Instaforex- ইন্সটাফরেক্স ব্রোকারে বিকাশের মাধ্যমে ডিপোজিট করা যায়?

0
100

বিকাশের মাধ্যমে কি ইন্সটাফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট করা যায়?

আন্তরিকভাবে দুঃখিত, ইন্সটাফরেক্স ব্রোকারে বিকাশের /Bkash এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার কোনও সুযোগ কিংবা সুবিধা নেই।

শুধুমাত্র এই ব্রোকারই নয়, বাংলাদেশ থেকে কোনও রিটেইল ফরেক্স ব্রোকারেই বিকাশের মাধ্যমে ফান্ড ডিপোজিট করার কোনও সুযোগ নেই। কেননা বিকাশ শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক ফান্ড ট্র্যান্সফার করার সুবিধা প্রদান করে থাকে। ব্রোকার যেহেতু বাংলাদেশে নিবন্ধিত নয়, তাই এরা বিকাশের মতন বাংলাদেশী কোনও মোবাইল ওয়ালেট সুবিধা ব্যবহার করে লেনদেন করতে পারেনা।

তাহলে কোন মাধ্যম ব্যবহার করে ডিপোজিট করবো?

ফান্ড ডিপোজিট করার জন্য বাংলাদেশ থেকে সবথেকে আদর্শ মাধ্যমে হচ্ছে স্ক্রিল। Skrill বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে নিবন্ধিত এবং সম্পূর্ণরূপে বৈধ। আপনাকে যদি ব্রোকারে ফান্ড ডিপোজিট করতেই হয়, তাহলে এই মাধ্যমে ব্যাতিত ভিন্ন কোনও প্রক্রিয়া অনুসরণ করে ফান্ড ডিপোজিট করা থেকে বিরত থাকবেন। এই ওয়ালেট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – www.skrill.com

Instaforex ব্রোকারে ফান্ড ডিপোজিট করার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই আমরা বিস্তারিত আলচনা করেছি। কিভাবে ডিপোজিট করতে হয়, সম্পূর্ণ গাইডলাইন জানতে পারবেন ইন্সটাফরেক্স ডিপোজিট আর্টিকেল থেকে।

একটি বিষয় মনে রাখবেন, আপনাকে যদি ব্রোকারে ফান্ড ডিপোজিট করতে হয় তাহলে অবশ্যই সেটিকে বৈধ উপায়ে করে নিতে হবে। ব্রোকার ফান্ড ডিপোজিট করার জন্য বিভিন্ন মাধ্যমের সুবিধা প্রদান করলেও বাংলাদেশে শুধুমাত্র Skrill ওয়ালেট বৈধ এবং নিরাপদ। সুতরাং, অনিরাপদ মাধ্যম ব্যবহার করে ফান্ড ডিপোজিট করলে আপনি বিপদেও পড়তে পারেন।
এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।