই সম্পূর্ণরূপে উত্তোলন করা যাবে।

EID UL ADHA Contest শর্তসমুহ – 

  • এই ট্রেডিং প্রতিযোগিতা শুধুমাত্র বাংলাদেশি ট্রেডারদের জন্য আয়োজন করা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশী ট্রেডিং একাউন্ট ছাড়া ভিন্ন কোনও দেশ থেকে এতে অংশগ্রহন করা যাবে না।
  • ট্রেডিং এর জন্য ব্রোকারের MT4 মিনি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে।
  • ট্রেডিং একাউন্ট অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে। পুরাতন কোনও ট্রেডিং একাউন্ট এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
  • ট্রেডিং একাউন্ট ওপেন করার পর সেটিকে এক্সনেস এর ক্যাম্পেইন পেইজে ট্রেডিং আইডি এবং একাউন্ট এর ইমেইল আইডি প্রদান করে সাবমিট করে দিতে হবে।
  • প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অবশ্যই কমপক্ষে $100 পরিমান ফান্ড ডিপোজিট করে নিতে হবে। তবে ক্ল্যায়েন্ট চাইলে এর থেকে বেশীও ডিপোজিট করে নিতে পারবেন।
  • ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে।
  • শুধুমাত্র লট এর ভিত্তিতে প্রতিদিনের বিজয়ী নির্ধারণ করে নেয়া হবে। অর্থাৎ, যার লট এর পরিমান হবে বেশী তিনিই পাবেন প্রতিদিন $100 ।
  • প্রতিদিনের বিজয়ীকে ইমেইল কিংবা ফোন এর মাধ্যমে পুরষ্কার এর প্রাপ্ত অর্থ সম্পর্কে জানিয়ে দেয়া হবে এবং পরিবর্তী ২ দিনের মধ্যে সেই এমাউন্ট ট্রেডিং একাউন্টে ডিপোজিট করে দেয়া হবে যা ক্ল্যায়েন্ট চাইলে রিয়েল ট্রেড কিংবা সম্পূর্ণরূপে উত্তোলনও করে নিতে পারবেন।
  • প্রতিদিনের বিজয়ীর নাম পরবর্তী দিনে এক্সনেস ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এই ক্যাম্পেইন সম্পর্কিত কোনও তথ্য জানার থাকলে অনুগ্রহ করে আমাদের ইমেইল, ফোন কিংবা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here