IC Markets ব্রোকার কি Paypal সাপোর্ট করে? – আইসি মার্কেটস ব্রোকার, ট্রেডিং অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করার জন্য বিভিন্ন মাধ্যমে ব্যবহার করার সুবিধা প্রদান করে। এর মধ্যে বহুল জনপ্রিয় কিছু মাধ্যমগুলো হচ্ছে নেটেলার, স্ক্রিল, পেপাল এবং পারফেক্ট মানি।
সেই সাথে শর্তসাপেক্ষে এই ব্রোকার ব্যাংক ট্র্যান্সফার এর মাধ্যমেও ফান্ড লেনদেন করার সরাসরি সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও, ট্রেডার চাইলে ক্রেডিট কার্ড এর মাধ্যমেও ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন। আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে – www.icmarkets.com
বাংলাদেশী ট্রেডারদের ক্ষেত্রে – এই মাধ্যমগুলোর মধ্যে সবগুলো মাধ্যমে ফান্ড ডিপোজিট করার সুবিধা থাকলেও, যারা বাংলাদেশ থেকে ট্রেড করছেন কিংবা করতে চান তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে Skrill ব্যবহার করার। কেননা এটি বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই বিষয়ে স্ক্রিল এর সাথে দেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এর সাথে একটি চুক্তি সম্পাদিত হয়।
এই ব্রোকারে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে পারবেন, আইসি মার্কেট ডিপোজিট এবং আইসি মার্কেট উত্তোলন আর্টিকেল থেকে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।