এক্সনেস কি ভালো ব্রোকার?
একটি ভালো এবং নির্ভরযোগ্য ব্রোকার নির্বাচন করা কষ্টসাধ্য কাজ। কেননা ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। নতুন ট্রেডারের পক্ষে বিষয়টি সম্পর্কে যাচাই-বাচাই করা কিছুটা কষ্টের হলেও যদি ট্রেডিং এর জন্য ভালো ব্রোকার নির্বাচন করতে না পারেন তাহলে প্রফিট করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে।
এখন আপনার প্রশ্ন হতে পারে, আমরা এটিকে ভালো বলছি তাই কেন আপনি বিশ্বাস করবেন?
যেকোনো ব্রোকার ভালো নাকি খারাপ সেটি যাচাই করার সহজ কিছু মাধ্যম রয়েছে। এগুলোর কিছু আপনাকে বলছি, যাতে করে আপনি নিজেই সেটি বুঝতে নিতে পারেন।
- রেগুলেশন: একটি ব্রোকারের কাজ করার ক্ষমতাগুলো নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধিত করা হয়। এতে কোনও ব্রোকার তার গ্রাহকের সাথে খারাপ কোনওকিছু করতে পারবেনা। যেই ব্রোকারের কোনও রেগুলেশন নেই, সেই ব্রোকার ট্রেড করা যাবেনা। রেগুলেশনের বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/exregulation
- লাইসেন্স নাম্বার: ব্রোকার এক কিংবা একাধিক দেশের মাধ্যমে নিবন্ধিত হতে পারে, ঠিক একই রকম করে ব্রোকারের একাধিক লাইসেন্সও থাকতে পারে। ব্রোকারের ওয়েসবসাইটে ভিজিট করে, তাদের কি কি লাইসেন্স আছে সেগুলোর নাম্বার সংগ্রহ করে ইন্টারনেটে সার্চ করে দেখুন। যদি দেখেন সব ঠিক-ঠাক আছে তাহলে ব্রোকারকে ভালো বলা যেতে পারে।
- অডিট রিপোর্ট: যেকোনো আর্থিক প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় যেমন, পাক্ষিক কিংবা বাৎসরিক হিসাবে তাদের আয় এবং ব্যায়ের একটি হিসাব উপস্থাপন করে। এতে করে আপনি সেই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা বুঝতে পারেন। এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। ব্রোকারের ওয়েবসাইটে যান এবং সেখান থেকে তাদের হালনাগাদকৃত অডিট রিপোর্ট চেক করুন। না থাকলে বুঝবেন কোনও ঝামেলা আছে। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/exreports
- রেগুলেটরি প্রতিষ্ঠান: ভালো এবং খারাপ দুই ধরনের রেগুলেশনেরই অস্তিত্ব রয়েছে। এদের মধ্যে যেই ব্রোকারগুলো, CFTC, FCA, ASIC, CySEC এর রেগুলেশন রয়েছে তাদের বিশ্বাস করা যায়।
- পেমেন্ট গেটওয়ে: যেই মাধ্যম ব্যবহার করে আপনি ফান্ড লেনদেন করবেন সেটি হচ্ছে পেমেন্ট গেটওয়ে। ব্রোকারের একাধিক পেমেন্ট সিস্টেম থাকবে যেটি গ্রাহকরা লেনদেন করার জন্য ব্যবহার করতে পারবেন। এদের মধ্যে, Neteller, Skrill এবং PayPal গেটওয়ের যেকোনো একটি থাকা আবশ্যিক। কেওনা এই ৩টি পেমেন্ট সিস্টেমের লাইসেন্স পাওয়া খুবই দুষ্কর এবং ঝামেলার ব্রোকার এগুলো ব্যবহার করতে পারবেনা। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে –https://fxbd.co/expayments
Exness ব্রোকার এই সবগুল বিষয়ই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে রেখেছে, তাই সামগ্রিকভাবে এই ব্রোকার ভালো ব্রোকার বলাই যায়। আপনি চাইলে ব্রোকারের বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট – www.exness.com থেকেও জেনে নিতে পারবেন।