XM Broker ফান্ড উত্তোলনে কেমন সময় লাগে? – যেকোন ধরনের ফান্ড উত্তোলন এর অনুরোধ কার্যকর হতে প্রায় 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সময়টি একটু বেশী মনে হলেও, অন্যান্য ব্রোকার এর তুলনায় এই ফান্ড উত্তোলন করার সময়টি কম। ব্রোকার ফান্ড উত্তলনের সকল রিকোয়েস্ট ম্যানুয়েল পদ্ধতিতে সম্পাদন করে থাকে যার কারনে ফান্ড উত্তোলনে সময় লেগে যেতে পারে।
যেমন আপনি যদি ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক ট্র্যান্সফার এর মাধ্যমে ফান্ড উত্তোলন করতে চান সেক্ষেত্রে এই প্রসেস হতে ২-৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে বিষয়টি নির্ভর করবে আপনার ব্যাংক এর উপর।
আশা করি XM Broker ফান্ড উত্তোলনে কেমন সময় লাগে? এই প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন। লিংক – www.xm.com
এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।