IC Markets ব্রোকারে ফান্ড উত্তোলন কিভাবে করবেন?

0
62

IC Markets ব্রোকারে ফান্ড উত্তোলন কিভাবে করবেন? ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ড উত্তোলন করার প্রক্রিয়াটি খুবই সহজ। এরজন্য প্রথমে আপনাকে ব্রোকারের ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিতে হবে। এরপর, অনুগ্রহ করে নিচের প্রক্রিয়াগুলোকে অনুসরন করুন।

  • আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার জন্য ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • এরপর আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে সেখান থেকে উপরের দিকে দেখুন “Transfers” ম্যেনু এর নিচে “Withdraw Funds” নামক একটি অপশন পাবেন। অনুগ্রহ করে সেটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে একটি ফর্ম আসবে সেখানে আপনি যেই মাধ্যমে ব্যবহার করে ফান্ড উত্তোলন করেতে চান সেটি নির্বাচন করুন, ট্রেডিং একাউন্ট সিলেক্ট করুন এবং কি পরিমাণ এমাউন্ট উত্তোলন করতে চান সেটি নির্বাচন করে নিন।
  • এরপর নিচে “Submit” নামক একটি বাটন পাবেন সেটি ক্লিক করুন। তাহলেই আপনার ফান্ড উত্তোলন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর, আপনার কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

IC Markets ব্রোকারে ফান্ড উত্তোলন কিভাবে করবেন? এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং সঠিক প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে IC Markets Withdrawal আর্টিকেলটি ভালো করে পড়ে নিতে পারেন।

এই ব্রোকার সম্পর্কে যদি কোনও কোনও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের ICMarkets সেকশনে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য চাইলে দেখে নিতে পারেন ICMarkets FAQ সেকশনে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত