Exness – এক্সনেস ব্রোকার কি বাংলাদেশে রেগুলেটেড?

0
175

এক্সনেস ব্রোকার কি বাংলাদেশে রেগুলেটেড?

আন্তরিকভাবে দুঃখিত, এক্সনেস ব্রোকার বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত নয়। এখন পর্যন্ত বাংলাদেশে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত কোনও নির্দিষ্ট লাইসেন্স না থাকার কারনে এই ব্রোকার সরাসরি বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য কোনও বৈধতা পায়নি।

তবে বাংলাদেশ থেকে যেকেউ এই ব্রোকারে ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে সেবা গ্রহন করতে পারবে। এই ব্রোকার, বাংলাদেশীদের জন্য ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান প্রদান করে এবং আপনি চাইলে যেকোনো পরিমাণের ফান্ড লেনদেনও করতে পারবেন কোনোরূপ ঝামেলা ছাড়াই।

শুধুমাত্র Exness নয়, বাংলাদেশে এখন পর্যন্ত কোনও ফরেক্স ব্রোকারেরই ট্রেডিং কার্যাদি পরিচালনা করার লাইসেন্স প্রদান করা হয়নি

তবে এই ব্রোকারের কিন্তু শক্তিশালী রেগুলেশন রয়েছে। আমরা সবসময় বলি, যে সকল ব্রোকারের রেগুলেশন রয়েছে শুধুমাত্র সেই ব্রোকারেই ট্রেড করার জন্য। ব্রোকারের বিদ্যমান রেগুলেশনের তথ্যগুলো নিচে প্রদান করছি।

  • Nymstar Limited is a Securities Dealer authorized and regulated by the Seychelles Financial Services Authority (FSA) with license number SD025. Reference
  • Exness (Cy) Ltd is a Cyprus Investment Firm, authorized and regulated by the Cyprus Securities and Exchange Commission (CySEC) with license number 178/12. Reference. Exness (Cy) Ltd operates under the website www.exness.eu.
  • Vlerizo (Pty) Ltd is authorized by the Financial Sector Conduct Authority (FSCA) in South Africa as a Financial Service Provider (FSP) with registration number 2020/234138/07 and FSP number 51024.
  • Exness B.V. is a Securities Intermediary registered in Curaçao with registration number 148698(0) and authorized by the Central Bank of Curaçao and Sint Maarten (CBCS) with license number 0003LSI. The registered office of Exness B.V. is at Emancipatie Boulevard Dominico F. “Don” Martina 31, Curaçao.
  • Venico Capital Limited is authorized by the Financial Services Commission (FSC) in BVI with registration number 2032226 and investment business license number SIBA/L/20/1133. The registered office of Venico Capital Limited is Trinity Chambers, P.O. Box 4301, Road Town, Tortola, BVI.

লাইসেন্স এর তথ্যগুলো আমরা নিজ থেকে ভেরিফাই করে নিয়েছি। ব্রোকার প্রদর্শিত লাইসেন্সগুলো সঠিক। আপনি চাইলে রেফারেন্স লিংকগুলো ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

ব্রোকারের বাংলাদেশে বৈধ নয়, তাহলে কি ট্রেড করা যাবে?

আসলে এখন পর্যন্ত বাংলাদেশে কোনও ফরেক্স ব্রোকারই বৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করতে পারেনা। তবে ভালো যেসকল ব্রোকার রয়েছে সেগুলোতে আপনি চাইলে বাংলাদেশ থেকেও ফান্ড লেনদেন এবং ট্রেড করতে পারবেন। ব্রোকারগুলো মূলত অনলাইন কিংবা ইন্টারনেট মাধ্যমে ব্যবহার করে সেবা প্রদান করে বিধায়, এদের সাথে যোগাযোগ করার প্রক্রিয়াও খুবই সহজ।

এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Exness অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Exness FAQ অংশটি দেখে নিতে পারেন।