XM Broker ফান্ড উত্তোলনে কেমন সময় লাগে?

0
46

XM Broker ফান্ড উত্তোলনে কেমন সময় লাগে? – যেকোন ধরনের ফান্ড উত্তোলন এর অনুরোধ কার্যকর হতে প্রায় 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সময়টি একটু বেশী মনে হলেও, অন্যান্য ব্রোকার এর তুলনায় এই ফান্ড উত্তোলন করার সময়টি কম। ব্রোকার ফান্ড উত্তলনের সকল রিকোয়েস্ট ম্যানুয়েল পদ্ধতিতে সম্পাদন করে থাকে যার কারনে ফান্ড উত্তোলনে সময় লেগে যেতে পারে।

আমাদের অভিজ্ঞতা অনুসারে, XM Broker থেকে Neteller, Skrill কিংবা Parfect Money ওয়ালেট এর মাধ্যমে ট্রেডিং একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করতে ২৪ ঘন্টার বেশী সময় লাগেনি। তবে এই সময়ে মুলত নির্ভর করবেন, আপনি কি মাধ্যম হিসাবে ফান্ড উত্তোলন করতে চান সেটির উপর।

যেমন আপনি যদি ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক ট্র্যান্সফার এর মাধ্যমে ফান্ড উত্তোলন করতে চান সেক্ষেত্রে এই প্রসেস হতে ২-৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে বিষয়টি নির্ভর করবে আপনার ব্যাংক এর উপর।

আশা করি XM Broker ফান্ড উত্তোলনে কেমন সময় লাগে? এই প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন। লিংক – www.xm.com

এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।

পূর্বের আর্টিকেলXM Broker এর প্রতিষ্ঠাতার নাম কি?
পরবর্তী আর্টিকেলXM Broker এর Zero Account কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।