Instaforex – ইন্সটাফরেক্স নো ডিপোজিট বোনাস কিভাবে পাবেন?

0
27

ইন্সটাফরেক্স নো ডিপোজিট বোনাস

ইন্সটাফরেক্স ব্রোকার মূলত সবথেকে বেশী জনপ্রিয় হচ্ছে এদের প্রদানকৃত বিভিন্ন ধরনের বোনাস এবং প্রমোশনাল অফারের জন্য। মূলত যারা নতুন করে এই ব্রোকারে ট্রেড করতে আগ্রহী অর্থাৎ, যাদের এই ব্রোকারে কোনও ট্রেডিং একাউন্ট রেজিস্টার করা নেই তারাই শুধুমাত্র এই নো ডিপোজিট বোনাস অফার গ্রহন করতে পারবেন।

প্রক্রিয়াটি খুবই সহজ। নিচে এই বোনাস গ্রহনের পদ্ধতিগুলো উপস্থাপন করছি।

  • অনুগ্রহ করে www.instaforex.com এই লিংকটি ক্লিক করুন।
  • ওয়েবসাইটে যাওয়ার পর, সেখানে দেখবেন রেজিস্ট্রেশন করার জন্য একটি ইমেইল আইডির ঘর রয়েছে। সেই ঘরে আপনার সক্রিয় একটি ইমেইল আইডি প্রদান করে “Get Bonus” বাটনটিতে ক্লিক করুন।
  • এরপর একটি ফর্ম আসবে, যেখানে আপনার সম্পূর্ণ নাম, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি তথ্যগুলো প্রদান করার মাধ্যমে পুনরায় “Get Bonus” বাটনটিতে ক্লিক করুন।
  • অনুগ্রহ করে এবার আপনার ইমেইল আইডিটি চেক করে দেখুন। বোনাস এমাউন্টের বিস্তারিত তথ্য এবং ট্রেডিং একাউন্টের বিস্তারিত ইমেইল করে দেয়া হয়েছে।

Instaforex No Deposit Bonusইন্সটাফরেক্স নো ডিপোজিট বোনাস ক্যাম্পেইনের আওতায় আপনি সর্বমোট ১০০ ডলার পরিমাণ এমাউন্ট পেয়ে যাবেন যেটি ব্যবহার করে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন। এর জন্য আপনার নিজ থেকে কোনও এমাউন্ট ডিপোজিট করতে হবেনা। এই এমাউন্ট থেকে প্রাপ্ত প্রফিটের এমাউন্ট আপনি চাইলে উত্তোলন করতে পারবেন না।

তবে প্রফিট উত্তোলন করার জন্য আপনাকে প্রটি ডলার হিসাবে ৩ ইন্সটা লট ট্রেড করতে হবে। তাহলেই কেবল আপনি ফান্ড সম্পূর্ণরূপে উত্তোলন করে নিতে পারবেন। যেমন, ১০০ ডলার থেকে যদি ৫০০ ডলার প্রমান প্রফিট করেন তাহলে সেই ৫০০ ডলার উত্তোলন করার জন্য আপনাকে ৫০০*৩ = ১৫০০ লট পরিমাণ ট্রেড করতে হবে।

ইন্সটাফরেক্স নো ডিপোজিট বোনাস ক্যাম্পেইনের বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে এই লিংক থেকে বিস্তারিত তথ্যাদি জেনে নিতে পারেন। – https://fxbd.co/fh78g

এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।