ICMarkets ব্রোকার কি রেগুলেটেড?

0
46

অনেকের মনেই প্রশ্ন থাকে – ICMarkets ব্রোকার কি রেগুলেটেড? কিনা! উত্তর হচ্ছে এই ব্রোকার শীর্ষস্থানীয় রেগুলেটরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং নিবন্ধিত। মুলত দুইটি বড় রেগুলেটরি প্রতিষ্ঠান ASIC এবং CySEC এর মাধ্যমে এই ব্রোকার নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত।

2007 সালে অস্ট্রেলিয়া থেকে এই ব্রোকার ট্রেডিং কার্যক্রম পরিচালনা করছে। সেই সময় থেকে ব্রোকার মুলত দুই ধরনের ক্লায়েন্টকে সেবা প্রদান করে।
  • অস্ট্রেলিয়ার নাগরিক: এখানে বসবাসরত ট্রেডাররা www.icmarkets.com/au ডোমেইন এর মাধ্যমে ট্রেডিং সেবা পেয়ে থাকেন। এই ডোমেইন এর প্রাপ্ত সেবাসমুহ Australian financial services সংক্ষেপে ASIC এর মাধ্যমে নিবন্ধিত যার লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে (AFSL No. 335692) এর আওতায় শুধুমাত্র অস্ট্রেলিয়ার নাগরিকগণ ট্রেডিং সেবা পেয়ে থাকবেন যা সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত থাকবে।
  • অন্য দেশের নাগরিক: বসবাসরত ট্রেডাররা www.icmarkets.com/sc ডোমেইন এর মাধ্যমে ট্রেডিং সেবা পেয়ে থাকেন। এই ডোমেইন এর প্রাপ্ত সেবাসমুহ Cyprus Securities and Exchange Commission সংক্ষেপে CySEC এর মাধ্যমে নিবন্ধিত যার লাইসেন্স নাম্বার হচ্ছে 362/18 এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 356877. এই রেজিস্ট্রেশন এর আওতায় ব্রোকারের অফিসিয়াল ঠিকানা হচ্ছে – Maritime Centre, Block B, 1st floor, 3045 Limassol, Cyprus.

লক্ষ্য করুন: আইসি মার্কেটস মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইস্রায়েল, নিউজিল্যান্ড, জাপান এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরানের বসবাসরত নাগরিকদের কাছ থেকে রেজিস্ট্রেশন এবং ট্রেডিং গ্রহন করেননা। অর্থাৎ, এই দেশগুলোর নাগরিকরা এই ব্রোকারের সেবা ব্যবহার করতে পারবেন না। অন্যদিকে এই দেশগুলো ব্যাতিত অন্য যেকোনো দেশের নাগরিকরা আইসি মার্কেট ব্রোকারে ট্রেডিং এর সুবিধা পাবেন।

সুতরাং, ICMarkets ব্রোকার কি রেগুলেটেড? এই প্রশ্নে বুঝতেই পারছেন এই ব্রোকারের রয়েছে শক্তিশালী দুইটি রেগুলেশন যার কারনে আন্তর্জাতিকভাবে এই ব্রোকার খুব বেশী জনপ্রিয় এবং ট্রেডিং এর জন্য নির্ভরযোগ্য।

এই ব্রোকার সম্পর্কে যদি কোনও কোনও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের ICMarkets সেকশনে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য চাইলে দেখে নিতে পারেন ICMarkets FAQ সেকশনে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলICMarkets কি ভালো ব্রোকার?
পরবর্তী আর্টিকেলIC Markets ব্রোকারের অফিস কোথায়?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।