Instaforex – ইন্সটাফরেক্স ব্রোকারের কি বাংলাদেশী লাইসেন্স আছে?

0
36

ইন্সটাফরেক্স ব্রোকারের বাংলাদেশী লাইসেন্স

ইন্সটাফরেক্স মূলত একটি রাশিয়ান ভিত্তিক রিটেইল ফরেক্স ব্রোকার যারা মূলত ২০০৭ সাল থেকে ট্রেডিং সেবা প্রদান করে আসছে। বিভিন্ন দেশে এই ব্রোকার লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসলেও বাংলাদেশে এই ব্রোকার রেগুলেটেড এবং ট্রেডিং এর জন্য কোনও লাইসেন্স নেই।

বাংলাদেশে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা করতে হলে অবশ্যই সেটিকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এই ব্রোকারের সেটি না থাকার কারনে বাংলাদেশে এই ব্রোকার সরাসরি ব্যবসা পরিচালনা করার জন্য বৈধ নয়।

তারপরও আপনি চাইলে এই ব্রোকারে ট্রেড করতে পারবেন। এতে কোনও সমস্যা নেই। এছাড়াও এই ব্রোকারে আপনি ফান্ড লেনদেনও করতে পারবেন তবে অবশ্যই আমাদের পরামর্শ থাকবে লেনদেন করার মাধ্যম হিসাবে অবশ্যই স্ক্রিল একাউন্ট ব্যবহার করার। কেননা, শুধুমাত্র Skrill বাংলাদেশে বইধভাবে লেনদেন করতে পারে।

ব্রোকারের বিদ্যমান রেগুলেশনগুলো হচ্ছেঃ

  • Instant Trading Ltd (BVI) is licensed by BVI FSC, License Number SIBA/L/14/1082
  • InstaVector Ltd (Russia) is licensed by Central Bank, License number 039-11737-100000
  • Insta Service Ltd is registered with FSC Saint Vincent, Reg. Number IBC22945

উপরের বিদ্যমান এই রেগুলেশনের তথ্যগুলো ব্রোকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্রহন করা হয়েছে। আপনি যদি এই ব্রোকারের রেগুলেশন সম্পর্কে বিস্ততারিত তথ্য জানতে চান তাহলে অনুগ্রহ করে www.instaforex.com দেখুন।

এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।