IC Markets ব্রোকার কি Nasdaq সাপোর্ট করে? – আইসি মার্কেটস ব্রোকারে CFD ট্রেডিং এর সুবিধা প্রদান করে থাকে। ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট এর তথ্য মতে: “IC Markets ব্রোকারের যেকোনো ধরনের ট্রেডিং একাউন্টে CFD ট্রেডিং করার সুবিধা প্রদান করে যেমনঃ স্টক ট্রেডিং এর মধ্যে জনপ্রিয় Apple, Facebook কিংবা Microsoft এর মতন প্রতিষ্ঠান এর স্টক ট্রেডিং এর সুবিধা পাবেন।”
এছাড়াও আপনি চাইলে এই ব্রোকারে কারেন্সি ট্রেডিং থেকে শুরু করে, কমোডিটি ট্রেডিং যেমন গোল্ড, তেল, সিলভার ট্রেডিং এর সাথে সাথে বিভিন্ন ধরনের স্টক ট্রেডিং, বন্ড এবং ফিউচার ডেরিভেটিভসও ট্রেডিং করার সুবিধা পাবেন।
স্টক ট্রেডিং এর জন্য, IC Markets ব্রোকার তাদের সবগুলো ট্রেডিং অ্যাকাউন্টে সর্বনিম্ন স্প্রেডে ট্রেডিং এর সুবিধা প্রদান করে। মুলত এই কম স্প্রেড এর কারনেই আন্তর্জাতিকভাবে এই ব্রোকার অনেক বেশী স্বনামধন্য এবং জনপ্রিয়। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্রোকার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে – www.icmarkets.com
এই ব্রোকার মুলত দুই ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে। এর মধ্যে একটি হচ্ছে Standard Trading Account এবং অন্যটি হচ্ছে, RAW Trading Account.
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।