Instaforex – ইন্সটাফরেক্স কি ভালো ব্রোকার?

0
24

Instaforexইন্সটাফরেক্স কি ভালো ব্রোকার?

ব্রোকার হিসাবে ইন্সটাফরেক্স ব্রোকারের নাম শুনে নি এরকম ট্রেডার খুঁজে পাওয়া যাবেনা। কেননা রিটেইল ফরেক্স ব্রোকার শুরুর পর থেকেই এই ব্রোকার ব্যবসা পরিচালনা করে আসছে। রাশিয়ান এই ব্রোকার মূলত বিভিন্ন ধরনের বোনাস অফার প্রদান করার মাধ্যমে ট্রেডারদের আকৃষ্ট করে থাকে। আমাদের দেখা এই ব্রোকারই সবথেকে বেশী পরিমাণ বোনাস অফার প্রদান করে থাকে যা একজন নতুন ট্রেডারদের জন্য সুবিধাজনক।

যেকোনো ব্রোকার ভালো নাকি খারাপ সেটি যাচাই করার সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে এর রেগুলেশন। ব্রোকারের রেগুলেশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ব্রোকার ট্রেডিং কার্যাদি পরিচালনা করে থাকে। এই রেগুলেশন থাকার অর্থ হচ্ছে, ব্রোকার চাইলে আপনার সাথে কোনও ধরনের খারাপ কিছু করতে পারবে না। যেমন ধরুন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক “বাংলাদেশ ব্যাংক” এর মাধ্যমে সকল ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয়। এখন যদি কোনও ব্যাংক আপনার সাথে খারাপ কোনও কিছু করার চেষ্টা করে তাহলে আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে সেটির বিষয়ে অভিযোগ করতে পারবেন। এতে করে বাংলাদেশ ব্যাংক তখন সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

ইন্সটাফরেক্স ব্রোকারের এখন পর্যন্ত কোনও রেগুলেশন নেই। তারা যেই রেগুলেশনের কথা তাদের ওয়েবসাইটে লিপিবদ্ধ করে রেখেছে সেটির অস্তিত্ব নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা এই ধরনের রেগুলেশন অনেকটা আমাদের দেশের নীলক্ষেতের কম্পিউটারের দোকানের সারটিফিকেট এর মতন।

তাহলে কি ইন্সটাফরেক্স ব্রোকার ভালো নয়?

রেগুলেশন থাকা একটি ব্রোকারের জন্য বাঞ্ছনীয় নয়। তবে এই রেগুলেশন প্রাপ্তি নিশ্চিত করে ব্রোকার অস্তিত্ব এবং ব্যবসা পরিচালনা করার পদ্ধতি সম্পর্কে। যদি কোনও ব্রোকারের রেগুলেশন না থাকে তাহলেই যে সেই ব্রোকার খারাপ বিষয়টি কিন্তু এমনও নয়।

কেননা, যেসকল ব্রোকারের রেগুলেশন রয়েছে, সেই ব্রোকারগুলোর স্প্রেড কিছুটা বেশী হয়ে থাকে কেননা, রেগুলেশন প্রাপ্তির জন্য ব্রোকার অতিরিক্ত অর্থ খরচ করতে হয় তাই ব্রোকার ট্রেডারদের থেকেও বেশী পরিমাণ অর্থ চার্জ করে।

ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কে সমালোচনার শেষ নেই। আমরাও কাউকে এই ব্রোকারে ট্রেড করার জন্য পরামর্শ প্রদান করিনা কেননা আমরা সবসময়ই বলি, ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে হবে।

ইন্সটাফরেক্স ব্রোকার ট্রেড করার জন্য ভালো তবে সেটি শুধুমাত্রা যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ট্রেড শুরু করতে চান তাদের জন্য। যদি আপনি প্রাথমিক অবস্থায় ট্রেড শুরু করতে চান এবং কিভাবে এই ট্রেডিং ম্যাকানিজম কাজ করে সেটি বুঝতে চান, তাদলে আমাদের পরামর্শ থাকবে ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেড করার। কিন্তু যদি আপনার রিয়েল ট্রেডের অভিজ্ঞতা থাকে এবং আপমার বিনিয়োগকৃত এমাউণ্টের পরিমাণ বেশী হয় তাদের জন্য এই ব্রোকার নয়।

সহজ কথায় যদি বলি, আপনার ডিপোজিট কিংবা বিনিয়োগের পরিমাণ যদি ১০০-২০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলেই আপনি এই ব্রোকারের ট্রেড শুরু করতে পারেন। পুরাতন এবং অভিজ্ঞ ট্রেডারের জন্য এই ব্রোকার নয় কেননা এটি একটি মিনি লটের ব্রোকার। এছাড়াও, যাদের বিনিয়োগের পরিমাণ ২০০ ডলারের থেকেও বেশী, অনুগ্রহ করে তারা এই ব্রোকারে ট্রেড না করলেই ভালো।

এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।
পূর্বের আর্টিকেলCopy Trading আসলে কি?
পরবর্তী আর্টিকেলInstaforex – ইন্সটাফরেক্স বাংলাদেশ অফিস
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।