Instaforex- ইন্সটাফরেক্স ব্রোকারে কি স্কাল্পিং করা যায়?

0
24

Instaforex- ইন্সটাফরেক্স ব্রোকারে কি স্কাল্পিং করা যায়?

ইন্সটাফরেক্স ব্রোকারে আপনি বিভিন্ন ধরনের একাউন্টে ট্রেড করতে পারলেও এই ব্রোকার মূলত স্কাল্পিং ট্রেড সাপোর্ট করেনা। ব্রোকার অবশ্যই আপনাকে এই বিষয়টি বলবে না। তবে এই ব্রোকারে গৃহীত কোনও এন্ট্রির প্রফিট যদি আপনি এন্ট্রি গ্রহনের সময় থেকে ৫ মিনিটের মধ্যে ক্লোজ করেন তাহলে ব্রোকার সেই প্রফিটের অর্থ আপনাকে উত্তোলন করতে দিবে না।

ব্রোকারের ক্ল্যায়েন্ট কিংবা ট্রেডিং এগ্রিমেন্ট এর সেকশন 3.14.6 অনুসারে –

“The Customer agrees to undergo a supplementary expert examination of the trading account if it has been revealed that the trading methods of the Customer include opening and closing/opening lock positions with less than the 5-minute interval between them. In accord with the results of the supplementary examination, the Company reserves the right to correct the outcome of the Customer’s trading by the sum total of such orders.” reference link – https://fxbd.co/instaterms

যেমন ধরুন, মার্কেট মুভমেন্ট বেশী থাকার সময়, ঘড়ির কাটা ১২ঃ০০ দিকে আপনি একটি কারেন্সি পেয়ারে একটি BUY কিংবা SELL এন্ট্রি গ্রহন করলেন। ১২ঃ০৩ মিনিটের দিকে আপনি সেই এন্ট্রি থেকে ১০০ পিপ্স প্রফিট করে ফেললেন। এখন এন্ট্রি ক্লোজ করে প্রফিট বুক করলেন। এরপর প্রফিটের এমাউন্ট উত্তোলন করার জন্য রিকোয়েস্ট করলেন তবে ব্রোকার সেই রিকোয়েস্ট তখন বাতিল করে দিবে। এবং যেই ১০০ পিপ্স প্রফিট করেছিলেন সেটি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে।

তবে মজার বিষয় হচ্ছে, যদি কোনও কারনে একই এন্ট্রি থেকে লস করেন তাহলে কিন্তু ব্রোকার সেই এমাউন্ট আপনাকে ফেরত দিবে না। 😂😂😂

এই কারনে যারা ইন্সটাফরেক্স ব্রোকারে স্কাল্পিং ট্রেড করার চিন্তা করছেন তাদের কাছে আমাদের পরামর্শ হচ্ছে, এই ব্রোকার ছোট সময়ের ট্রেড করার জন্য নয়। কমপক্ষে যদি ট্রেড ৫ মিনিটের মধ্যে ক্লোজ করে ফেলেন তাহলে সেই প্রফিটের অর্থ আপনাকে ব্রোকার উত্তোলন করতে দিবে না।

এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।