XM Broker কি বিটকয়েন সাপোর্ট করে?

0
25

XM Broker কি বিটকয়েন সাপোর্ট করে? – আপনি যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে বিটকয়েনের মাধ্যমে ফান্ড ডিপোজিট করতে চান তবে প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি XM (Trading Point) Seychelles লাইসেন্স এর মাধ্যমে নিবন্ধিত রয়েছে।

এক্সএম ব্রোকার বিভিন্ন রেগুলেটরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধিত হবার কারনে, ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দেশভেধে রেগুলেশন এর শর্ত ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে ফান্ড লেনদেন এর শর্তাদিও ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ধরুন, ইউরোপিয়ান জোন এর অন্তর্গত কোনও দেশের নাগরিক যদি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করেন তাহলে সেই একাউন্ট এর ক্ষেত্রে ব্রোকারের FCA রেজিস্ট্রেশন এর শর্তাদি আরোপিত থাকবে।

আপনি যদি ব্রোকারের রেগুলেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে XM Regulation আর্টিকেলটি দেখে নিতে পারেন।

এখন যদি আপনার ট্রেডিং একাউন্ট বিটকয়েন এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার জন্য উপযুক্ত হয় তাহলে সেটি Client Cabinet লগইন করার পর, একাউন্ট ড্যাশবোর্ডে ফান্ড ডিপোজিট করার অংশে বিটকয়েন এর লোগো কিংবা আইকন দেখতে পাবেন।

XM Broker কি বিটকয়েন সাপোর্ট করে?

অনুগ্রহ করে বিটকয়েন এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার জন্য নিচের প্রক্রিয়াগুলো অনুসরন করুন।

  • ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর, উপরের ম্যেনু অপশন থেকে Deposit বাটনে ক্লিক করুন।
  • এখানে আপনি বিটকয়েন এর আইকন দেখতে পাবেন (যদি আপনার একাউন্ট উপযুক্ত হয়)। অনুগ্রহ করে এরপর “DEPOSIT HERE” বাটনে ক্লিক করুন।
  • বাটনে ক্লিক করার পর, অনুগ্রহ করে আপনি যেই পরিমাণ ফান্ড বিটকয়েন এর মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি লিখুন।
  • এরপর আপনার সামনে একটি Quick Response (QR) কোড ওপেন হবে। অনুগ্রহ করে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনাগুলো অনুসরন করুন।
  • মনে রাখবেন, এই কোডটি কেবলমাত্র ১৫ মিনিট এর জন্য স্থায়ী হবে। আপনাকে এই সময়ের মধ্যেই পেমেন্ট এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
XM Broker এ বিটকয়েন এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার পূর্বে অবশ্যই আপনাকে নিচের বিষয় গুলো সম্পর্কে ধারনা থাকতে হবে।
  • ব্রোকার শুধুমাত্র ট্রেডারদের নির্দেশনার ভিত্তিতেই বিটকয়েন এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার সুবিধা প্রদান করবে। বিটকয়েন এর মাধ্যমে যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করা হবে, উত্তোলন করার সময় সম-পরিমাণ ফান্ড বিটকয়েন এর মাধ্যমেই উত্তোলন করতে হবে।
  • প্রতি মাসে সর্বাধিক USD 5,000 পরিমাণ এমাউন্ট বিটকয়েন এর মাধ্যমে ডিপোজিট করা যাবে।
  • বিটকয়েন এর মাধ্যমে ফান্ড ডিপোজিট প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় নয়। অর্থাৎ, তাৎক্ষণিক ফান্ড ডিপোজিট হবেনা। ফান্ড ডিপোজিট করার পরবর্তী ৬০ মিনিট এর মধ্যে ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করে দেয়া হবে। এরপর, আপনি সেটি ব্যবহার করে ট্রেড করতে পারবেন।
  • এখানে বলে রাখা ভালো, আপনি যেই পরিমাণ ফান্ড বিটকয়েনের মাধ্যমে ডিপোজিট করবেন সেই পরিমাণ ফান্ড ব্রোকার পাবেনা কেননা এর মধ্যে কিছু ফান্ড প্রসেসিং চার্জ যুক্ত থাকে। XM Broker এই প্রসেসিং চার্জ নিজ থেকে প্রদান করবে এবং ক্লায়েন্ট এর ডিপোজিটকৃত সম্পূর্ণ এমাউন্ট, ট্রেডিং একাউন্ট জমা করে দিবে।
  • ট্রেডিং একাউন্ট এর নাম এবং ক্লায়েন্ট এর বিটকয়েন ওয়ালেট এর নাম একই হতে হবে। নতুবা সেটিকে প্রসেস করা হবেনা। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে – www.xm.com

এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।